"সেই মিছিলে শামিল করে নিও"
লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ১৩ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৭:৩০ রাত
হে আল্লাহ!! তুমি প্রিয় নেতা আব্দুল কাদের মোল্লার হত্যাকান্ডের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমে নেয়ার তৌফিক দান করো,তাকে তোমার জান্নাতের পাখি বানিয়ে দাও,তাকে আল্লাহর রাসুলের সাথে পাশাপাশি রাখো,তাকে খাব্বাব,খুবাইব,বেলাল,হামজার সাথী বানিয়ে দাও,আমদেরকেও তার যোগ্য উত্তরসূরী হওয়ার তৌফিক দাও,বাতিলদের বিষদাত ভেঙ্গে দাও,আমার নেতার হত্যার সাথে যারা জড়িত,যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে,যারা মিথ্যা সাক্ষ্য দেওয়াইছে,যারা মিথ্যা রায় দিয়েছে,যারা সমর্থন করেছে,যারা খুশি হয়েছে আর যারা শক্তি থাকা সত্যেও কোনভাবেই এ অন্যায়ের প্রতিবাদ না করে শয়তানদের উৎসাহিত করেছে তাদের কাউকে তুমি ছাড় দিয়োনা।
আমাদেরকে তার রেখে যাওয়া কাজ,তার স্বপ্নের সমাজ গড়ার জন্য আমাদেরকে নিবেদিত প্রান করে দাও,আমাদেরকেও শহীদ হিসেবে সেই মিছিলে শামিল করে নিও......।
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন