আবেগের ডাবল ষ্টান্ডার্ড

লিখেছেন লিখেছেন মধ্যমপন্থী ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৪:২১ সকাল

• যদি তুমি হিন্দী চ্যানেল ত্যাগ নাই করতে পার, তবে কাস্মীরবাসীদের দুর্দশা নিয়ে তোমার সস্তা আবেগের মুল্য কি?

• মেসুত ওজিল, করিম বেনজিমা বা জিনেদিন জিদানের ফুটবল খেলা দেখতে, তুমি আল্লাহর ও তার রাসুলের হুকুম অমান্য করলে, কি মুল্য তোমার ইসলাম ইসলাম খেলার?

• ইরাক বা আফগান যুদ্ধের খলনায়কের কুশপুত্তলিকা দাহনে কি লাভ তোমার, যদি তুমি ডিবি লটারীর পিছু ছাড়তে না পার?

• আল্লাহর সাথে শিরক-কুফর করা শচিন-মেসি-রোনালডোদের জন্য গলা ফাটাও আবার বিতরের নামাজের দোয়া কুনুতে বল “ হে আল্লাহ যারা তোমার সাথে প্রকাশ্য দুশমানি করে তাদের সাথে কোন সম্পর্ক নাই....এ কেমন দ্বৈত নীতি তোমার?

• শাহরুখ, সালমান বা আমিরের ছবি হিট করলে কি যায় আসে তোমার যদি তুমি মুমিন হও?

• আল্লাহর রাসুলের (সাঃ) সুন্নাত পরিহার করে কাফেরের সংস্কৃতি গ্রহন করে কি দ্বীন তুমি প্রতিষ্ঠা করবে?

• রাসুলের আদর্শকে মসজিদে তালা বদ্ধ করে কিং খানের পোশাককে নিলে, ঠাকুরের সাহিত্য নিলে, জাফরের বিশেষ মিশনের সায়েন্স ফিকশন নিলে, খোলাফায়ে রাশেদীনকে গালি দেওয়া আহমেদ নিজাদের রাজনিতি নিলে, রোকেয়া আপার নারীবাদ নিলে বা বিশেষ একটি পত্রিকার দাম্পত্য বা পরকিয়ার আদর্শ নিলে..........শুধু ধর্মের পাশে ইসলাম নামক জীবন বিধানের নামটা লিখে কি লাভ তোমার?

• পাঠান, সাকিব বা তামিমের সমর্থন কিভাবে তোমাকে আল্লাহর শাস্তি থেকে রহ্মা করবে যদি চার ছক্কার তালে উলঙ্গ নৃত্য তোমার চোখে ভাসে অথবা যদি তা তোমাকে সলাত বা আল্লাহর স্বরন থেকে বিরত রাখে?

• হাসান/হুসাইনের (রাHappy- শাহাদতে তুমি শোকের মাতম কর.......অথচ রাসুলুল্লাহ (সাHappy, উমর-উসমান-আলীর (রাHappy শাহাদতে নিশ্চুপ থাক........ কি উদ্দেশ্য তোমার এই আবেগের?

• সন্তানকে সারাজীবন পশ্চিমা সিলেবাসে বড় করলে, তাদের সংস্কৃতি এবং তাদের চশমায় দুনিয়া দেখার অনুশীলনটা নিজেই করালে....এখন কেন বৃদ্ধশ্রম অপছন্দ কর, কেন আশা কর তোমার সন্তান মানবে সৃষ্টিকর্তার সেই প্রত্যাদেশ, "তাদেরকে(পিতামাতাকে) 'উহ' শব্দটিও বলো না" (বনী‬ ‪ইসরাঈল‬-২৪)?

• সারজীবন যে মুক্তমনাদের সাথে চললে, কেন ওসীয়ত করে যাও না, এই মুক্তমনারাই পড়াবে তোমার জানাজা? কেন ডাক সেই হুজুরদের যাদের চোদ্দগুষ্ঠি উদ্ধার করেই কেটেছে তোমার সারাটি জীবন?

• আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত তুমি অথচ আল্লাহর জন্য দাড়িটাই রাখতে পারনা তুমি......টাখনুর উপর কাপড় থাকে না তোমার......এ জিহাদ জিহাদ খেলার উদ্দেশ্য কি তোমার?

• ষ্টার জলসা বা জি-টিভির পরকিয়া-বিচ্ছেদ-নগ্নতার নাটক সিনেমা চলবে তোমার ঘরে আর আশা করবে নিজের সংসার সুখের হবে...ইসলামিক হবে...এ কেমন পান্ডিত্য তোমার?

• টিভি,ফ্রিজ বা মোবাইল ফোন সবগুলিই চালালে প্রস্তুতকারক কম্পানির ম্যানুয়াল অনুযায়ী......কিন্তু নিজের শরীরের মত এত জটিল একটি যন্ত্রকে চালালে না তার সৃষ্টিকর্তার দেয়া ম্যানুয়াল (কুরআন-সুন্নাহ) অনুযায়ী....এর পরও কিভাবে ভাল থাকার আকাঙ্খা কর?

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341026
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২১
হতভাগা লিখেছেন : কাশ্মিরিরা কি হিন্দী চ্যানেল দেখে না ?
341040
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৯
রক্তলাল লিখেছেন : আপনার নিজের আবেগের আগা মাথা বুঝলাম না।

চ্যানেল হিন্দি হলে প্রবলেম কি..
ওজুল মসুতদের খেলা দেখা কতখানি অনৈসলামিক জানিনা - কিন্ত প্রবলেম কই দেখিনা।

আমি ডিভি, ওপিতে কোথাও যাইনি। কিন্তু এমেরিকা ইউরোপে মুসলমানরা মুসলমানের মত বাস করেনা? আমার দেখা মতে মুসলমানরা বেশী সন্মানের সাথে এমেরিকাতে থাকে। কেউ দাড়ি ধরে টান দেয়া বোরখা নিয়ে বাজে কথা, রাসুল(সাঃ) ডাকাত ডাকবে মন্ত্রী এসব কেউ কল্পনাও করতে পারবেনা।

বুশ কিংবা ওবামা মুসলমিদের মারে এটা যদি পয়েন্ট হয়ে থাকে তাহলে মুসলমান দেশের দিকে তাকান। মিশর, বাংলাদেশ থেকেও চলে যেতে হবে মুসলমানদের। এসব দেশেত নিজের দেশের মুসলমানদের মারতেছে।

আবেগের প্রবলেম দেখি আপনারই :(

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File