এই মাসআলা ও মন্তব্য গুলো কি সঠিক?
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ১০ জুলাই, ২০১৪, ০৯:১১:২৭ রাত
কিছু বই থেকে আমি এই মাসআলা ও মন্তব্যগুলো পেয়েছি। সকলের নিকট অনুরোধ, এগুলোর মান ও গ্রহনযোগ্যতা সম্পর্কে জানিয়ে উপকৃত করবেন।
১. "শুকরের গোশত হারাম হওয়া যদিও কুরআন দ্বারা প্রমানিত, তথাপি এটা আমলের যোগ্য নহে।”
২. "একজন পুরুষ একসাথে যতগুলো ইচ্ছা বিয়ে করতে পারবে। একসাথে চারটির অধিক করা যাবে না, বিষয়টি এমন নয়।”
৩. "উমর-এর কাজ ও কথা আমল যোগ্য নয়।”
৪. "সাহাবাগনের কথা দলিল হতে পারে না, যদিও অন্যান্য সাহাবাগনও এতে ঐক্যমত পোষণ করেন।”
৫. "এতে কোন সন্দেহ নেই যে, মুআবিয়া ও আমর ইবনুল আস স্বভাবগত ভাবেই বিদ্রোহী, অবাধ্য ও খারাপ ছিলেন। এবং এই দুজনের ক্ষেত্রে সাহাবাদের মর্যাদসূচক বর্ণনা (অর্থাৎ রাযিআল্লাহু তাআলা আনহু) বলা বা লেখা জায়েয নেই। বরং এতটুকু করবে যে, তাদের গালি দেওয়া হতে বিরত থাকবে।”
উপরের সবগুলো একই বইয়ে নয়, ভিন্ন ভিন্ন বই হতে সংগৃহিত।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়ার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খইর।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহু খইর।
এগুলো তো বিভ্রান্তি সৃষ্টিকারী কথা!
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহু খইর।
স্ট্রেইট ফাতওয়া,আমার কাছে রেফারেন্স আছে, কিন্তু বলবো পরে। এখন আমার চাই প্রত্যেকের ইলম অনুযায়ী শুদ্ধ ও নিরপেক্ষ উত্তর।
মাসআলাগুলো সম্পর্কে আপনার মতামত পেলে আরো ভালো লাগতো।
৪ মনে হয় ঠিক আছে (দলীল বলতে কুর’আন আর হাদীস-ই আমি বুঝি); তবে এক্সট্রা-অর্ডিনারী-কেস (যেখানে দলীল দ্বারা কোন সমাধান হচ্ছে না) সেখানে সাহাবাদের ইজমা কাজে আসলে অনুসরন করা যে তে পারে বলে মনে হয়।
৫ এর ঘটনা কিছুটা ধারণা পেয়েছি আল-বিদায়া পড়তে গিয়ে; তবে ঐ সিরিজ এর একটা ভলিউমের বাংলা অনলাইনে পাওয়া যায় না – যেটায় আলী(রাঃ) এর পরবর্তী শাসনকাল আছে। তবে সেসব বিষয়ের কিছু অংশ নিয়ে মওদূদী এবং ত্বাকী উসমানীর বাহাস এর উপর কি বই যেন সামান্য পড়েছিলাম।
তবে ভাই, সাহাবাদের (রাযি.) কথাও যে অনুসরণ করতে হবে সে সিদ্ধান্ত তো কুরআন ও হাদীসেই আছে তাই না? আর আমরা যদি একটু ভেবে দেখি, দ্বীনের ব্যাপারে সাহাবাগন (রাযি.) কি আমাদের থেকে কম জ্ঞানী ছিলেন? অবশ্যই না। তাই তারা তো জেনে বুঝে রাসূলুল্লাহ (সাঃ)-এর কোন আদেশ বা সিদ্ধান্তের (মৌখিক, কর্ম বা নিরব সম্মতী) বিপরীত কিছু করতে পারেন না, এমনকি একজন আরেকজন কে করতে দিতেও পারেন না। ইনসাফ তো একথাই বলে, তাই না?
মুফতি ত্বকী উসমানী (দা:বা) সাহেবের বইটির নাম "ইতিহাসের কাঠগড়ায় আমির মুআবিয়া রাযি."। চমৎকার একটি বই, আমার কাছে সফট কপি আছে, প্রয়োজন হলে দয়া করে চেয়ে নিবেন।
হ্যা, আমার মতেও সাহাবীরা মূলত কুর’আন রাসূল(সাঃ) এর সুন্নাহ এর-ই অনুসরন করে গেছেন তাদের সর্বোচ্চ জ্ঞানের আলোকে।
তবে রাসূল(সাঃ) এর ওফাত এর পর থেকেই কিছু তিক্ত-ইতিহাস আছে, সেগুলো সম্বন্ধে অবশ্য আমার সুগভীর জ্ঞান নাই। সেগুলো অবশ্য এখানে কেউ আলোচনাও করে না, যদিও আমি জানতে আগ্রহী; সঠিক-ইসলাম ভাইয়া একদিন একটু শুরু করে আর কিছু বলেন নাই!
মন্তব্য করতে লগইন করুন