বিনীত অনুরোধ..............
লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ১২ জানুয়ারি, ২০১৪, ০৮:৩৫:৪৯ রাত
গত প্রায় ৫ মাস ধরে এই ব্লগে আছি। প্রত্যেক দিন একবার এই ব্লগ ভিজিট করা প্রাত্যাহিক একটা অভ্যাসে পরিণত হয়েছে। টুমরো ব্লগ এখন যেন আমার পরিবারের মতোই মনে হয়, তাই এখানকার ব্লগারদের অতি আপনজন ভেবেই এই অনুরোধ টুকু করা............................
আমার বাবা গত ২ মাস ধরে মেরুদন্ড, ফুসফুস, কিডনী ইত্যাদি জনিত জটিলতায় অসুস্থ্য। ইদানিং তার স্বাস্থ্যের অবণতির কারণে তাকে ঢাকার মিরপুরের ডেলটা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আমি সকল ব্লগারদের কাছে আমার বাবার সুস্থ্যতার জন্য দুআর আন্তরিক আবেদন করছি। হয়তো সকলের দুআর বরকতে আমার বাবাকে আল্লাহ আবার আগের মতো সুস্থ্য করে তুলবেন...............
বিষয়: বিবিধ
১৬২৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাজ্জাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন