ব্যথিত নই মোরা!!!!(ইসলামী আন্দোলনের সকল নির্যাতিত ভাই-বোনদের প্রতি)!
লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ০১ নভেম্বর, ২০১৩, ০৫:০৯:৫৭ বিকাল
হে কোরআনের কান্ডারী!
আমি জানি তুমি অনেক অত্যাচার সহ্য করছো।তুমি আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলছ।কিন্তু এই হারিয়ে যাওয়া পৃথিবীর কোনো কিছুতে হারিয়ে যাওয়া নয়।তুমি হারিয়ে যাচ্ছ তোমার আল্লাহর প্রেমে। আর এ নিয়ে তুমি চিন্তিতও নও। তুমিতো আগে থেকেই প্রস্তুত ছিলে এর জন্য। কারন তুমি জান তোমার পালনকর্তার সেই ঘোষনা, যা জেনে প্রতিনিয়ত তুমি তৈরী হয়েছো তোমার খোদার প্রেমের নজরানা পেশ করার জন্যঃ
“তোমরা কি মনে করো এমনিতেই তোমরা বেহেশতে প্রবেশ করে যাবে, অথচ আল্লাহ্ তায়ালা এ কথাটি জেনে নেবেন না যে, কে জেহাদ করতে প্রস্তুত হয়েছে এবং কে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে!” (আলে ইমরানঃ১৪২)
আমি জানি তুমি আজ বিন্দুমাত্রও কষ্ট পাচ্ছনা ।কারন তুমি জান তোমার জন্য অপেক্ষা করছেন তোমার মহান প্রভূ তাঁর প্রতিশ্রুত পুরস্কার নিয়ে। তুমি নিশ্চয় ভুলোনি তোমার রবের সেই অমীয় বানীঃ
“ হে ঈমানদার ব্যক্তিরা,আমি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেব, যা তোমাদের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে! তোমার আল্লাহ্ ও তার রাসুল (সাঃ) এর উপর ঈমান আনবে এবং আল্লাহর পথে জিহাদ করবে, এটাই হচ্ছে তোমাদের জন্যে মঙ্গল, যদি তোমরা তা বুঝতে পারতে। আল্লাহ্ তায়ালা তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তিনি প্রবেশ করাবেন এমন এক জান্নাতে, যার তলদেশ দিয়ে ঝর্নাধারা প্রবাহিত হবে, তিনি তোমাদের আর প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলের সুন্দর ঘরস্মূহে, এটিই হচ্ছে সবচাইতে বড়ো সাফল্য।” (আস-সফঃ১০-১২)
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন