BANGLADESH AND EGYPT
লিখেছেন লিখেছেন জিসান গাজি ২০ আগস্ট, ২০১৩, ১০:৩২:১৯ রাত
যে ইসলামী আনদোলনের নেতা সমালচোনা সহ্য করতে পারেনা , তাঁর নেতা থেকে পদত্যাগ করা উচিত ,,, আর ইসলামী আন্দোলন কারো পৈত্রিক সম্ম্পত্তি নয় যে তাকে আঁকড়ে ধরে থাকতে হবে /
আর একটি কথা সুস্পষ্ঠ ভাবে বলতে চাই বাংলাদেশে এত সহজে ইসলামী আন্দোলনের শপলতা আসবেনা // আমি গতকাল ও জেদ্দার বড় দুই জোস ইসলামী আন্দোলনের নেতাকে বলেছি ,,,, এখনো সময় আছে আপনারা শুধরে যান /// না হয় চরম রোষানলে পড়বেন /// কারণ আমি মিশরের অথবা সিরিয়া অথবা অন্যান্য দেশের ইসলামী লিডার দের সাথে আমার অনেক বারই বসার সুযোগ হয়েচে এবং তাদের কাছে যে ধরনের ইসলামী আন্দোলনের স্প্রিট দেখেছি বাংলাদেশে ইসলামী আন্দোলনের একজন নেতার মধ্যেও তা দেখিনি ////
যেমন ---- মিশরের ইসলামী আন্দোলনের নেতাদের পরিবার এবং সন্তানেরা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ খাদেম // যেমন -- মিশরের ইখ ওয়ানূল মুসলেমীন অবিসংবাদিত নেতা মোহাম্মদ বাদই এর প্রিয় সন্তান ৩৩ বছরের তরুণ গত ১৩/৮/১৩ রামসিস স্কয়ারে শাহাদাত বরণ করেছেন / মিশরের ইখ ওয়ানূল মুসলেমীন এর আরেক নেতা সেকেন্ড ইন কমান্ড বেলতাজী এর প্রিয় ২৬ বছরের কন্ন্যা ডাক্তার হাবিবা গত ৩-৮-১৩ তারিখে "" রাবেয়া আল আদাবিয়্য়া স্কয়ারে "" অনেক ভাই বোনদের সাথে শাহাদাত বরণ করেছেন---তেমনি ভাবে ইসমায়েলিয়া শহরের শাহাদাত বরণ করেছেন সন্তান সহ মিশরের ইখ ওয়ানূল মুসলেমীন এর আরেক নেতা ////
আমাকে বলন তো বাংলাদেশের ইসলামী আন্দোলনের ১৯৪৫ থেকে এই পর্যন্ত ১ থেকে ৫০ জনের (( সুরা সদস্য কেন্দ্রীয় আমীর থেকে শেষ পর্যন্ত )) যদি আমি তালিকা তৈরী করি তাহলে একজন ও পাবেন না যে তাদের একজন সন্তান শাহাদাত বরণ করেছেন /// কিগ্বা তাদের কোনো সন্তান শিবিরের কেন্দ্রীয় বা জিলা পর্যায়ে কোনো জায়গায় আছেন //// আমাদের নেতাদের সন্তানেরা বাহিরে পড়াশুনা করে /// অথচ উনারা আমাদের মত কমল মতি ভাইদের শহীদ হবার জন্য উজ্জীবিত করেন /// কোনো আপত্তি নেই আমরা শহীদ হবার জন্য প্রূস্তুত /// তা কোনো নেতার জন্য নয় ইসলামি আইন বাস্তবায়নের জন্য /// তাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতাদের (( যারা বিদেশে ও দায়ত্ব নিয়ে আছেন সবাই মিশরের ইখ ওয়ানূল মুসলেমীন এর থেকে শিক্ষা নিন- নিজ নিজ সন্তানদের প্রথমে সারিতে নিয়ে আসুন তার পর অন্যের সন্তানদের এগিয়ে নিয়ে আসুন --- না হয় এর জন্য আল্লাহের কাছে এবং শহীদ মালেক ভাই থেকে সুরু করে সর্ব শেষ শহীদ তামিরুল মিল্লাত এবং ইসলামী উনিভের্সিটির মেধাবী ছাত্র গত ১৪-৮-১৩ রাজধানীর যাত্রা বাড়িতে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন /////
******************
দেখেছি রক্তাক্ত ভাইয়ের
বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া শরীরের ছবি,
দেখেছি শহীদ করে দেহটিকে পুড়িয়ে দেয়া ভাইদের
কৃষ্ণবর্ণ অবশেষ,
সপ্তদশী বোনটি মৃত্যুকে আলিঙ্গন করেছে জিহাদের
ময়দানে, ভালোবাসায়।
দেখেছি শহীদ হওয়া সন্তানের পিতার নির্বিকার
উক্তি ঘন্টাখানেক পরেই,...
'দুঃখপ্রকাশে আসিনি, আমাদের লক্ষ্য
অন্যায়কারী অত্যাচারীদের উচ্ছেদ।'
আল্লাহর পথে মৃত্যুর প্রত্যয়ে অপেক্ষারত প্রৌঢ়ের
নিশ্চিন্ত চেহারা দেখেছি।
শিশু সন্তানকে হারানো মায়ের
চেহারাতে ভাসতে দেখেছি দৃঢ়তা। এভাবেই
রক্ত পিচ্ছিল পথ পেরিয়ে জয় আসে সত্যের, মুক্ত পায়
মানবতা, একদিন।
সাক্ষী থাকছি হাজার হাজার মৃত্যুর; নমরূদ,
ফিরাউনের অত্যাচার
হামানের বড়ত্বের নিস্ফল দম্ভ, আদ-সামুদ-মাদইয়া
নবাসীর দাম্ভিকতার।
চোখে ভাসে মুসলিম নামের মুনাফিকদের পরিচয়,
সূরা মুনাফিকুন।
আমি মুসলিম তাই ভাইয়ের মৃত্যুতে চোখ
ঝরে শ্রাবণধারা, জ্বলে অন্তর
যন্ত্রণায় অসহ্য লাগে শরীর; বলে উঠি,
'আল্লাহুম্মা ইন্না নাজআলুকা...'
ইসরায়েলে তৈরি কাঁদানে গ্যাসে কায়রোর
কুয়াশাচ্ছন্ন। ট্যাঙ্ক, বুলডোজার,
স্নাইপার গান, রাইফেল,হেলিকপ্ট ারে রাবায়া আর
নাহদা স্কয়ার ঘেরা।
তারা শাহাদাতের স্বপ্নদরজায় প্রবেশ করছেন
আল্লাহর নাম মুখে নিয়ে,
প্রশান্ত আত্মাদের সম্ভাসন জানাচ্ছেন নূরের
তৈরি একদল পবিত্র আত্মা।
নীলনদের তীরে নতুন ফেরাউন আজ, হাজার মুসলিমের
শাহাদাতে তাই
উন্মত্ত আনন্দ আজ জেরুজালেমের ঘরবাড়িতে। অথচ সৌদ
পরিবার,
দুম্বার ঠ্যাং চিবুচ্ছে। কায়রোর রাজপথের রক্তের
নহর দেখে তাড়া করে
তেলবিক্রির টাকা বস্তায় পাঠিয়েছে সেনাশাসককে।
হতভাগা আলেমরা
নির্ভাবনায় বিভক্ত করছে মুসলিমদেরকে নিত্যনতুন
হঠকারী চিন্তায়।
মুসলিম উম্মাহ আজ শতধাবিভক্ত --
দাড়ি কতটা লম্বা হবে হবে,
তারাবিহ কত রাকাত, নারীর মুখখানি ঢাকতেই
হবে নাকি হবে না
-- এমন তর্কে উন্মাদনা দেখে হাসিমুখে ঘুমায়
নেতানিয়াহুর দল।
আজ প্রয়োজন উমার, উসামা, খালিদ, খুবাইব, জাফরের
মত প্রাণ।
অথবা আবু উবাইদা ইবনুল জাররাহ। তারিক বিন
জিয়াদের দৃঢ়তা
আল-আকসার পথে দৃঢ়চেতা সালাহ আদ-দীনের
তেজোদীপ্ততা,
হে কাদির, হে লাতিফ, আমাদের ক্ষুদ্র
প্রাণগুলোতে ঈমানী তেজ দিন,
দয়া করুন যেন এক কালিমার পতাকার নিচে সবাই
সমবেত হই।
মিথ্যাবাদী, অত্যাচারীর হাত থেকে যেন মুক্ত
করতে পারি মানবতাকে।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন