তবে কি আমরা সেই যুগে পৌছে গেছি?????

লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ০৪ নভেম্বর, ২০১৩, ০২:৩৪:৫৫ দুপুর

বতর্মান সময়ে money মানুষের জীবনে তার মূল্য,সম্মান,মর্যাদা, গুরুত্ব,স্থায়িত্ব,প্রভাব,ভালোবাসা সবকিছুর মূল parameter হিসেবে কাজ করছে।প্রত্যেক মানুষ যেহেতু নিজেকে সবসময় honoured দেখতে চাই তাই সে যেভাবে পারছে অর্থোপার্জন করার চেষ্টা করছে। সেক্ষেত্রে নৈতিকতা,সততা বিষয়টা প্রায় হারিয়ে যেতে বসেছে। শুধু ছুটে চলা বস্তুর পেছনে।ছুটতে ছুটতে কখন যে সে তার সবকিছু সে ধ্বংস করে ফেলছে সে বুঝতেও পারছেনা। এ সম্পর্কে একটি হাদিস পড়লাম আজ।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বনির্ত,রাসুল (সাঃ) বলেছেনঃ অচিরেই মানুষ এমন এক যুগ দেখবে,যখন কোন ধার্মিক ব্যক্তি পাহাড়ের এক চূড়া থেকে আর এক চূড়ায় এবং এক গুহা থেকে আরেক গুহায় পালিয়ে বেড়ানো ছাড়া নিজের ধর্মকে রক্ষা করতে পারবেনা। সেই অবস্থা যখন দেখা দেবে,তখন আল্লাহর অসন্তুষ্টির বিনিময় ছাড়া অর্থোপার্জন করা যাবেনা। তখন মানুষ তার স্ত্রী ও সন্তানের হাতে মারা পড়বে। স্ত্রী ও সন্তান না থাকলে নিজের পিতামাতার হাতে মারা যাবে। পিতামাতা না থাকলে আত্মীয়স্বজন ও পাড়াপড়শীর হাতে মারা যাবে। লোকেরা জিজ্ঞেস করলোঃ হে আল্লাহর রাসুল,সেটা কিভাবে ঘটবে? তিনি বললেনঃ তারা আর্থিক সংকটের জন্য তাকে লজ্জা দেবে। ফলে সে এমন সব উপায়ে অর্থোপার্জন, যাতে সে ধ্বংস হয়ে যাবে। (বায়হাকী,আত তারগীব ওয়াত তারহীব (৩য় খন্ড)-১৪৪৬)।

তবে কি আমরা সেই যুগে পৌছে গেছি?????

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File