যেসব নাস্তিকরা বলে কুরআন নাকি মুহাম্মাদ (সাঃ)-এর তৈরি করা, পারলে ঐ গাধার বাচ্চারা এর উপযুক্ত জবাব দিক...
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ২৯ এপ্রিল, ২০১৪, ০৬:১৭:১১ সন্ধ্যা
বর্তমান বিশ্বে মহাকাশ বিজ্ঞানের সবচেয়ে আধুনিক, আলোচিত, স্বীকৃত মতবাদ হলো "The Big Bang Theory" বা মহাবিস্ফোরণ তত্ত্ব। এই তত্ত্বে মহাবিশ্বের রচনার শুরুর কথা বলা হয়েছে।
আজ থেকে প্রায় ১৩.৭ বিলিয়ন বছর আগে এই মহাবিশ্ব একটি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল। এই ধারণাটিকেই ভৌত বিশ্বতত্ত্ব বলা হয় মহা বিস্ফোরণ বা বৃহৎ বিস্ফোরণ । বিজ্ঞানী এডুইন হাবল প্রথম বলেন, দূরবর্তী ছায়াপথসমূহের বেগ একসাথে করে পর্যালোচনা করলে দেখা যায় যে এরা পরষ্পর থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। আপেক্ষিতার সাধারন তত্তের ফ্রিদমান-ল্যমেএ-রবাটসন-ওয়াকার নকশা অনুসারে এটি ব্যাখ্যা করা হয়েছে। এই তত্ত্বসমূহের সাহায্যে অতীত বিশ্লেষণ করে দেখা যায় যে, সমগ্র মহাবিশ্ব একটি সুপ্রাচীন বিন্দু অবস্থা থেকে উৎপত্তি লাভ করেছে। এই অবস্থায় সকল পদার্থ এবং শক্তি অতি উত্তপ্ত এবং ঘন অবস্থায় ছিল। কিন্তু এই অবস্থার আগে কি ছিল তা নিয়ে পদার্থবিজ্ঞানীদের মধ্যে কোন মতঐক্য আসতে পারেনি।
এই তত্ত্বটি ১৯২৯ সালে বিজ্ঞানী এডুইন হাবল সর্বপ্রথম আবিস্কার করেন। পরবর্তীতে স্টিফেন হকিং সহ প্রায় সকল বিখ্যাত তত্ত্বীয় পদার্থবিজ্ঞানি এর বাস্তবতা মেনে নিয়েছে।
পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়ার (২১) আয়াত নং-৩০ এ বলা হয়েছে-
أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاء كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ
কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবী একত্রিত ছিলো, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?
Do not the Unbelievers see that the heavens and the earth were joined together (as one unit of creation), before we clove them asunder? We made from water every living thing. Will they not then believe?
এখানে দুটি বৈজ্ঞানিক তত্ত্ব উল্লেখ হয়েছে, (১) আকাশ-পৃথিবী একত্রিত থাকা এবং পরে পৃথক হওয়া (২) প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি হওয়া। আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী এ দুটির একটিও অস্বীকার করতে পারেনি।
যারা বলে কুরআন মুহাম্মাদ (সাঃ) এর নিজের রচনা, তাদের কাছে আমার প্রশ্ন, আজ থেকে ১৪০০ বছর আগে আরব মরুভুমীর এক অক্ষর জ্ঞান হীন (দুনিয়ার দৃষ্টিকোণ থেকে) মানুষকে কে এই কথাগুলো শিখিয়ে গেলো? কোথা থেকে তিনি পেলেন এই সূত্র? তবে কী নাস্তিকদের বানর বাপ-দাদারা এগুলো তার কানে কানে বলে এসেছে? আর যদি তা না হয়, তাহলে এই কুরআন পৃথিবীর সবকিছুর উপর একক কর্তৃত্বশীল সর্বশক্তিমান আল্লাহর রচনা না হয়ে উপায় আছে?
কোন নাস্তিক পারলে প্রমাণ সহ উত্তর দিয়ে যাক বা যুক্তি খন্ডন করে যাক।
বিষয়: বিবিধ
১৫১৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি যদি বলেন চিনি মিষ্টি সে বলবে টক। তবে যারা সত্যিকার নাস্তিক তারা যুক্তি মানে ।
ধন্যবাদ
কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায় কাফের
বেইমান মুশরেকেরা। ও আমার ভাই-বোনেরা,
যারা আমাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চায়
আমরা কি তাদের সাথে জেহাদের জন্য প্রস্তুত আছি ?
- 'চিন্তা-ভাবনা' করতে অক্ষম
- 'জ্ঞানহীন'
- 'ফুটপাত টাইপ আমজনতা তথা 'লো প্রোফাইলের'
- 'অনুগতমেন্টালিটির'।
যেহেতু এটা পড়ালিখা করেনা, যেহেতু এদের ব্রেইন জড়বস্তুর ন্যায় - আপনার লিখা হতে এরা শিখতে যেমন পারেনা, বিতর্ক ও করতে পারেনা - এরা মহিষ টাইপের খাপছাড়া কথা বই অন্য কিছু বলতে পারবেনা। নিশ্চিত থাকুন।
মন্তব্য করতে লগইন করুন