লোভে-পাপ, পাপে মৃত্যু

লিখেছেন লিখেছেন মরহুম সাদেক ২২ মার্চ, ২০১৫, ১১:১১:১২ সকাল



সবে দাখিল (S.S.C) পাশ করেছি ।

এলোমেলো ভাবনা, মনটা সব সময় অস্থির,

নেঙটাকাল থেকেই শখ ছিলো মডেল হমু, (তবে মঠেল আরিপ্পার মতো না)

যোগাযোগ শুরু করলাম ঢাকার সাথে, লাইন ও পেয়ে গেলাম.........।

ভালো পরিচালক কয়েকজনের সাথে পরিচয় হলো......

অভিনয় জগত সম্পর্কে ধারনা ছিলনা, ২/৩ মাস নিয়মিত যাতায়াত করার পরই টের পেলাম

আমি কোন অন্ধকারের দিকে হারিয়ে যাচ্ছি ।

পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সবকিছু ছেড়েছুড়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসি ।

.

.

. . সেই সময়কার ঘঠনা,

সায়দাবাদ থেকে রিকশায় উঠেছি চানখারপুল চৌরাস্থা যাবো,

যতদুর মনে পড়ে ভাড়া ছিলো ৩০/৩৫ টাকা ।

কমলাপুর রেলস্টেশন পার হওয়ার পর ড্রাইভার হঠাৎ রিকসা সাইড করলো ।

মাথা নিচু করে কি যেনো হাতে নিলো,

দেখলাম কাগজের ছোট্ট একটা পুটলা,

ড্রাইভার পুটলাটা আমার চোখের সামনে অতি সযতনে খুললো,

সাদা কাগজের ভেতরে সোনা পেচানোর লাল কাগজ,

সাথে একটা চিরকুট, ভিতরে একখন্ড সোনার বার ।

বার দেখে আমি এক্কেরে হা ......... ড্রাইভারের শরীরে কাপন ধরে গেছে,

কম্পিত হস্তে আমাকে শুধাইলো মামা দেখেন তো কি লিখা আছে ?

.

.

. . চিরকুট টা হুবহু না হলেও ঠিক এমনি ছিলো...............

"মাখন দা,

ব্যাবসার কাজে চিটাগাং চলে যাচ্ছি,

তাই দেখা করতে পারলাম না,

আমার ছোট ভাই হিরালাল কে দিয়ে দেড় ভরি ২২ ক্যারেট এর সোনা পাঠালাম ।

তোমার বঊদির জন্য গলার হারের যে ডিজাইন দেখেছিলাম,

সেইমত একখানা হার বানিয়ে দিও ।

ইতি

মতিলাল মাহাজন"

... মামা, এইটা কি?

... আরে এইটাতো সোনার বার । তুমি এখন অনেক টাকার মালিক ।

ড্রাইভার কিন্তু কাপতেসে, ভাবখানা এমন এত টাকার জিনিস সে রাখবে কোথায়...?

চলতে শুরু করলাম গন্তব্যে......

কিছুক্ষন পর ড্রাইভার বলল,

...মামা, আপনি জিনিষডা নিয়া নেন, আমি গরিব মানুষ, এত দামি জিনিষ দিয়া আমি কি করুম ?

...না ভাই, আমার কাছে এত টাকা নাই । (সিলেটি তো, তাই মামা ডেকে অভ্যস্ত নয়)

...মামা, আপনার যা খুশি দেন, সমস্যা নাই ।

এইভাবে ড্রাইভার আমাকে নানাভাবে ফুসলাতে লাগল...

আমার ভিতর আস্তে আস্তে লোভ চলে আসছে............হঠাৎ বলেই বসলাম, কত দিতে হবে...?

...মামা, ৫০০০/- টাকা দিয়া দেন ।

...দূর মিয়া, আমার কাছে এত টাকা নাই । লোভটা এতক্ষনে আমায় জেকে বসেছে ।

...মামা, আপনি কন কত দিবাইন...??

...আমার কাছে মাত্র ২০০০/- টাকা আছে । (ডাহা মিথ্যা কথা)

অতঃপর নিয়ে নিলাম ২০০০/- টাকায় দেড় ভরি স্বর্ন ।

.

.

আবার যাত্রা শুরু.........

কিছুক্ষন পর রিকশার চেইন পড়ে গেল।

ড্রাইভার রিকশা থেকে নেমে কি কি পরীক্ষা নিরীক্ষা করে বলল,

...মামা, আমি রিকশা দিতাছি, আমার রিকশায় সমস্যা হইছে ।

আমার ভিতর তখন লুঙ্গী ড্যান্স চলতেছে,

আহা...! কি আনন্দ আকাশে বাতাসে .........

যাও একটা রিকসা নিয়া আস.........

.

.

অতঃপর, অন্য একটি রিকশায় চানখার পুল চৌরাস্থায় পৌছলাম ,

এবং জীবনে প্রথমবারের মত ঢাকায় একটি ট্রেনিং প্রাপ্ত প্রতারক চক্রের হাতে ২০০০/- টাকা গচ্ছা দিয়া পুরাই একখান "ডমেস্টিক মদই" হইয়া গেলাম । বুঝলাম, কি আমড়ার অভিনয় করতে এসেছি.........

এই রিকশা ড্রাইভার যে অভিনয় করেছে, তারে তো একখান "রুবেল" পুরষ্কার দেয়া উচিত ।

.

.

কম বয়সে অনেকেই বড় বড় ভুল করে বসে,

কেউ কেউ শুধরে যায়...... আর কেউ ডাস্টবিনে পড়েই থাকে.........

সেইদিন থেকে কথাটার মর্ম বুঝতে পারলাম.........

"লোভে-পাপ, পাপে মৃত্যু"

আমার নিজস্ব ওয়েবসাইট - Funny Man

বিষয়: বিবিধ

২০৪৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310410
২২ মার্চ ২০১৫ সকাল ১১:২২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! নানান ধান্দা। গত সপ্তাহে আমার সাধের মোবাইলটা পকেট থেকে চুরি গেল।
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৩৯
252448
মরহুম সাদেক লিখেছেন : দুঃখের বিষয়
310421
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৪৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই সম্ভবের বাইরে লোভ করা ভাল না
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪০
252449
মরহুম সাদেক লিখেছেন : মনে থাকবে
310423
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৫৯
এ,এস,ওসমান লিখেছেন : আপনার উচিত ছিল ঐ রিক্সা ওয়ালার কাছ হতে কিছু অভিনয় শিক্ষা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

ভাল লেখেছেন। আলহামদুল্লিলাহ।
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪০
252450
মরহুম সাদেক লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310445
২২ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৩
আব্দুল গাফফার লিখেছেন : শিক্ষণীয়,এমন ঘটনা আমার জীবনে একাদিক বার হয়েছে,এদের অভিনয় ভাবখানা এখনো অবাগ হই। শেয়ার করায় অনেক ধন্যবাদ
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪২
252451
মরহুম সাদেক লিখেছেন : মোস্ট ওয়েলকাম
310447
২২ মার্চ ২০১৫ দুপুর ০২:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : জীবন পথে চলতে হলে হোঁচট খেতে হয় নয়তো বড় হওয়া যায়না আপনি সে হোঁচটই খেয়েছেন ভাইয়া! আল্লাহ সবাইকে হিদায়াত দিন। আমিন।
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪৩
252453
মরহুম সাদেক লিখেছেন : ছুম্মা আমিন
310448
২২ মার্চ ২০১৫ দুপুর ০২:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভাইয়া আপনার নাম মরহুম সাদেক?
মরহুম মানে তো মৃত তাহলে নামের অর্থ দাড়ায় মৃত সাদেক, মৃত হলে আপনি লিখছেন কিভাবে? কোন সমস্যা না থাকলে পরিবর্তন করে দিন আপনার নামটা। শুধু পরামর্শ দিলাম আপনার ইচ্ছা হলে করতে পারেন নয়তো এভাবেই থাক। অনেক ধন্যবাদ আপনাকে
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪৭
252454
মরহুম সাদেক লিখেছেন : আমাদের সচরাচর ধারনাটি ভুল, মরহুম মানে মৃত নয়, মরহুম মানে যার উপর রহম করা হয়েছে, আমার ফেইসবুক আইডিতে বিস্তারিত লিখা আছে, কখনো সময় হলে দেখে নেবেন, ধন্যবাদ আপু । http://www.facebook.com/morhummrs
310511
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৩৭
আবু জারীর লিখেছেন : দারুণ তো।
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪৭
252455
মরহুম সাদেক লিখেছেন : Tongue
310514
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৪৮
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহাহা তা এসব ধান্দা তো অনেক পুরোনো আপনি জানতেন না কেন ?? Happy তবে তার কাছ থেকে অভিনয় শেখা দরকার ছিল তাহলে আজ নায়ক রাজ রাজ্জাক হয়ে যেতেন
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৫১
252457
মরহুম সাদেক লিখেছেন : তখন তো আমি অনেক ছোট ছিলাম,তেমন চালাক ও ছিলাম না, আর মডেল হবার শখ মিঠে গেছে, ধন্যবাদ
310523
২২ মার্চ ২০১৫ রাত ০৯:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : সতর্কতামূলক পোস্ট! আপনার জন্য সমবেদনা। আর ঘটনাটি শেয়ার করে সবাইকে সচেতন করার জন্যো আন্তরিক ধন্যবাদ নেবেন।
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৫১
252458
মরহুম সাদেক লিখেছেন : মোস্ট ওয়েলকাম ভাই
১০
310837
২৪ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৭
আফরা লিখেছেন : সতর্কতামূলক পোস্ট!ধন্যবাদ ভাইয়া ।
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৫২
252459
মরহুম সাদেক লিখেছেন : ওয়েলকাম আপামনি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File