ইসলামি ছাত্র শিবির হচ্ছে একটি চুলকানির নাম

লিখেছেন লিখেছেন মরহুম সাদেক ২৫ আগস্ট, ২০১৩, ১২:৩৬:৫১ রাত

চুলকানি একটি শারীরিক রোগ । কিন্তু বর্তমান সমাজে এই রোগটি শারীরিক থেকে মানষিক রোগে পরিনত হয়েছে । তবে আশার দিক হলো এই রোগ টি শুধু মাত্র নির্দিষ্ট একটি জনগোষ্টির মধ্যেই দেখা যায়।

মনে করেন আপনি কোন ভালো কাজ করেছেন, কাজটির জন্য কিছু মানুষ আপনাকে উৎসাহ দেবে , কিছু মানুষ বাহবা দেবে, আবার দেখবেন কিছু মানুষ এর বিরোধিতা করছে । আর এরাই হলো সমাজের চুলকানি বিকারগ্রস্থ লোক । সকল ভালো কাজেই এদের চুলকানি । এরা ভালো কাজগুলোকে সবসময় একটা কিন্তু দিয়া বিশ্লেষণ করে । অথবা মৌলবাদী ট্যাগ দিয়া ভালো কাজের চৌদ্দ গোস্টি উদ্ধার করে, অথবা রাজাকার বইলা চিক্কুর পাইরা রক্তবমি করে, অথবা আল-বদর,আল-শামস বইলা মঞ্চে উইটা নাচানাচি,ধাপাধাপি করে ।

আবার এই চুলকানি বিকারগ্রস্থের মধ্য থেকেই একটা পরিমলের জন্ম হয়, জন্ম হয় একটা পান্না মাস্টারের ।

এরাই কুপিয়ে খুন করে বিশ্বজিৎ কে আবার এরাই একজন রানা গং কে তৈরি করে । আর এইসব অপকর্ম কারিদের বিরোদ্ধে কিছু বললেই তাদের চুল্কানির মাত্রা বেড়ে যায় । তখন শুরু হয় নতুন নতুন উপসর্গ । ইসলাম পন্থিদের হেনস্থা করার জন্য এহেন কোন কাজ নাই যা এরা করতে পারেনা । এদের একেক কান্ড কারখানা দেখে সয়ং শয়তান ও লজ্জা পায় । মেস থেকে কিছু শিবির কর্মী ধরে নিয়ে বলে এরা ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত, বলে এরা জঙ্গি, এদের কাছে জিহাদি বই আছে, কিন্তু এখন পর্যন্ত এই চুলকানি অলাদের শিবির কর্মীদের বিরোদ্ধে একটি অভিযোগ ও প্রমান করতে পারেনি ।

আসল কথা এইটা না, আসল কথা হচ্ছে শিবির কর্মী রা ইসলামি অনুশাসনে চলার জন্য, দেশটা ইসলামি আইনে চলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । আর এইটাই হচ্ছে চুলকানি বিকারগ্রস্থদের আসল সমস্যা ।

পরিশেষে আমরা এই সিদ্ধান্তে উপনিত হলামঃ ইসলামি ছাত্র শিবির হচ্ছে একটি চুলকানির নাম ।

বিষয়: বিবিধ

২৮০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File