“কান পেতে শুনি ঐ গযবের পূর্বাভাস......”

লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ১৪ জানুয়ারি, ২০১৪, ১২:৪৮:২২ রাত

আজ চারিদিকে অশ্লীলতা আর নোংরামীর সয়লাব বইছে। এই পরিস্থিতে কিছু মানুষ যখন অবিরাম লড়াই করে চলেছে নিজেদের আদর্শকে বুকে ধারন করে বেচে থাকার, সেই সময়ে মরার উপর খাড়ার ঘাঁ হিসেবে আক্রমন চালাচ্ছে সমস্ত রকম নোংরামীর মদদ দাতা শয়তানের চেলামুন্ডারা।এদের অপকর্মের ভার বইতে হবে পুরো জাতিকে...।

হযরত আলী (রাঃ) থেকে বর্নিত।রাসুল (সাঃ) বলেছেনঃ “যখন আমার উম্মত ১৫টি কাজ করবে,তখন তাদের উপর বিপদ নেমে আসবে। রাসুল(সাঃ) কে জিজ্ঞেস করা হলো,হে রাসুল (সাঃ),কি কি?

তিনি বললেন,

যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যাক্তিগত সম্পদ মনে করা হবে,

যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসেবে গ্রহন করা হবে(অর্থাৎ আত্মসাত করা হবে),

যাকাতকে জরিমানার মত করা হবে,

স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং

মায়ের অবাধ্য হবে,

বন্ধুর সাথে সদাচারী এবং

পিতার সাথে দূর্ব্যাবহারকারী হবে,

মসজিদে হইচই হবে,

জনগনের নেতা হবে সেই ব্যাক্তি যে তাদের মধ্যকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী,

মানুষকে শুধুমাত্র তার ক্ষতির ভয়ে সম্মান করা হবে,

গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে এবং

উম্মতের পরবর্তিরা পূর্ববর্তীদের অভিশাপ দিবে,

তখন আগুনের বাতাস আসবে,মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে”।(তিরমিজি)

তিরমিজির অন্য বর্ননা মতে,“বাতাস আসবে,মাটির ধস ও দেহের বিকৃতি ঘটবে,আকাশ থেকে পাথরে বৃষ্টি হবে এবং পুরনো মালার সুতো ছিড়ে গেলে যেমন একটার পর একটা দানা নিচে পড়ে যেতে থাকে তেমনি একটার পর একটা দূর্যোগ নামতে থাকবে...।

এই অপকর্মগুলোর সবগুলোই আজ আমরা দ্বিধাহীন চিত্তে করে যাচ্ছি অথবা করতে দিচ্ছি।প্রত্যেকটির স্বাক্ষী হচ্ছি মুহুর্তে মুহুর্তে।।

তাই কান পেতে শুধু ঐ গযবের পুর্বাভাসই শুনতে পাচ্ছি...।

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162324
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৯
দ্য স্লেভ লিখেছেন : ভয়াবহ অবস্থা
১৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০১
116723
বিশ্বাসী হৃদয় লিখেছেন : আমরা কিছুই করতে পাচ্ছিনা।আমাদের চেষ্টায় আল্লাহ বরকত দি্ন।।সময় নষ্ট করে পড়ার জন্য শুকরিয়া.।
162446
১৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩২
বড়মামা লিখেছেন : চিন্তার বিষয় । অনেক ধন্যবাদ।
১৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
116729
বিশ্বাসী হৃদয় লিখেছেন : আমরা কিছুই করতে পাচ্ছিনা।আমাদের চেষ্টায় আল্লাহ বরকত দি্ন।।সময় নষ্ট করে পড়ার জন্য আপনাকেও অনেক শুকরিয়া.।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File