লিখতে লিখতে কবি আর আকতে আকতে ছবি

লিখেছেন লিখেছেন মরহুম সাদেক ২২ আগস্ট, ২০১৪, ১০:৫৫:৩৭ রাত



শ্লোকখানা নিয়া কিঞ্চিত ঘাটাঘাটি করিয়া মনোযোগ দিয়েছিলুম লেখালেখিতে ।

কিন্তু আর পারলাম কই ?

লিখতে লিখতে কলমের জারুলতলা ক্ষয়ে ক্ষয়ে হাড্ডিসার অবস্থা,

সফেদ কাগজের বুকটা চিড়ে চিড়ে ফালা ফালা হয়ে গেছে,

কনে আঙ্গুল মুখ গহবরে ঢুকিয়ে একখানা উগলানো দিলাম......মাগার পুরা কপাইল্লার

আন্দার হইতে একখান কবিতার টুকরা বাহির হইলনা ।

রাগে দুঃখে একাকার হয়ে চোখে গ্লিসারিন মাইখা কান্দিয়া নদী বহাইয়া দেবদাস দেবদাস

একখান ভাব নিলাম ।

জীবনের প্রথম একখান কবিতা লিখেছিলাম, তাও আবার চৌর্যবৃত্তি করে । আরেকজনের কবিতা নিজের নামে চালাইয়া দিয়া খুশীতে বাগ বাগ হইয়া "হামসে বড় কৌন হ্যায়" জাতীয় বাক্য গুলো মনে করিতে করিতে আনন্দের সাগরে ভাসিয়াছিলাম । দ্বিতীয় বার আর ও মুখো হইনি বাপু, বলা তো যায়না চোরের ১০ দিন সাউদের ৩ দিন ।

যা হোক আমি হতাশ নই । চেষ্টা চালাইয়া গিয়েছিলাম ।

৪ টি লাইন খুব যত্ন সহকারে লিখিলামঃ

"হাঁটেন তিনি জবুতবু মাথায় বিশাল টাক,

ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে এসে বসলো সেথায় কাক ।

বুড়ু মিয়া বদমেজাজি গেলেন ভিষন রেগে,

কাঁক বাবাজি কম বা কিসে দিলো মাথায় হেগে ।"

এই হচ্ছে আমার কবিতার নমুনা.........।।

নিজেই পড়ি নিজেই হাসি,

কাউকে দেখানোর সাহস পাইনি, মনে মনে ভাব লই, দূর......

আমি যদি কবিতা লিখি অন্য কবিরা না খেয়ে মরিয়া যাইবে ।

তাই অন্যদের কথা চিন্তা করিয়া আর কবিতা লেখা হয়নি ।

দিল দরদি মানুষ তো...............

বিষয়: বিবিধ

১৫৫০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257267
২৩ আগস্ট ২০১৪ রাত ০৩:২৫
শেখের পোলা লিখেছেন : এমনই বা কজন পারে? ভাল লাগল৷
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
211361
মরহুম সাদেক লিখেছেন : ধন্যবাদ
257272
২৩ আগস্ট ২০১৪ রাত ০৩:৪৫
আবু সাইফ লিখেছেন : আপনাকে দিয়ে কিছু একটা হবে মনে হচ্ছে Thinking Thumbs Up
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
211362
মরহুম সাদেক লিখেছেন : কি যে হবে আল্লাই ভালো জানেন
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
211372
আবু সাইফ লিখেছেন : নিশ্চয়ই---
257292
২৩ আগস্ট ২০১৪ সকাল ০৬:২০
কাহাফ লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
211363
মরহুম সাদেক লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File