মহাবিশ্বের স্রষ্টা ও পরিচালক আল্লাহঃ

লিখেছেন লিখেছেন সাগরকন্না ০৪ মে, ২০১৪, ১১:২১:১১ সকাল

অসংখ্য জিনিস আমরা নিয়মিত ব্যবহার করছি । বই, কলম, গাড়ি. রেডিও, মাইক প্রভৃতি হাজার রকম জিনিস । এগুলো সবই নির্ধারিত নিয়মেই তৈরী হয়েছে । আপনা আপনি হয়নি । কিছু কলকব্জা জড়ো করলেই গাড়ি হয় না , এক টুকরো প্লাষ্টিক যেমন তেমন কাটলেই কলম হয় না । মানুষ উন্নত মস্তিস্কের সাহায্যে অনেক চিন্তা ভাবনার পর এসব জিনিস তৈরী করতে সক্ষম হয়েছে । এগুলো ব্যবহারের নির্ধারিত নিয়ম আছে । বিরাট গাড়ির গিয়ারে গোলমাল দেখা দিলে আর গাড়ি চলে না । গাড়ির চালনা না শিখে কেউ চালাতে শুরু করলে নির্ঘাত দুর্গটনায় পরে তাকে মরতে হবে । এ পৃথিবী আর বিরাট বিশ্বের সবকিছু তেমনি সুনিদিষ্ট নিয়ম অনুযায়ী সৃষ্টি হয়েছে । আর চলছেও নির্ধারিত নিয়ম মেনে । কেউ যদি বলে , হঠাৎ করে পৃথিবী সৃষ্টি হয়ে কোন নিয়ম ছাড়াই পাহার , সমুদ্র, বন-বনানী স্হাপিত হয়ে গেছে , তাহলে তাকে বোকা, পাগল বা মিথ্যুক ছাড়া আর কিছু বলা যায় না । তেমনী একথাও চরম মিথ্যা যে এ বিশ্বের কোন কর্তা বা পড়িচালক নেই ।

মূলতঃ এ মহাবিশ্বের সবচেয়ে বড় সত্তা হচ্ছে মহান রাব্বূল আলামীন । তাই আল্লাহ বলেন , নিশ্চয়ই আকাশ পৃথিবীর সৃষ্টি এবং দিন রাত্রির পরিবর্তনের মাঝে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শন রয়েছে - যারা সবসময় আল্লাহর কথা স্মরন রাখে এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গভেষনা করে, এরপর স্বতঃস্ফুর্ত ভাবেই সাক্ষ্য দেয়- হে আল্লাহ, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করোনি। (আলে ইমরানঃ ১৯০-১৯১)

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

217200
০৪ মে ২০১৪ সকাল ১১:৫৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File