লজ্জাশীলতা ও আমরা!!!!!
লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ০১ নভেম্বর, ২০১৩, ০৭:৫৫:৪৬ সন্ধ্যা
হযরত ইবনে উমর (রাঃ) থেকে বর্নিত,রাসুল (সাঃ) বলেছেনঃ আল্লাহ তায়ালা যখন কোন বান্দাকে ধ্বংস করার ইচ্ছা করেন,তখন তার কাছে থেকে লজ্জা ছিনিয়া নেন।আর লজ্জা যখন ছিনিয়ে নেন,তখন তাকে চরম ধিকৃত ও নিন্দিত করেন। আর যখন তাকে ধিকৃত ও নিন্দিত করেন,তখন তার আমানতদারীতা ও বিশ্বস্ততাকে ছিনিয়ে নেন।আর যখন তার আমানতদারীতাকে ছিনিয়ে নেন,তখন তাকে চরম বিশ্বাসঘাতকে পরিণত করেন।যখন তাকে চরম বিশ্বাসঘাতকে পরিণত করেন,তখন তার ওপর থেকে নিজের রহমত বা দয়া সরিয়ে নেন।রহমত যখন সরিয়ে নেন,তখন তাকে চরম অভিশপ্ত ও বিতাড়িত করেন।যখন তাকে অভিশপ্ত ও বিতাড়িত করেন,তখন তার থেকে ইসলামের বন্ধন ছিন্ন করে ফেলেন।।(ইবনে মাজাহ,আত তারগীব ওয়াত তারহীব-১৩৫৯)
হাদীসটা পড়ে অনেক বেশী ভয় লাগছে...।আল্লাহ আমাকে রক্ষা করুন।।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন