গরু কাহিনী
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৪ অক্টোবর, ২০১৪, ০৫:৫৬:৩২ বিকাল
গরুর হাটে যেতে হলে কিছু তো সতর্কতা, ফান করতেই হয়। চলুন দেখি....
গরু কিনতে যাচ্ছেন তাহলে গরুর সাথে ছবি তুলতে ভুলবেন না কিন্তু
সাহস করে গরুর হাটের দিকে অগ্রসর হলে সাথে অবশ্যই রাখুন একটি শক্ত-পোক্ত লাঠি। বিনা কারণে সেই লাঠি দিয়ে মারামারি গুতাগুতির প্রয়োজন নেই, শুধু হাতে রাখলেই চলবে... কেননা গরু, ছাগল, উট, হোক আর দুম্বা, জাতি-বর্ণ-শ্রেণী নির্বিশেষে লাঠি সবাই চেনে!
গরু সামলাতে গিয়ে পকেট সামলাতে ভুললে, কখন পকেটমার এসে সব সাফ করে দিয়ে হয়ে যাবে পগার পার কিছু টেরও পাবেন না। কাজেই হাটে গিয়ে থাকতে হবে সতর্ক, চোখ এবং কান উভয়ই রাখতে হবে খোলা!
ঈদের সময় গরুর হাটে গিয়ে অসতর্ক থাকার দরুন নাস্তানাবুদ হতে হয়েছে আমাদের অনেককেই। আর তাই, এবার ঈদে হাট থেকে যেন সবাই সুস্বাস্থ্যে, সহি সালামতে গরু নিয়ে ঘরে ফিরতে পারেন সেটাই সবাই চাই।
গরুর হাট যখন দাম কষাকষিতে সরগরম, তখন মাথা গরম হয়ে পাগলা গরু পিছে তাড়া করে বসলে জান নিয়ে বাঁচার একমাত্র উপায়: সোজা চোখ বন্ধ করে দৌড়!
রাস্তায় কি দেখলে চোখ বন্ধ করেই বলে দেয়া সামনে কোরবানির ঈদ?
পছন্দ মতো গরুটি কিনে নিরাপদে বাসায় ফিরুন। আর আল্লাহ আপনাদের কুরবানীকে কবুল করুন।
বিষয়: বিবিধ
৩৫১৩ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোরবানী করা কি শেষ? শেষ নাহলে এটা নেন আপ
ইমরান দাদা নিজেকে হাতি ভাবে, অথবা উপ্রেরটার মতো ভাবে, নয়তো আমাকে বিলাই ডাকলো কেনু?
আগে আফরামণির কথার উত্তর দাও..... না দিতে পারলে তুামারে তক্তা বানাবো আমি @ইমরু দাদা
@আফরামণি...... ইমরু দাদার কাছে জবাব নেই, তাই চুপি চুপি পালাইছে থ্যাংকইউ
ছোটকালে আমার এক ফ্রেন্ড ছিলো সে আমাকে সব সময় মিউ মিউ ডাকতো।
বিলাই খুব পছন্দের প্রানি তাই বিলাই ডাকটা আদরের
ছবিগুলোতে আপনাকে খুঁজছিলাম-
পাচ্ছিনা তো!!
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
তবে এখনকার গরুতে আর সেই তেজ কই? একজন গরু কিনে এনেছেন পর দিন ঐ গরু মারা গেছে। ওটা বিষ দিয়ে মোটা করা গরু ছিল।
ধন্যোবাদ ইক্লিপ্স, কিন্তু মুখে আঙ্গুল কেন? বাচ্ছারা দেখে বিদেশি লজেন্স মনে করে আঙ্গুল চোষা শুরু করবে।
এতো ঝামেলা পোহাতে পারবো নারে ভাই......! এর চেয়ে .........।
আপনার দেখানো পথেই নিম্নোক্ত আয়োজন, শুকরিয়া জানাচ্ছি আপনাকে.......
থাক ধন্যোবাদ দিয়ে ছোট করবনা। আপনি বড় মানুষ, ভাই মানুষ, বড়ই থাকুন।
আজকে দেখেই আমার ফেসবুকে ও ছাগলের পিক স্থান পেয়েছে , দেখে হাসতে হাসতে প্রায় মরার অবস্থা ।
মন্তব্য করতে লগইন করুন