আজ সকালে যখন মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম তিনটা কুকুরের বাচ্চা একটা কিছু নিয়ে টানাটানি করছে। কাছে আসতেই দেখি এটা মানুষের বাচ্চা।
লিখেছেন লিখেছেন জিসান গাজি ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:০০:৪৯ দুপুর
মানবতা আর কই, হিংস্রতা,ধর্ষণ,খুন,গুম যেখানে আমাদের বার বার উপাধি আর পুরুস্কার করছে!সেই খানে আমরা মানবতা খুজছি!
আজ সকালে যখন মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম তিনটা কুকুরের বাচ্চা একটা কিছু নিয়ে টানাটানি করছে। কাছে আসতেই দেখি এটা মানুষের বাচ্চা। আমাদের মনুষ্যত্ব কতটা নিচে নামছে ছবিটা তারই প্রমাণ। বাচ্চাটাকে অবৈধ গর্ভপাতের মাধ্যমে কোন এক অমানূষ রাস্তায় ফেলে যায়। আমরা পতাকা,দেশ,৭১,রাজনীতি নিয়ে কত চিল্লাপাল্লা করি। এগুলো করে কি লাভ,যদি মনুষ্যত্বের উন্নতি না ঘটে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।মানবতা আর কই, হিংস্রতা,ধর্ষণ,খুন,গুম যেখানে আমাদের বার বার উপাধি আর পুরুস্কার করছে!সেই খানে আমরা মানবতা খুজছি!
আজ সকালে যখন মেডিকেল কলেজ হাসপাতালের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম তিনটা কুকুরের বাচ্চা একটা কিছু নিয়ে টানাটানি করছে। কাছে আসতেই দেখি এটা মানুষের বাচ্চা। আমাদের মনুষ্যত্ব কতটা নিচে নামছে ছবিটা তারই প্রমাণ। বাচ্চাটাকে অবৈধ গর্ভপাতের মাধ্যমে কোন এক অমানূষ রাস্তায় ফেলে যায়। আমরা পতাকা,দেশ,৭১,রাজনীতি নিয়ে কত চিল্লাপাল্লা করি। এগুলো করে কি লাভ,যদি মনুষ্যত্বের উন্নতি না ঘটে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।
বিষয়: বিবিধ
১৯২৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন