"মহান আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা যারা..."
লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ১২ জানুয়ারি, ২০১৪, ১১:৫৪:২৪ রাত
চারিদিক থেকে ছুটে আসা শহীদের খবর শুনে স্তব্ধ হয়ে যায়,মনে হয় আমরা কি ঠিক পথে আছি?? আর কত লাশ পড়বে??হতাশ হয়ে যায় মুহুর্তের জন্য...
কিন্তু আবার কোরআনের দিকে ফিরে যায়।ফিরে আসি প্রশান্ত হয়ে...।
যে সব লোক পরকালের বিনিময়ে এই পার্থিব জীবন ও তার সুখ-স্বাচ্ছন্দ বিক্রি করে দিয়েছে, সে সব মানুষদের উচিত আল্লাহ তায়ালার পথে লড়াই করা, কারন যে আল্লাহর পথে লড়াই করবে সে এ পথে জীবন বিলিয়ে দেবে কিংবা সে বিজয় লাভ করবে।অচিরেই আমি তাকে তার বিরাট পুরস্কার দেবো।।
যারা ঈমান এনেছে,তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ লড়াই করে,আর যারা অস্বীকার করেছে,তারা লড়াই করে শয়তানের পক্ষে,অতএব তোমরা লড়াই কর শয়তান ও এর চেলামুন্ডাদের বিরুদ্ধে,শয়তান চক্রের ষড়যন্ত্র খুবই দূর্বল।।(সুরা আন-নিসাঃ৭৪,৭৬)
তোমরা কি মনে করেছ এমনিতেই তোমরা বেহেশত পেয়ে যাবে,অথচ আল্লাহ তায়ালা এ কথাটি যেনে নেবেন না যে,কে জিহাদ করতে প্রস্তুত হয়েছে এবং কে কঠোর ধৈর্য ধারন করতে পেরেছে...(আলে ইমরান-১৪২)
যারা আল্লাহর পথে নিজেদের মাতৃভূমি ছেড়ে হিজরত করেছে,পরে নিহত হয়েছে,কিংবা মৃত্যুবরন করেছে,অবশ্যই আল্লাহ তায়ালা তাদের উত্তম রিযিক দান করবেন,নিঃসন্দেহে আল্লাহ তায়ালা হচ্ছেন উত্তম রিযিকদাতা।তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তার পছন্দ মত হবে,নিঃসন্দেহে আল্লাহ তায়ালা প্রজ্ঞাময় ও একান্ত সহনশীল।।(হাজ্জঃ৫৮-৫৯)
তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা এ পথে থেকেই মৃত্যুবরন করো,তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও রহমত পাবে তা হবে (কাফেরদের) সঞ্ছিত অর্থ সামগ্রীর চাইতে অনেক বেশি উত্তম।।(আলে ইমরান-১৫৭)
শুধু তারাই নন আমরাও ইনশাআল্লাহ সাহায্য পাবো।।
মহান আল্লাহর ঘোষনা...
যারা আল্লাহর পথে নিহত হয়েছে,তাদের তোমরা কোন অবস্থাতেই ‘মৃত’ বলোনা, বরং তারা জীবিত,তাদের মালিকের পক্ষ থেকে তারা রিযিকপ্রাপ্ত হয়।আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছে, তাতেই তারা পরিতৃপ্ত এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে,যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি,তাদের ব্যাপারেও এরা খুশী,কেননা এমন ধরনের লোকদের জন্যে এখানে কোন ভয় নেই এবং তারা উৎকণ্ঠিতও হবে না।(আলে ইমরানঃ ১৬৯-১৭০)
হে আল্লাহ তুমি তোমার এই রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদের শামিল করে নিও...।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন