আবার ঘোমটাতত্ত্ব!!!!

লিখেছেন লিখেছেন বিশ্বাসী হৃদয় ২১ আগস্ট, ২০১৩, ১২:৩২:১৭ দুপুর

বাঙ্গালীদের জ্বালায় দেখি বাঁচিনা।তাহলে আমার প্রশ্ন জাগে ৯০% মুসলমানের দেশের এত দাড়ি-টুপিওয়ালা আর মাথায় ঘোমটা দেয়া মানুষগুলো কি পাকিস্থান থেকে এসেছে।নিজেদের বাংগালী পরিচয় পরিস্কার করার জন্য এরা যে আর কত কথা বলবে! শুধু ঘোমটা দিলেই যদি অবাঙ্গালী হয়,তাহলে আমরা যারা বোরখা আর দেড় গজের স্কার্ফ দিয়ে চলাফেরা করি আমরা তো আফগানিস্থান থেকে আসা মানুষ বলে মনে হচ্ছে!!

আজ শুধু ঘোমটার কথা বলে দেখলো reaction কি হয়।আগামীতে হিযাবের উপর নিষেধাজ্ঞা আসলেও অবাক হওয়ার কিছু নেই।

আমাদের দেশের উচ্চ পর্যায় থেকে মিতা হক এর কথার কোন প্রতিবাদ আসলো না। কেন আসবে!!আজ যদি শিবিরের শীর্ষ নেতা কিংবা জামায়াতের কোন অথবা হেফাযতে ইসলামীর কেউ এ কথাও বলত যে “যারা মাথায় ঘোমটা দেয়না তারাই বাঙালি” তাহলে তেঁতুলতত্ব থেকে শুরু করে জঙ্গিতত্ত্ব আবিষ্কার করে ছেড়ে দিতো।এ ধরনের মানুষ গুলোর জন্যই আমার প্রিয় জাতির আজ এ অবস্থা যারা বাঙ্গালী হওয়ার আড়ালে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।সময় এসেছে,হে জাতি!!তুমি সচেতন হও।তা নাহলে এজন্য তোমাকেই এর মূল্য দিতে হবে!! আর তখন আফসোস করারও সময় পাবেনা। বিশেষ করে এ জাতির নারীদের জন্য চরম দুর্ভাগ্য অপেক্ষা করছে।

মাঝে মাঝে মনে হই এ জন্য কি আমরা কোন না কোন ভাবে দায়ী নই ? এই মিতা হক এর মত মানুষগুলোতো আমার জাতিরই অংশ।এরাতো আমারই মা,আমারই বোন,আমার মেয়ে।এদেরতো তৈরী করেছি আমরা।এখনও এমন অসংখ্য মিতা হক আর রোকেয়া প্রাচীর মত বাঙ্গালী তৈরীর দায়িত্ব পালন আমরাই করছি।।

সূতরাং সময় এসেছে নিজেদের লক্ষ্য স্থির করে এক এক জন সুমাইয়া,আয়েশা,আসমা তৈরীতে মনযোগী হতে হবে।তবেই এই তেঁতুলতত্ত্ব আর ঘোমটা তত্ত্ব থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া সম্ভব...।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File