কিছু বলবো না......স্ক্রিনশটগুলো দেখেন; অতঃপর আপনারাই বলেন।

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ০৪ আগস্ট, ২০১৪, ০৪:১৮:৫৯ বিকাল



ইনি মুক্তিযুদ্ধের চেতনার মহান ধারক বাহক হোল সেল সাপ্লায়ার, ৭১ টিভির ডেস্ক কর্মকর্তা রুদ্র সাইফুল্লাহ। স্ক্রিনশটগুলো ওনার টাইমলাইন থেকে নেয়া।







আমিঃ Not Listening Not Listening Not Listening At Wits' End At Wits' End At Wits' End At Wits' End

এছাড়া আমি কিছু বলার মতো ভাষা আপাততঃ পাচ্ছি না।

অতঃপর, আপনাদের বহুমূল্য মতামতের প্রত্যাশি।

বিষয়: বিবিধ

১৬৯৫ বার পঠিত, ৫৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250804
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৩
চোরাবালি লিখেছেন : আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই বলেই মুসলিম জাতির এ দশা আজ।
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৫
195005
চিরবিদ্রোহী লিখেছেন : সহমত।
250807
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৬
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ভাই, এটা তো কমন জিনিসে পরিণত হয়েছে,
মনে কষ্ট নিয়ে লাভ কি, যারা চলেই গেছে অন্ধকার পথে তাদের কি আর ফেরানো যাবে?
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
195033
চিরবিদ্রোহী লিখেছেন : আল্লাহ মালুম ভাই। তবে আমাদের যতটুকু করা, এদের পথভ্রষ্টতার কথা সকলকে জানিয়ে সতর্ক করা ও হিদায়াতের দুআ করা। শুকরিয়া।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:০০
195156
গ্রামের পথে পথে লিখেছেন : সবাই পথভ্রষ্ট!! তো, এত সুপথে থেকে, এতো হেদায়েত পেয়ে আপনি কি করেছে? আপানার হামাস কি করেছে? এখনো সোজা হয়ে দাড়াতে শিখেন্নি অথচ অন্যের জন্য হেদায়েত কপচাতে মজা লাগে?
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
195175
চিরবিদ্রোহী লিখেছেন : ৮০০ বছরের মোঘল সাম্রাজ্যের পতন হয়েছে, ২০০ বছরের বিট্রিশ সাম্রাজ্যের পতন হয়েছে, তেমনি মুসলিমদেরও এখন পতন বেলা চলছে। এগুলোর মধ্যে একমাত্র মুসলিমরাই এমন যারা কোন বংশ বা জাতিস্বত্তার গোলামীতে আবদ্ধ না, সুতরাং যার পতন আছে তার উত্থানও আছে। সবারই সময় আসে, তেমনি এখন সময় ইহুদি আর তাদের পা চাঁটা দালালদের। তবে এদেরও পতন আসছে, সেদিন আর বেশি দূরে নেই।
250810
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩১
সন্ধাতারা লিখেছেন : I do agree with Corabali vhaiya.
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৬
195037
চিরবিদ্রোহী লিখেছেন : :Thinking :Thinking :Thinking
Only Allah knows about their life hereafter.
250813
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৭
কেমানিক লিখেছেন : এই একজন মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে সকল মুক্তিযোদ্ধকে বিচার করা বোকামী। যেমন কুষ্টিয়া জেলার দৌলৎপুর থানার আল্লাহর দর্গা গ্রামে নাসির বিড়ির মালিকের ভাই একটি মাদ্রাসা ও মসজিদ নির্মান করেছিলেন। সেই মাদ্রাসার শিক্ষক, আবার সে নিজেই মসজিদের ইমাম হওয়া সত্বেও, মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করেছিল। ঘটনাটা আজ থেকে ১২-১৪ বছর আগের। এই ঘটনাটি পত্রিকাতেও এসেছিল।
এখন ঐ মাদ্রাসা শিক্ষক বা ইমামের চরিত্রের উপর দৃষ্টি রেখে কি সকল মাদ্রাসা শিক্ষক ও সকল ইমামকে ঐ চরিত্রের অধিকারী বলে জানবো?
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৪
195034
চিরবিদ্রোহী লিখেছেন : তবে তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নামে নাস্তিক্যবাদের পূজা, অশ্লীলতা ও ধর্মবিরোধীতাও প্রতিহত করতে হবে।
250831
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১১
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ধর্মে বিশ্বাস করা ...না করা অধিকার হতে পারে কিনা?
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪২
195027
কেমানিক লিখেছেন : তবে কি হতে পারে? দয়া করে ব্যখ্যা দিন।
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৫
195035
চিরবিদ্রোহী লিখেছেন : গনতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই। কিন্তু ইসলাম তো এর অনুমোদন দেয় না। আল্লাহর বানী "নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহনযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম।" তবে যদি কেউ ইচ্ছা করে সে ইসলাম সঠিক কিনা সেটা যাচাই করার অধিকার রাখে।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
195046
লোকমান বিন ইউসুপ লিখেছেন : দ্বীনের ব্যপারে বাড়াবাড়ি না করা ও তোমাদের দ্বীন তোমাদের জন্যে এর ব্যাখ্যা কি?

মানুষকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন... না মানার অধিকারও তার আছে। তবে যারা মানেনা তাদের আমরা বুঝাতে পারি। জবরদস্তি করার অধিকার পেতে পারিনা। প্রতে্যকের মত ব্যক্ত করার অধিকার আছে। আমরা কেহই একে অপরকে নির্লজ্জ শারীরিক মানসিক আক্রমনের বৈধতা পেতে পারিনা।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
195061
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : ছেলে বা মেয়ে হয়ে জনম নেয়া কিংবা পছনদ মত পরিবারে জনমানোর অধিকার কি কারো আছে বলেন তো কালা মানিক ওরফে শাহরিয়ার কবির
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
195063
চিরবিদ্রোহী লিখেছেন : ঠিক বলেছেন।
কিন্তু একটা ঘটনা এখন মনে পড়ছে, ইবনে তাইমিয়াহ (রহ.)-এর সময়ে কোন এক লোক রাসূল (সাঃ)-কে গালাগালি করে বেড়াত। তৎকালীন স্থানীয় শাসক লোকটিকে ডেকে আনে এবং উপস্থিত কাযী ও উলামা তাকে মৃত্যুদন্ডের পক্ষে মত দেন। কিন্তু ইবনে তাইমিয়াহ (রহ.)-কে জিজ্ঞেস করা হলে তিনি লোকটিকে ডাকিয়ে তাকে কারণ জিজ্ঞেস করেন, সেগুলোর যথোপযুক্ত উত্তর দেন এবং ভবিষ্যতে এরূপ না করার প্রতিশ্রুতী নেন। এর কয়েকদিন পর লোকটি ইসলাম গ্রহন করে।
এখান থেকে আমি দুটি জিনিস পাই, প্রথমত: ইসলামী রাষ্ট্রের অর্ন্তভূক্ত কোন লোক যদি ইসলাম সম্পর্কে কটুক্তি করে তবে তাকে অবশ্যই বিচারের সম্মুখিন করা এবং দ্বিতীয়ত: উক্ত উলামায়ে কিরাম ও ইবনে তাইমিয়াহ (রহ.) উভয়ের বিচারই এক্ষেত্রে সহীহ। কারণ তাঁরা শরীআ অনুযায়ী ফায়সালা করেছেন কিন্তু ইবনে তাইমিয়াহ (রহ.) আরো ভালো একটি পন্থার অবলম্বন করেছেন।
এত কথা বলার কারণ হলো, অবশ্যই প্রতিটি ব্যক্তির ধর্ম সম্পর্কে নিজস্ব চিন্তা, মতামত, সমালোচনা ও স্বাধীনতার অধিকার রয়েছে। কিন্তু অন্য কোন ধর্মকে গালাগালি, কটুক্তি করলে তার যথাবিহীত প্রতিবাদ করাও শরয়ে ইসলামীর অর্ন্তভূক্ত।
250844
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫১
হতভাগা লিখেছেন : ইসরায়েলের অপরাধ এরাও আপনায়া নিয়েছে । এদের পরিনতি তাদের পেয়ারের ইসরায়েলের মতই নির্মম ও ভয়াবহ হবে - ইনশা আল্লাহ ।
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৮
195039
চিরবিদ্রোহী লিখেছেন : ইনশাআল্লাহ। ভাই, আপনেরে আবার দরকার ছিলো সেই ১৯৪৪-৪৫এর ভূমিকায়।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
195047
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ঈহুদীদের জন্যে ইহুদি থেরাপী দরকার
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
195067
চিরবিদ্রোহী লিখেছেন : Happy>- Happy>- Happy>-
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৩
195577
ব্লগার সাদমান লিখেছেন : ইহুদীদের জন্য আবার সালাউদ্দীন আইউবীর মতো নেতা প্রয়োজন!!!! যে কুরআন-হাদীস অনুযয়ী ভাল সেই আমাদের কাছে ভাল.....নিশ্চয়ই হিটলার কুরআন-হাদীস অনুযায়ী ভাল নয়!!!! @চিরবিদ্রোহী Happy>-
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪০
195587
চিরবিদ্রোহী লিখেছেন : @ব্লগার সাদমান
সহমত। তবে হিটলার ইহুদিদের আচ্ছা এক সবক দিয়েছিলো।
250853
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
মোঃ আবু তাহের লিখেছেন : এমন আহম্মক লোকদের নিয়ে কথা না বলাই ভাল ভাই। এরা দেশ, জাতি, ধর্ম সহ সব কিছুরই শত্রু।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
195064
চিরবিদ্রোহী লিখেছেন : সহমত। জাযাকাল্লাহু খইর।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৩২
195210
গ্রামের পথে পথে লিখেছেন : তো, আপনি এত সু-আহম্মক হয়েও হামাসের কাসাম রকেট যুগে আছেন যে!!
250860
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
রাকিব.ই.সুমন লিখেছেন : #Save_Gaza
#kill_Israel_n_their_friends
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
195065
চিরবিদ্রোহী লিখেছেন : I DO.
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৩০
195208
গ্রামের পথে পথে লিখেছেন : আঙ্গুল চুষেন, আসমান থিক্যা আল্যার ফেরেস্তারা আইসা সব কইরা দিব।
250878
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
ইয়াফি লিখেছেন : এই জাতের মানবতার শত্রুগুলো আওয়ামী লীগের পোষ্য। একটু খেয়াল করে দেখেন বাংলাদেশের ইসলামবিদ্ধেষী নাস্তিকগুলো হয় আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত অথবা আওয়ামী লীগকে প্রাণ দিয়ে ভালবাসে। কুখ্যাত নাস্তিক থাবা-বাবাকে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ! ঘোষণা করা হয়েছে।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
195066
চিরবিদ্রোহী লিখেছেন : ওদের বাঁচাতেই তো সরকার এখন প্রতিটি মুহুর্তে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যার প্রমাণ- সরকারী লোকজন অবাধে বোরখা, মাদরাসা, দ্বীনি শিক্ষা ইত্যাদি মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলার আস্পর্ধা দেখায়।
১০
250890
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
আওণ রাহ'বার লিখেছেন : ছেলেবেটি হওয়ার ফন্দি।
আর পকেটে কিছু যদি আসে সেই ধান্দা।
আর কিছুনা।
এদের মনুষত্যকে এরা বিক্রি করে দিয়েছে।
০৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
195095
চিরবিদ্রোহী লিখেছেন : ১০০% সঠিক। সহমত।
১১
250953
০৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৩
গ্রামের পথে পথে লিখেছেন : তো ভাইজান- হামাসের জন্য আপনার দোয়া-দরুদ, মায়া মহব্বতের সীমা নেই। সেটা হতেই পারে। কিন্তু তাই বলে সবাই আপনার মত হামাস পূজারী হবে কেন?
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:২২
195173
চিরবিদ্রোহী লিখেছেন : না না, তা কে বলেছে? অন্ধকার না থাকলে আলো মূল্যহীন, দূর্গন্ধ না থাকলে সুগন্ধ মূল্যহীন, বদ না থাকলে ভালো মূল্যহীন। তেমনি কিছু মাত্রায় আত্ম বিক্রিত দালাল শ্রেণী না থাকলে প্রকৃত মানব দরদীও মূল্যহীন। তাই আমিও চাই না এই টাইপের প্রাণী (মানুষ নয়, প্রাণী) দুনিয়া থেকে আপাতত বিলুপ্ত না হোক।
০৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪৬
195188
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : নাহ, তা কেন হবে? কেউ কেউ মারকস লেনিনের নাস্তিক পুজারি হবে আর ইসলামের পিছে পিছে ভবঘুরের মত ঘুরবেRolling on the Floor Rolling on the Floor
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:০৩
195200
চিরবিদ্রোহী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:১৭
195204
গ্রামের পথে পথে লিখেছেন : হুমম, আলোকের ঝর্ণাধার যা আছে সব মুমিন মুসলমানের হামাসের মধ্যেই আছে।!!!!

তো, তার আগে উটের রশি ছাইড়্যা মানুষ হওয়ার চেষ্টা করেন। মোহাম্মদের "জোটি-বোটি, পানি পড়া, টুটকা-ফুটকা" তে কাম হবে না।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:২১
195206
চিরবিদ্রোহী লিখেছেন : পরের ধনে পোদ্দারী ফিলোসফি বাদ দেন। আপনি নিজে কি করতে পেরেছেন সেই কথা বলেন। আপনার মতো দুচার দশটা যদি ওদের দুযারে বসে থাকে ওরা ফিরে তাকাবে না। আাগের নিজের টা দেখেন পরে অন্যের উপর মাতব্বরী করতে আসেন।
১২
250993
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:১২
শিশির ভেজা ভোর লিখেছেন : ধানের ভিতর চিটা থাকবে এবং সেটা নিয়েই আমাদের সামনে এগুতে হবে। ওটা নিয়ে মাতামাতি করা উচিত নয়।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:২০
195205
চিরবিদ্রোহী লিখেছেন : কিন্তু ভাই, এগুলো যে চিটা না, এগুলো পুরো ফসল নষ্ট করা ভয়াবহ পোকা!!!
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:২৮
195207
গ্রামের পথে পথে লিখেছেন : মুমিনের ঘুনেধরা আল কোরাণই সব পোকার উৎস। তা না হলে কোরাণ পূজারী হামাসের এই ছাগল দশা??
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪৩
195216
চিরবিদ্রোহী লিখেছেন : নিজেরটা নিয়ে আগে চিন্তা করেন। ওদের চিন্তা কেউ আপনাকে করতে বলেনি। আল-কুরআনের বাইরে গিয়ে আপনি কোন গিনেস রেকর্ড করেছেন সেই বর্ণনাটা আগে করেন, শুনি।
১৩
250999
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:২১
গ্রামের পথে পথে লিখেছেন :


কে বড়? মুমিনের আল্যা?? নাকি ইহুদির সর্বশক্তিমান রব??????
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৩৮
195211
চিরবিদ্রোহী লিখেছেন : আপনি আবার রবে বিশ্বাসী হলেন কবে থেকে! নাকি এটা দালালীর নতুন পলিসি!

ছবিটাতে একটু কারেশন ছিলো, করে দিলাম-



মুমিনদের আল্লাহ এতো সস্তা না যে চাহিবা মাত্রই হাজির হবে। দুনিয়ার দালালী দিয়ে তাকে পাওয়া যাবে না। ছোট বাচ্চারা যেমন দামী খেলনার জন্য সর্বশক্তি দিয়ে বাপের কাছে জ্বীদ করে অবশেষে পায়, আল্লাহও তেমনি আগের সর্বরূপ পরীক্ষা করে তারপর বান্দাকে সাহায্য করে। যাই হোক, এই সব ফিলোসফি বুঝতে ঘিলু লাগে, এগুলা আপনাদের সাধ্যের জিনিস না।
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
195214
চিরবিদ্রোহী লিখেছেন : ওহ, আরেকটা জিনিস, বরাবরই তো দেখি বিজ্ঞান বিজ্ঞান আধুনিকতা চেচাচেচি করেন, কয়েকদিন বিজ্ঞানের একটা সিম্পল প্রশ্ন করেছিলাম, ওটার উত্তর টা তো দেখলাম না। নাকি The Science of শুধুমাত্র Toutry Theory of Pimp পর্যন্তই সীমাবদ্ধ থাকে!
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:৪১
195215
চিরবিদ্রোহী লিখেছেন : ওহ, আরেকটা জিনিস, বরাবরই তো দেখি বিজ্ঞান বিজ্ঞান আধুনিকতা চেচাচেচি করেন, কয়েকদিন বিজ্ঞানের একটা সিম্পল প্রশ্ন করেছিলাম, ওটার উত্তর টা তো দেখলাম না। নাকি The Science of শুধুমাত্র Toutry Theory of Pimp পর্যন্তই সীমাবদ্ধ থাকে!
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:০৮
195229
গ্রামের পথে পথে লিখেছেন : মুমিনদের আল্লাহ এতো সস্তা না যে চাহিবা মাত্রই হাজির হবে। দুনিয়ার দালালী দিয়ে তাকে পাওয়া যাবে না। ছোট বাচ্চারা যেমন দামী খেলনার জন্য সর্বশক্তি দিয়ে বাপের কাছে জ্বীদ করে অবশেষে পায়, আল্লাহও তেমনি আগের সর্বরূপ পরীক্ষা করে তারপর বান্দাকে সাহায্য করে। যাই হোক, এই সব ফিলোসফি বুঝতে ঘিলু লাগে, এগুলা আপনাদের সাধ্যের জিনিস না।

হুমম, ফাল দিতে দিতে ঠ্যাং ভাইঙ্গা ফালাইসেন। এখন আঙ্গুর ফল টক?? ইহুদী-নসারার ভয়ে মুমিনের আল্যা লেজ গুটাইসে কইতে ভাল্লাগে না....

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

[i]ওহ, আরেকটা জিনিস, বরাবরই তো দেখি বিজ্ঞান বিজ্ঞান আধুনিকতা চেচাচেচি করেন, কয়েকদিন বিজ্ঞানের একটা সিম্পল প্রশ্ন করেছিলাম, ওটার উত্তর টা তো দেখলাম না। নাকি The Science of শুধুমাত্র Toutry Theory of Pimp পর্যন্তই সীমাবদ্ধ থাকে!

হ, ঠিক কইসেন! যত বিজ্ঞানের খনি- হেরা পাহাড়ের শিয়ালের গর্তে জন্ম নেয়া মোহাম্মদের আল কোরাণেই আছে! আর এ জন্যই কোরাণ পূজারী হামাস মুমিনদের কাছে কাসাম রকেটের বিজ্ঞান?
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:১৮
195233
গ্রামের পথে পথে লিখেছেন : হা হা, USA, DEVIL এর কাছে মুমিনের আল্যা চিৎপটাং


Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৬
195376
চিরবিদ্রোহী লিখেছেন : দুনিয়ার যতসব উদ্ভট যুক্তি সব শয়তানপুজারী দালাল সম্প্রদায়ের কাছেই। যদি পেঁচাকে জিজ্ঞেস করা হয় দিনের বেলায় বের হয় না কেন, সে নির্ঘাত উত্তর দিবে সূর্যের সাথে তার শত্রুতা আছে। তেমনি ভাবে এই অদ্ভুদ শ্রেণীর জন্তু গুলার নিজেদের দ্বারা তো কিছুই করা সম্ভব হয় না, কিন্তু আরেক শ্রেণীর জন্তু জিযোনিস্টদের পৈচাশিকতা তাদের খুবই আনন্দ। একেই বলে চরম মূর্খতা।
১৪
251013
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:১২
গ্রামের পথে পথে লিখেছেন : মুমিনদের আল্লাহ এতো সস্তা না যে চাহিবা মাত্রই হাজির হবে। দুনিয়ার দালালী দিয়ে তাকে পাওয়া যাবে না। ছোট বাচ্চারা যেমন দামী খেলনার জন্য সর্বশক্তি দিয়ে বাপের কাছে জ্বীদ করে অবশেষে পায়, আল্লাহও তেমনি আগের সর্বরূপ পরীক্ষা করে তারপর বান্দাকে সাহায্য করে। যাই হোক, এই সব ফিলোসফি বুঝতে ঘিলু লাগে, এগুলা আপনাদের সাধ্যের জিনিস না।

হুমম, ফাল দিতে দিতে ঠ্যাং ভাইঙ্গা ফালাইসেন। এখন আঙ্গুর ফল টক?? ইহুদী-নসারার ভয়ে মুমিনের আল্যা লেজ গুটাইসে কইতে ভাল্লাগে না....

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

ওহ, আরেকটা জিনিস, বরাবরই তো দেখি বিজ্ঞান বিজ্ঞান আধুনিকতা চেচাচেচি করেন, কয়েকদিন বিজ্ঞানের একটা সিম্পল প্রশ্ন করেছিলাম, ওটার উত্তর টা তো দেখলাম না। নাকি The Science of শুধুমাত্র Toutry Theory of Pimp পর্যন্তই সীমাবদ্ধ থাকে!

হ, ঠিক কইসেন! যত বিজ্ঞানের খনি- হেরা পাহাড়ের শিয়ালের গর্তে জন্ম নেয়া মোহাম্মদের আল কোরাণেই আছে! আর এ জন্যই কোরাণ পূজারী হামাস মুমিনদের কাছে কাসাম রকেটের বিজ্ঞান?
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪০
195377
চিরবিদ্রোহী লিখেছেন : Or do ye think that ye shall enter the Garden (of bliss) without such (trials) as came to those who passed away before you? they encountered suffering and adversity, and were so shaken in spirit that even the Messenger and those of faith who were with him cried: "When (will come) the help of Allah." Ah! Verily, the help of Allah is (always) near! (Al-Baqara: 214)

যদিও জানা ছিলো, তাও প্রশ্নগুলো করেছিলাম। শুধু এতটুকু সবাইকে দেখিয়ে দিতে দালালী করতে করতে মানুষ কত নিচে নামতে পারে, যে জ্ঞান বিজ্ঞানের অজুহাত দিয়ে বেড়ায় আসলে সে আসলে কতটা গন্ডমূর্খ যে আমাদের মতো ১৪০০ পুরানো বস্তাপচা মুসলমানের করা একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না!!! এই তার আধুনিকতা-
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

আর কুরআনে কি আছে তা আমার আগের পোষ্টগুলোতে একটু ইঙ্গিত দিয়েছি মাত্র। যদি যোগ্যতা থাকে ভূল প্রমাণ করে দেখান। তবে আমি নিশ্চিত সেই যোগ্যতা নেই। কারণ নেড়ী কুকুর শুধু মাত্র ঘেউ ঘেউ করতে পারে, আর বিশেষ ক্ষেত্রে পা তুলে হিসি করতে পারে। এর বাইরে তার যোগ্যতা নেই।
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৭:১৪
195536
গ্রামের পথে পথে লিখেছেন : কোরাণে কি গোবরের ধন আছে তাতো আপনার মত ২০০ কোটি কোরাণপূজারী গোবরধন মুমিনের দিকে তাকালেই বুঝা যায়। ৬০ লক্ষ বিজ্ঞান মনস্ক ইহুদীর বিপরিতে ২০০ কোটি মুসলিম উইপোকা। এই তো??
০৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৯
195571
চিরবিদ্রোহী লিখেছেন : আপণি কি ছিঁড়সেন সেটা বলেন। পরের ধনে পোদ্দারি দেখায়া লাভ নাই। মুসলমানরা কি করসে সেটা যা দেখবার দেখা যাবে, নিজেরটা চিন্তা করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File