হে আল্লাহ!
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৯:১২ সকাল
হে আল্লাহ!,
যখন বিক্ষুদ্ধ ঝঞ্ঝা বায়ুতে সমুদ্র উত্তাল-তরঙ্গায়িত থাকে, তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে, ”হে আল্লাহ!”
যখন আপনি পথ হারিয়ে ফেলেন আর আপনি হারিয়ে ফেলেন আপনার পরিচয় তখন বলে উঠেন ”হে আল্লাহ!”
দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজা বন্ধ করে দেয়া হয় এবং অভাবীদের সামনে যখন বাধার প্রাচির নির্মান করা হয় তখন তারা চিৎকার দিয়ে বলে ”হে আল্লাহ!”
যখন সকল পরিকল্পনা ব্যার্থ হয়, সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পড়ে ”হে আল্লাহ!”
বিশাল বিস্তির্ণ ও প্রশস্ত হওয়া সত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয়, নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে তখন আপনি ডাক দিয়ে বলেন ”হে আল্লাহ!”
যখন আপনি হতাশায় ভোগেন আর আপনার সামনে কোন পথ আপনি খুজে পান না তখন আপনি চিৎকার করে বলেন ”হে আল্লাহ!”
যখন আপনার বিনিদ্র রজনী কাটে চিন্তায় তখন আপনি চিৎকার করে বলেন ”হে আল্লাহ!”
যখন বিভ্রান্ত কারী আপনাকে বিভ্রান্ত করে আর জাহান্নামে নিয়ে যাবার চেষ্টাকরে তখন আপনি বলেন ”হে আল্লাহ!”
যখন আপনি সামান্যর জন্য বিরাট বিপদ থেকে বেচে যান তখন আপনি গোপনে বলেন ”হে আল্লাহ!”
”হে আল্লাহ!” ”হে আল্লাহ!” ”হে আল্লাহ!” ”হে আল্লাহ!” ”হে আল্লাহ!” ”হে আল্লাহ!” ”হে আল্লাহ!” আমার অন্তর কে তুমি শান্ত করো, আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো, আমাকে জাহান্নাম থেকে বাচাও, আমাকে কবরের আযাব থেকে বাচাও, আমাকে কেয়ামতের ভয়াবহতা তেকে বাচাও, আমাকে শয়তানের হাত থেকে বাচাও, আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাচাও ”হে আল্লাহ!””হে আল্লাহ!””হে আল্লাহ!”
বিষয়: বিবিধ
২৫২১ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের চেতনায় থাকা উচিত।
প্রতিটি ক্ষণেই একমাত্র আল্লাহকে নিয়ে ধ্যান করা উচিত।
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
জাজাকাল্লাহু খাইর।
yes...Allah is our one & only dependence.
মনটা খুব খারাপ নিজেকে অপরাধী মনে হচ্ছে তাই কষ্টগুলো শেয়ার করলাম। নিচের কথাগুলো আমার অন্তরের কথা আল্লাহ আমার জন্য ও সবার জন্য কবুল করুন।
আমাকে বাচাও আল্লাহ জাহান্নাম থেকে
আল্লাহ আবার আমাদেরকে তুলবেন আমি আমার অন্তর থেকে আশা করি আল্লাহ আমাকে ইবনে উমর (রা) এর সাথে আমাকে হাশোরের ময়দানে তুলুন নিশ্চই তিনি রসুল (সা) এর সাথেই থাকবেন আমি ওানাকে আল্লাহর জন্য ভালোবাসি
তোমাকেও আল্লাহর জন্য ভালোবাসি সকল ব্লগারদেরকে ও ভালোবাসী নাস্তিক,হাদীস অস্বীকার কারীদের ছাড়া
আমার নিজের সামনে আমি অনেক লোককে মরতে দেখেছি। মালাকাল মউত যে কি সহজে মানুষকে তার দেহ থেকে প্রান নেয় তা সত্যি চিন্তার খোরাক রাখে
একদিন আমি একাই লাশ রাখার ঘড়ে একটা লাশকে ছুতে গেছিলাম আমার হাত লাশের গা পর্যন্ত যায়নাই ভয়ে তবে এখন নিজেকে মরার জন্য প্রস্তুত রাখি আল্লাহ যেন শহীদ হওয়ার তাওফিক দেন আমীন।
তোমার দুআয় আমিন। আল্লাহ কবুল করুন।
মন্তব্য করতে লগইন করুন