ঈদের ছুটিতে বেড়াতে যাচ্ছি, যাবেন নাকি?
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ২০ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩৪:২২ রাত
ঢাকা শহরের ঘড়ি বাঁধা জীবনে থাকতে থাকতে একেবারে হাঁপিয়ে উঠি। তাই সময় আর সুযোগ পেলেই প্রকৃতিক কোলে একটু সময় কাটানোর সুযোগ মিস করতে চাই না কোন মতেই। বন্ধু মহলও আমার মতোই, ভ্রমনের কোন সুযোগ হাতছাড়া করতে চায় না। এই তো গত মাসে ঘুরে আসলাম চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, কিওকারাডং, চিংড়ি লেক, জাদিপাই ঝরনা ইত্যাদি।
এবার ঈদেও তেমনি একটি ভ্রমনের কথা হচ্ছিলো, এক বন্ধু প্রস্তাব করলো কুয়াকাটা বেড়াতে যাবে। যদিও অনেকেই আগে গিয়েছে ওখানে, তাও আবার যাওয়ার সিদ্ধান্ত হলো। এরই মধ্যে একজনের মাথায় চিন্তা আসলো ট্যুর প্যাকেজ ছাড়ার। ব্যাস, আর কিছু চিন্তা না করেই ছেড়ে দিলাম ট্যুর প্যাকেজ।
আপনিও আসতে পারেন আমাদের সাথে; তবে শর্ত হচ্ছে, ভ্রমনটা হবে একেবারে আমাদের ধাঁচের- কোন বাঁধা-ধরা নেই, কোথাও যেতে মানা নেই, নিজের মতো করেই উপভোগ করতে হবে পুরো সফর টা।
আমাদের আগের ভ্রমনের কিছু ছবি-
এবারের সফরটা ঠিকঠাক মতো হলে পরবর্তী লক্ষ্য বাংলাদেশের সর্বোচ্চ পবর্ত তাজিংডং আরোহণের অভিযান। এরপরে একে একে- সুন্দরবনের ভিতরে ভ্রমন, পার্বত্য অঞ্চলের সবগুলো প্রাকৃতিক গুহা ভ্রমন, নেপালে মাউন্ট এভারেস্ট ভ্রমন, ভারতের বিশেষ দর্শনীয় স্থান ভ্রমন, মিয়ানমার ভ্রমন ইত্যাদি।
বিষয়: বিবিধ
১৯৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন তো কতই চায়,
সব কি আর সম্ভব হয়!!
আনন্দময় শুভ ভ্রমনের কামনা .....।
ধন্যবাদ।
ও...ও....ওওও...
মন্তব্য করতে লগইন করুন