আমি তো রাজনীতি করতাম না । কোন দলও করতাম না । তাহলে কেন আমাকে আজ পঙ্গুত্ব বরণ করতে হলো ?

লিখেছেন লিখেছেন মরহুম সাদেক ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৫:২৩ রাত

প্রায় ২ বছর হয়ে গেলো মিডিল ইষ্ট (সৌদি আরব) থেকে চলে আসছি নিয়তির কাছে পরাজয় বরন করে । সময় বয়ে যায়, দিন কেটে যায় । দেশের সার্বিক পরিস্থিতি আস্তে আস্তে গুলাটে হতে থাকে । রাজনৈতিক কারনে উত্তপ্ত হয়ে উঠে গুটা দেশ । একদিন ঝড় উটলো ফেইসবুকে, ঝর উটলো পত্রিকায় । কটাক্ষ করা হয়েছে আল্লাহ্‌ তায়ালা কে নিয়ে, কটাক্ষ করা হয়েছে মহানবী সঃ কে নিয়ে, বাজে বাজে মন্তব্য করা হয়েছে আমাদের ধর্ম ইসলাম কে নিয়ে । রক্তে আগুন ধরে গেলো । ২২ ফেব্রুয়ারি ২০১৩ বিক্ষোভে ফেটে পড়লো পুরা দেশ । আল্লামা শফি হুজুরের ডাকে সবাই ঘর থেকে বের হল । আমিও একজন মুসলমান হিসাবে সেই ডাকে সারা দিলাম । শরিক হলাম তৌহিদী জনতার মিছিলে । আমি মনে করেছি আমি একজন মুসলমান, এবং একজন মুসলমান হিসাবে এর প্রতিবাদ করা আমার উপড় ফরজ । কে ডাক দিলো না দিলো সেটা দেখার বিষয় ছিলনা । (নিজের চোখে দেখেছি সেখানে দল মত নির্বিশেষে সবাই অংশ গ্রহন করেছিল) । সিলেটের কোর্ট পয়েন্ট থেকে মিছিল পরবর্তী সমাবেশ শেষ করা হলো । বাসার দিকে রওয়ানা দিলাম । চৌহাট্টা আসার আগেই শুনলাম বন্দুকের ঠাস ঠাস আওয়াজ । পুলিশের গাড়ি দাউ দাউ করে জ্বলছে । পুলিশ নির্বিচারে গুলি করছে । ভাবলাম পুলিশের সাথে মারামারি করে লাভ কি , বাসায় চলে যাই । পিছনে মানুষের ঢল, যাওয়ার উপায় ছিলনা। বাধ্য হয়ে সামনের দিকে দিলাম দৌড় । হঠাত ঠাস.........।। কিছু বুজে উঠার আগেই নিজেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে আবিস্কার করলাম ।

ধরাধরি করে হসপিটাল নেয়া হলো । দীর্ঘ চিকিৎসার পর পঙ্গু হয়ে বর্তমানে ঘরে বসে আছি । Crying Crying Crying

কিন্তু কেন ? আমি তো রাজনীতি করতাম না । কোন দলও করতাম না । এমন কি হেফাজতে ইসলামের সাথেও জড়িত ছিলাম না । শুধু মাত্র ঈমানের দাবী নিয়ে রাজপথে নেমেছিলাম । এটাই কি আমার অপরাধ ছিলো ? এটা তো কোন অপরাধের পর্যায়ে পড়েনা । যে কোন ধর্মের উপড় আঘাত আসলে সেই ধর্মের মানুষ অবশ্যই তার প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক একটা নিয়ম । তাহলে কেন আমাকে আজ পঙ্গুত্ব বরণ করতে হলো ? কেন আমি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবোনা । জবাব আছে কি কারো কাছে ?

বিষয়: বিবিধ

১৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File