গুমের শিকার ১৯ পরিবারের আহাজারি....

লিখেছেন লিখেছেন জিসান গাজি ০৫ ডিসেম্বর, ২০১৫, ১২:৪১:০৮ দুপুর



গুমের শিকার ১৯ পরিবারের আহাজারি....!

‘আমি বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। বাবা আমাকে আইসক্রীম কিনে দেবে মা আইসক্রীম কিনে দেয় না, মায়ের কাছে টেকা নেই। প্রতি রাতে মা কাঁদে, আমিও কাঁদি, বাবার জন্যে, কিন্তু বাবা তো আসে না, আমার কাছে অনেক চকলেট আছে, জমিয়ে রেখেছি, তোমরা আমার বাবাকে এনে দাও, যে আমার বাবাকে এনে দেবে তাকে আমি সব চকলেট দিয়ে দেব’। গত দুই বছর আগে গুম হওয়া যুবদল নেতা পারভেজের ৩য় শ্রেণীতে পড়ুয়া মেয়ে ঋদ্ধির কোমল হৃদয়ে জমে থাকা কষ্টগুলো এভাবেই কান্না হয়ে ঝরে পড়ে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্সরুমে। গতকাল যেখানে ২০১৩ সালের অস্থির রাজনৈতিক পরিস্থিতির সময়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গুম হওয়া বিএনপি ও অংগ সংগঠনের ১৯ জন নেতাকর্মীর পরিবারের সদস্যরা এসেছিলেন স্বজন ফিরে পাবার আকুতি জানাতে। গুমের শিকার ছাত্রদল নেতা নিজাম উদ্দিন মুন্নার পিতা শামসুদ্দিন বলেন, ডিবি পুলিশ লেখা গাড়িতে করে আমার চোখের সামনে থেকে আমার ছেলেকে তুলে নিয়ে গেল। আজ পর্যন্ত তাকে আর ফিরে পেলাম না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ ছেলেকে না দেন, অন্তত এটুকু জানান তাকে কোথায় পুতে রেখেছেন আমি ওই মাটির সামনে দাড়িয়ে পরিবার পরিজন নিয়ে একটু প্রাণ ভরে দোয়া করতে চাই। ছাত্রদর নেতা সেলিম রেজা পিন্টুর বোন মুন্নি বলেন, দুই বছর ধরে ভাইকে চেয়েছি, কেউ শোনেনি আমাদের কথা, আর চাইবো না, প্রধানমন্ত্রীকে একটাই অনুরোধ করবো আমাদেরও মেরে দিয়ে যান, আর চাইবো না কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে, আর পারছি না।​



বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352755
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:২৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওদের নিয়তি কেন এত নির্মম! আল্লাহ আমাদের সকল বালা-মুছিবত থেকে হেফাজত করুন। আমিন।
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪১
292879
জিসান গাজি লিখেছেন : আমিন
352822
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা গম করেছে তারা কি কখনও মানুষের কান্না শুনতে পায়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File