নতুন একটা বই পড়লাম। ভালো লাগলো তাই সবার সাথে শেয়ার করছি

লিখেছেন লিখেছেন চিরবিদ্রোহী ১৩ অক্টোবর, ২০১৩, ০৫:০৮:৪৩ বিকাল





মাকতাবাতুত তামাদ্দুনের “রাজনীতি: ইসলামি চিন্তাধারা” বইটি বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ, শাইখুল ইসলাম আল্লামা জাস্টিস মুফতি তাকী উসমানী দা.বা. রচিত উর্দূ বই “সিয়াসাত আওর ইসলামি নজরিয়াত” এর রেজাউল করিম কৃত বাংলা অনুবাদ। ইসলামের রাজনৈতিক দর্শন ও বিধান বিষয়ক একটি অসাধারন বই এটি। একই বিষয়ের উপর আরো অনেক বই পড়েছি আগে, কিন্তু এই বইটি বেশ জ্ঞানগর্ভ। এই বইটিতে রাজনীতি বিষয়ক ইসলামী চিন্তা চেতনা, দর্শন ও ইসলামে রাজনীতির অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বর্তমান বিশ্বের প্রতিষ্ঠিত প্রায় সব কয়টি রাজনৈতিক ও রাষ্ট্র দর্শন নিয়ে তুলনা মূলক আলোচনা করে সেগুলোর সংকট ও সীমাবদ্ধতা এবং সেসব সমস্যা কিভাবে ইসলামি রাজনৈতিক মতবাদ দ্বারা খুব সহজেই করা যায় তা অকাট্য দলিল দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। একই সাথে খিলাফত ব্যবস্থার স্বরূপ, রাষ্ট্র পরিচালানায় ইসলামি বিধান, আইন প্রণয়ন পদ্ধতি, শাসন ব্যবস্থা ইত্যকার মৌলিক বিষয়াদির পাশাপাশি খুটিনাটি আরো অনেক বিষয়ে আলোকপাত করা হয়েছে। অতীতের খিলাফত ব্যবস্থার পতনের কারণ ও সেসব সমস্যার সমাধানের উপায় বর্ণনা করা হয়েছে। এসমস্ত কারণে বইটিকে আদর্শ ইসলামি রাষ্ট্রের “খসড়া সংবিধান” বললে একটুও বাড়িয়ে বলা হবে। উপযুক্ত শব্দ চয়ন, সুষম ভাষা বিন্যাস ও প্রাঞ্জল উপস্থাপনার সাথে যুক্ত হয়েছে মুফতি তাকী উসমানি দা.বা. এর অসাধারন প্রমান ভিত্তিক ও জ্ঞানগর্ভ আলোচনা, যা বইটিকে সাধারণের অনেক উপরে স্থান করে দিয়েছে। আর বাংলা অনুবাদে মূল বইটির সবগুলো গুন সুনিপূন দক্ষতায় ধরে রেখেছেন অনুবাদক রেজাউল করিম। একথায়, সব ধরনের ও সব মহলের পাঠকের জন্য সংগ্রহে রাখার মতো আদর্শ একটি বই। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগতে পারে এই ভেবেই শেয়ার করলাম।

বিষয়: বিবিধ

২৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File