সাময়ীক পোস্ট- কয়েকজন বুযুর্গের জীবনি প্রয়োজন। কোথায় পেতে পারি?

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ২৬ অক্টোবর, ২০১৪, ০৩:১০:৫০ দুপুর

বাংলার বিখ্যাত কয়েকজন বুযুর্গের পুর্নাঙ্গ জীবনি প্রয়োজন। নেট এ পেলাম না। সম্ভবত নাই। আপনাদের জানা থাকলে অনুগ্রহ পূর্বক একটু নক করবেন।

১. হযরত শাইখ মুহাম্মাদ উল্লাহ হাফেজ্জী হুযুর (রহ.)

২. হযরত শাইখ শামসুল হক ফরিদপুরী সদর সাহেব হুযুর (রহ.)

৩. খতিবে বাঙ্গাল আল্লামা জালালুদ্দিন সাহেব হুযুর (রহ.)

৪. উস্তাযুল উলামা আল্লামা কুতুব উদ্দিন পীরজি হুযুর (রহ.)

৫. আল্লামা ক্বারী ইবরাহিম বাঙ্গালী হুযুর (রহ.)

উপরোক্ত বুযুর্গানদের সাথে অন্যান্য কোন বুযুর্গানের জীবনি যদি আপনাদের জানা থাকে, তাও শেয়ার করতে পারেন।

আমার মূল উদ্দেশ্য, উইকিপিডিয়াতে পোস্ট দেয়া। এছাড়াও ম্যাগাজিনের সংখ্যায় ওনাদের আলোকিত জীবনি এবং এ থেকে আমাদের শিক্ষনীয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278325
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এগুলোর কি অনলাইন ভার্সন নাকি বই আকারে চাচ্ছেন?
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫২
222149
চিরবিদ্রোহী লিখেছেন : যে কোন উপায়েই চাচ্ছি। তবে সফট কপি হলেই বেশি ভালো হয়। এছাড়া যদি কেউ ব্যক্তিগত ভাবে লিখে দিতে পারেন, আহলান ওয়া সাহলান। কার্টেসি অবশ্যই থাকবে।
জাযাকাল্লাহু খইর।
278373
২৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগার মাই নেইম ইজ খান ভাই এর প্রকাশিত শামসুল হক ফরিদপুরি সাহেবের জিবনি আছে। তার সাথে যোগাযোগ করে দেথতে পারেন।
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
222152
চিরবিদ্রোহী লিখেছেন : শুকরিয়া ভাই। দুঃখের বিষয়, ওনাকে মেইল করে উত্তর পাওয়া যায় না। আল্লাহ মালুম, আমার উপর রাগ করে আছেন কিনা, যদিও এমনটি হবার কোন কারণ দেখছিনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File