আত্মজা..থাকুক আত্মার মাঝেই...
লিখেছেন লিখেছেন সুমাইয়া হাবীবা ১৮ এপ্রিল, ২০১৪, ০৬:৫১:১৯ সন্ধ্যা
বাবলি আজ নতুন স্কুলে ভর্তি হলো। ওর বাবার ট্রানসফারের চাকরি। মানে ওর বাবা আনোয়ার চৌধুরী কৃষি কর্মকর্তা। কিছুদিন পরপর উনার বদলী হয় আর সেই সাথে বাবলীরও স্কুল বদল। বাবলী এবার ক্লাস সেভেনে উঠলো। মা খুব ছোটবেলায় মারা গেছে। তারপর থেকে বাবাই দু’জনের দায়িত্ব পালন করছেন। নানা-নানী, দাদা-দাদী সবাই ওকে নিজেদের কাছে নিয়ে রাখতে চেয়েছিল কিন্তু আনোয়ার দেয়নি। সুবর্ণাকে হারিয়ে এমনিতেই আনোয়ার বড্ড একা হয়ে গিয়েছিল। সুবর্ণার শেষ স্মৃতি বাবলিকে তাই কিছুতেই কাছছাড়া করতে চাননি। একজন আদর্শ বাবা বলতে যা বুঝায় আনোয়ার বোধহয় তাই। বা তার চেয়েও বেশি কিছু। সবাইতো তাই বলে। স্কুল থেকে বেড়িয়ে আনোয়ার বাবলিকে জিজ্ঞেস করলো-
-কি রে? স্কুল কেমন লাগল?
-ভালোইতো। বাবলির সাদামাটা জবাব। আনোয়ার একটা নিশ্বাস ছাড়লো। দীর্ঘ কিনা বোঝা গেলনা। মেয়েটা একদম মায়ের মত হয়েছে। এমনিতে হাসিখুশি প্রাণোচ্ছল কিন্তু ভেতরে ভেতরে এত চাপা আর গভীর যে আনোয়ার তল খুজে পাননা। বারবার স্কুল বদল হওয়ায় মেয়েটার ঘনিষ্ট বন্ধুও তেমন নেই। নাহ এবার একটু থিতু হওয়া বোধহয় দরকার। মেয়েটাতো বড় হচ্ছে। বয়োসন্ধির সময়তো এটাকেই বলে বোধহয়। আনোয়ারের এই ব্যপারগুলো এত জটিল লাগে। মাথায় কিছুই সেট হয়না। সব কেমন জিলাপী টাইপ হয়ে যায়। তবু তিনি খুব সিরিয়াসভাবেই এসব মনস্তাত্তিক ব্যপারগুলো বোঝার চেষ্টা করেন। কারন তাকেতো মা বাবা দুই ক্যারেকটারই চালিয়ে নিতে হচ্ছে। এবং তিনি এটাও বোঝেন যে যতই তিনি ফ্রেন্ডলি বাবা হন না কেন মেয়ের সবটুকু উজার করা অনুভূতি তিনি বুঝতে সক্ষম নন। তাই সবটা বুঝতে যাওয়া উচিতও না। একটা মেয়ে আর একটা ছেলের মানসিক দুরত্ব যোজন যোজন। সুবর্ণাই তার সবচেয়ে বড় প্রমান। দু’জনের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসার কোন খামতি ছিলনা কোনকালেই। আনোয়ারের যন্ত্রনায় সুবর্নার কোথাও যাওয়ার উপায় ছিলনা। মাসে দু’মাসে বাপের বাড়ি গেলেও রাতে জনাব হাজির। প্রতিবার একই অযুহাত। কড়া গম্ভীর শশুড়ের সামনে কেঁচো হয়ে যেতে যেতে মিনমিন করে বলতো-
-এই এদিকে একটু কাজ পড়ে গেল হঠাৎ। ভাবলাম এত কাছে যখন এসেছি আপনাদের দেখেই যাই।
ভাবিদের এ নিয়ে কত হাসাহাসি! তবু প্রতিবার একই কান্ড! সুবর্নাকে ছাড়া আনোয়ারের যে নিজেকে বড় অপূর্ণ মনে হতো। এখনও হয়। তবুও তাদের মানসিক চিন্তা চেতনায় কিছুতো ফারাক ছিলই। খারাপ কিছু নয়। ন্যাচারাল ইস্যু। ওপরওয়ালার মহিমা। প্রাকৃতিক ব্যালেন্স। সুবর্ণা ভাবতো এক লাইনে আর আনোয়ার ভাবতো আরেক লাইনে। অথচ দু’জনের ভাবনাই একই উদ্দেশ্যে একই বিষয়ে থাকতো। আর বাবলিতো এ যুগের প্রতিনিধি। কত জেনারেশন গ্যাপ! আনোয়ার মেয়েকে দেখলেন। মায়ের আদল পেয়েছে মেয়েটা। যদিও সবাই বলে বাবার সাথে মিল আছে। কিন্তু আনোয়ার মেয়ের দিকে তাকালেই সুবর্ণাকেই কেন দেখতে পান। কি জানি!
-বাবলি!
-কি বাবা।
-বেলুন নিবি?
-বাবা! আমি এবার সেভেনে উঠেছি! ওয়ানে নয়!
-তাতে কি! সেভেনের মেয়েরা বেলুন কিনে না কোথাও আইন আছে নাকি! আর তুই তো স্কুলে নিয়ে যাবি না। ঘরে রেখে দিবি।
আনোয়ারের মাথায়ই থাকেনা যে মেয়েটার খেলনার বয়স শেষ। এখন বন্ধুত্বের বযস। আর মেয়েটাও হয়েছে মার মত। এইটুকু মেয়ে অথচ কথা বলবে এত কনফিডেন্টলি!
সন্ধায় টিভি দেখতে বসেছে বাপ-বেটি। ফেলুদা হচ্ছে। বাবলি খুব সেলফ-ডিপেন্ডেন্ট। ঘরের প্রায় সব কাজই ও করে। এই যেমন এখন দু’জনের জন্য নুডলস করে এনে বসেছে। খুব সিরিয়াসভাবে ফেলুদা দেখছে। আনোয়ারও তো এমনই করতো। বয়সটাইতো এমন। নাকি নিজেকেই ফেলুদা ভাবছে? কি জানি!
ফজর পড়ে ঘুমানোর অভ্যাস নেই আনোয়ারের। মেয়েকে সাথে নিয়ে হাটতে যান। তারপর এসে রেডি হন ওকে স্কুলে দিয়ে অফিসে যাওয়ার জন্য। বুয়া নাস্তা বানিয়ে দেয়। খেয়েই ছুট। আজ এত গরম পড়েছে! উফ! ভোরবেলাতেই রোদ জালিয়ে দিচ্ছে প্রকৃতি। এসব ভাবতে ভাবতেই বুয়া এসে পত্রিকা দিয়ে গেল। পত্রিকায় প্রথম পাতার নীচের অর্ধেকটা জুড়ে একটা অ্যাড দিয়েছে। এটাও মেয়েদের ব্যাপারে। আচ্ছা, আজকাল মেয়েদের ছাড়া বুঝি কোন অ্যাডই হয়না! পাতা উল্টেও কি মনে করে আবার ফিরে তাকালেন। অ্যাডটা পড়লেন। আনোয়ার সহজ সরল হলেও তিনিতো বিবাহিত পুরুষ তাই এটা কি জিনিসের অ্যড বুঝলেন আর চরম বিরক্ত হলেন। বাবা-মেয়ের একটা অ্যাড। তবে একটা মেয়ে কিভাবে বাবাকে এই চিঠি লিখতে পারে তা তার বোধগম্য হলোনা। ইউনিক আইডিয়া করতে করতে কোথায় যে এরা পৌঁছে যাচ্ছে! আজগুবি যত্তসব! তিনি রেডি হতে উঠলেন।
কয়েকদিন পর..
ইদানীং বাবলিকে কেমন দেখায়। একটুতেই অস্থির হয়ে যাচ্ছে। আনোয়ার মেয়ের পরিবর্তনটা খেয়াল করছেন। কিন্তু আবার ওই এক সমস্যা। তল খুজে পাচ্ছেন না। মেয়েটাকে সাথে রেখে বোধহয় ভুলই করলেন তিনি। দাদা দাদীর সাথে থাকলেই ভালো হতো। মানুষজন বেশি থাকতো, মিশতো। কিন্তু তিনি তো কোন ত্রুটি রাখেননি চেষ্টায়। কি জানি!
=>
-আনোয়ার! কি খবর!
-চলে যাচ্ছে। আনোয়ার হাসার চেষ্টা করলো। সজীব ভাই। আনোয়ারের সিনিয়র। প্রথমদিন থেকেই আনোয়ারের দিকে একটু বেশি নজর দিচ্ছে। সারাক্ষণ ফোড়ন কাটার সুযোগ খুজছে। নাছোড়বান্দা টাইপ। ও আর ওর বন্ধু কাম কলিগ জামিল এসেছে শহরের একটা ডায়াগনস্টিক সেন্টারে। জামিল ভাইয়ের মায়ের কিছু রিপোর্ট নিতে। ওয়েট করছে। সজীব ভাই এখানেও!
-সমাজ তাহলে ভালোই এগোচ্ছে! জামিলের কথায় মুখ তুলে তাকালো আনোয়ার। টিভিতে অ্যাড হচ্ছে। দেখলো পত্রিকায় যে অ্যাডটা দেখেছিল সেই একই কোম্পানীর।
-কি ব্যপার? স্বজীবের স্বভাবগত কৌতুহলের প্রশ্ন।
-আর বলবেন না! দেখেন না কি সব অ্যাড বানায় আজকাল! বাবা হয়েও সংকোচ করিনি! কোন সাবজেক্ট হইলো! জঘন্য!
-যুগের সাথে তাল তো মেলাতেই হবে। আর এখনতো সমঅধিকারের যুগ।
-যাই বলেন সজীব ভাই। এটা নোংরামী!
-তোমাগো মত আঁতেল নিয়াই সমস্যা। মিয়া, কলেজে য্যুলজিতে তো মেয়েলী কোন বিষয় পাইলে ওই চ্যাপটার একবারের জায়গায় চারবার পড়তা! আর টিভি তে একটা সচেতনতামূলক অ্যাড দিলেই ওইটা হইয়া যায় অশ্লীলতা! অপসংস্কৃতি! হুহ!
-আমার কাছে মনে হয়েছে দুটো মিলিয়ে একটাই মেসেজ দিতে চেয়েছে। সচেতনতা। উদ্দেশ্যটা ভালো তবে চিন্তায়, পদ্ধতিটায় সমস্যা। বাবাকে না টানলেই হতো। বাবা যত বন্ধুই হোক না কেন এটুকু শালীনতাবোধতো থাকতেই হবে। ইসলামেও ছেলেমেয়ে বড় হলে বাবা মায়ের ঘরে অনুমতি নিয়ে ঢুকতে বলা হয়েছে।
-আরে বাহ! তুমি আবার হুজুর হইলা কবে থেকে! চিল্লায় টিল্লায় যাওয়া শুরু করলা নাকি!
আনোয়ারের মুখে কঠিন একটা কথা এসছিল। নিজেকে সামলে নিল। বললো-
-আমি মানছি আমি অত ধার্মিক না, কিন্তু তাই বলে বাঙালী সংস্কারের পরিবারেতো বড় হয়েছি। প্রতিদিন না পড়ি জুমার নামায তো কোনদিন বাদ দেইনা! আর অনান্য সব ধর্মেও যত আধুনিক হোকনা কেন কিছুটা শালীনতাবোধের ব্যবহার রয়েছে। সুতরাং শালীনতাবোধটুকুর প্রয়োজন অবশ্যই আছে। বিসর্জন দেয়া মোটেও ঠিক হবেনা। কোন মেয়ে শিশুকে রান্নাবাটি খেলা শিখিয়ে দিতে হয়না! আপনি হাড়ি পাতিল না কিনে দিলে দেখবেন সে পাউডার কেস কে হাড়ি বানিয়ে রান্না করছে! কিন্তু ছেলে শিশুকে দোকানে নিয়ে যান। যত যাই থাকুক, সে ধরবে বল! এটা প্রকৃতির সিস্টেম। কোন মা কে শিখিয়ে দিতে হয়না বাচ্চাকে কতটুকু পরিমান খাওয়াতে হবে! মা নিজেই বুঝে যায় তার বাচ্চার পেটে কতটুকু খাবার ধরবে! জীবনে কোনদিন শুনেছেন কোন মা খাওয়াতে খাওয়াতে বাচ্চা পেট ফেটে মরেছে! এটা তাদের গড গিফটেড অভিজ্ঞতা। আপনার আমার অতটা আঁতেল নাহলেও চলে! তারা নিজেরাই সক্ষম! হিন্দু ধর্মে “খোদার উপর খোদকারী” একটা কথা প্রচলিত আছে জানেন তো? এটা হলো তেমন! প্রকৃতি তার নিজস্ব একটা সিস্টেমে চলে। শালীনতাবোধ তারই একটা অঙ্গ। এটুকু শালীনতাবোধও যদি সমাজ থেকে উঠে যায় ভালো হবেনা কারো জন্য। কারন এটা যে প্রাকৃতিক বিধানের বিরোধিতা। এর বিরুদ্ধে গিয়ে কারো কল্যাণ হয়না।
আনোয়ার উঠে দাড়ালো। কাউন্টারে ডাক পড়েছে। জামিলকে নিয়ে এগোলো।
=>
বাবলিদের ষষ্ঠ পিরিয়ড হোম ইকোনমিক্স। আলেয়া ম্যাডামের। কিন্তু এলেন সুপ্তি ম্যাডাম। হেড মিস্ট্রেসও এসেছেন। কেন! আলেয়া ম্যাডামের কি অসুখ!
মেয়েরা, আজ তোমাদের একটা প্র্র্যাকটিক্যাল বিষয়ে ক্লাস হবে। কেউ ব্যপারটিকে হালকা করে নেবেনা। লজ্জা করবেনা। এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আর কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই করবে দ্বিধা না করে। তোমরা বড় হয়েছ। আরো হবে। এ সময়টাকে বলে বয়সন্ধির সময়। প্রতিটি মেয়ের জন্যই এটা দরকারী বিষয়। এরপর ৪৫মিনিট ধরে যা হলো তা একটা নতুন দিনের স্বপ্ন। প্রতিটি মেয়ে যেন ক্লাসে সুপ্তি ম্যাডাম নয় তাদের মা অথবা বড়বোনকে দেখলো। বাবলির আজ খুব হালকা লাগছে নিজেকে।
=>
স্কুল থেকে বেড়িয়েই বাবলি বাবার হাতটা ধরলো। আইসক্রিম খেতে চাইলো। ৫টাকার লেমন ললি। খেলে মুখ জিভ সব সবুজ হয়ে যায়। আনোয়ারও একটা নিল।
মেয়েটা আইসক্রিম খাচ্ছে। হাতে একটা লম্বা লেজওয়ালা নীল বেলুন। আনোয়ারের আইসক্রিমটা পড়ে গেছে রাস্তায়। কাঠিটা হাতে রয়ে গেল। বাবলি কপট রাগ দেখালো।
-বাবা তুমি না! আইসক্রিমটাও ঠিক করে খেতে পারো না! আনোয়ার বালকের মত হাসলো।
-নাও, হা করো।
বাবলি দু’বার নিজে খাচ্ছে। আরেকবার ওর মুখে একটু দিচ্ছে। আনোয়ার মেয়ের দিকে তাকালো। হঠাৎ যেন আনোয়ার তার মার আদল দেখলো মেয়ের মুখে। চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে। মেয়েটা সত্যিই বুঝি এবার বড় হয়ে গেল! রোদটা তাতিয়ে উঠেছে। মেয়েটার মাথায় একটা হাত রাখলো। সূর্য়ের তাপ না কমলেও বাবলির জীবনের সকল তাপ দুর হয়ে যাবে। কোন অসভ্য পন্থায় নয় সভ্য পন্থায়।
বিষয়: Contest_father
১৯৯১ বার পঠিত, ৯১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একবার পুরস্কার তো পাইছো? আবার চাইতাছো, বুঝতাছি
এসেই যে গল্প দিয়ে অভ্যর্থনা পেলাম- সত্যিই অতুলনীয়। শিক্ষনীয়ও বটে।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7109/sumaiya87/41815
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7109/sumaiya87/41419
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7109/sumaiya87/41815
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7109/sumaiya87/41419
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7109/sumaiya87/41419
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7109/sumaiya87/41815
এখানে আব্দুর রহমান না লিখলে পাপ হবে,কারন এটা অঅল্লাহর নাম। এটা গল্প হলে আমি নামগুলো এমনভাবে তৈরী করতাম যাতে অঅল্লাহর গুনের সাথে সংঘর্ষ না হয়। তবে লেখা দারুন।
তারপর তো মেয়েদের প্রশ্ন শুরু এই বয়সে কি হয়? এই সেই আরো কত প্রশ্ন...বলতে গেলে টিন এইজারদের খপ্পরে সেদিন আমি পড়েছিলাম। আমি যতটুকু পারা যায় শালিনতার ভিতরে তাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম। আমার ছোট চাচা বলে বাস্তবতার বিষয়ে লজ্জা পেলে লস, সো তাদেরকে মোটামুটি বুঝিয়ে দিয়েছিলাম....তারপর থেকে ওরা আমাকে দেখলে গোপনে গোপনে হাসে আমি দেখেও না দেখার ভান করে চলি। হাহাহা
আপনার গল্পটাও দারুন হয়েছে। সূর্য়ের তাপ না কমলেও বাবলির জীবনের সকল তাপ দুর হয়ে যাবে। কোন অসভ্য পন্থায় নয় সভ্য পন্থায়।
সুমাইয়া আপু আমার বন্ধুরা আমাকে ভীষণ দুষ্ট হিসেবে চিনে...ব্লগেও অনেক মেয়েদের সাথে দুষ্টমি করছি, তারা আমার ওয়ালে আর যায়ই না।
কবি সাহিত্যিকদের সবচে মজা কোথায় জানেন, সামান্য কোন বিষয়ও তার মাথায় অসামান্য সৌন্দর্য হয়ে ধরা দেয়।
আপনার লেখার একজন পাঠক হলাম আজ। বাকি লেখা গুলো এক্ষুনি পড়ে নিচ্ছি।
এতো সুন্দর টাইটেল পান কিভাবে?
বিষয়ের মধ্যে ডুবে গেলেই এমন লেখা সৃষ্টি হয়।
আমার করা কমেন্ট এর জবাবে কিছু একটা লিখে সংক্ষেত দেয়া উচিত ছিলো আপুমণি, যাতে আমি বুঝতে পারি যে নিচে আমার জন্য কিছু লেখা হয়েছে! (যাতে ঐ উত্তর টা আমার চোখে পড়ে)। এখনতো বাইচান্স এর কারনে ঢুকে পড়ছি এই পোস্টে, দেখি যে আমাকে সাইজ ক্রা হয়েছে... হি হি হি
১/ আমি অবশ্যই জানি যে আপনি ওরকম ব্লগার নন। ওভাবে বলার কারন হচ্ছে জ্যাস্ট একটু মজা করা।
২/ আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এই কারনে যে আমি কিছু না লিখতে পারা সত্ত্বেও আপনার “প্রিয় ব্লগারের” তালিকায় আমাকে স্থান করে দিয়েছেন।
৩/
৪/ আপনার লেখাগুলো আমার ভীষণ ভালো লাগে। লিখতে থাকুন বেশি বেশি, আল্লাহ্ আপনাকে উভয় জাহানে তার প্রতিদান দেবেন, ইনশাআল্লাহ্।
আমাদের হ্যারি উত্তমটাকেই ধারন করেছে। আমি হ্যারিকে অবশ্যই ধরবো। তবে অনুসরন করার জন্য।
তবে এই নামে নয় "ফাতিমা" নিক নিয়ে...
ব্লগ বাড়ি চেন্জ করার আইডিয়াটা পেলাম রোজারু আপিদের কাছ থেকে... এখন থেকে আমরা দুইজন একই ব্লগ বাড়িতে...
মন্তব্য করতে লগইন করুন