ব্লগের ট্যাকনিক্যাল সমস্যা নাকি আমার সমস্যা
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪০:৪২ দুপুর
ব্লগারদের জন্য একটা সুন্দর পোস্ট উপহার দিবো ভাবছিলুম।
কিন্তু.... পারলুম না
সমস্যা হচ্ছে....
১> সরাসরি ব্লগ লোড হচ্ছে না
প্রক্সি দিয়ে ঢোকার পরের প্রবলেম....
২> কোন ছবি এটাচ নিচ্ছে না
৩> কমেন্টস রিপ্লাই দিতে গেলে প্রবলেম করে
৪> কমেন্ট রিপ্লাই দিলে বার বার রিফ্রেশ হয়
৫> ইমো দিতে পারি না
আমি প্রক্সি দিয়ে আছি আপনাদের কি এরখম হচ্ছে ??
জানাবেন প্লিজ।
======
মডু মামা মামী ঘুম থেকে উঠুন (কেউ একটু ধাক্কা দিন) ব্লগটার কি হইছে খুজে দেখেন কি সুরু হ্ইলো নাকি অন্য কোন কিছু ভ্রিত্রে ভ্রিত্রে
======
বিশিষ্ট ব্লগারদের হেল্পু চাচ্ছি হেলপ মি ফিলিজ
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
হেহেহে....... আফনের কতো যে নিক এই ব্লগে। সেগুলারে বেড় করতে হইবে তো তাই আবার আসলুম।
মুসলিমরা বিয়ার পরেই প্রেম করে বউয়ের সাথে আফনের মতো আগে ভাগে খোজে না
আল্লাহু আলাম।
আপনাদের মত কিছু ব্লগার যেটা করেন এটা ঠিক না -- কখন ইসলামের ঘোমটা টেনে এভাবে পোষ্ট লিখেন যেন মনে হয় এতটাই ধার্মিক যেন রাস্তায় চলার সময় হোঁছট খেলেও চোখ উপরে উঠে না আবার মেয়েদের ব্লগে গিয়ে যেভাবে একের উপর এক কমেন্ট করেন তখন মনে হয় বিশ্ব প্রেমিকদের আপনি একজন--- আপচোচ হয় আমার এই ভন্ডামির জন্য আপনাদের----
যাক আমি সার্থক যে তোমাকে অন্তত বোঝাতে পেরেছি। অনুর্বব জমিতে ফসল ফলাতে পেরেছি।
পরে আমার এক প্রিয় বোনের একটা কথা খুব মনে পড়ায় আবার ফিরে এলুম।
(ইনসপায়ার বাই মুসলিম বোন)
আমার "হারিকেনের পাশে মুমবাতি" আমার প্রিয় বোন হলে তোমার কি হপে
আল্লাহ আমাকে বিশ্বস্ত থাকার তাওফিক দান করুন আমীন।
আপনার কবিতাটা খুব দারুন ছিলো। চাইছিলাম ওখানেই একটা কমেন্ট করবো কিনতু পোস্ট সরিয়ে ফেলায় করতে পারিনাই
দারুন্স জোস কবিতা
শিঘ্রই আপনার সানের বিয়ার ব্যাবস্থা করেন আমরা খেতে চাই সে আবার নিজের নামে রেস্টুরেন্ট বানাইছে শুনলাম। আর তার বউয়ের নাম হবে "মুমবাতি" (ব্লগ নিকনেম)
আর আপনি মুমবাতির শাশুড়ী
আমি কি হবো
ফেরারী মন লিখেছেন : আপনার মাথার প্রবলেম পাশাপাশি ব্লগেরও প্রবলেম।...
এবেলা ওবেলা লিখেছেন : ...আবার দেহি আইছেন,,, ভাবিরে কেমনে ম্যনেজ করলেন... (হা হা হা..)
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! আমার ইমরান ভাই ভাইয়া ফিরে এসেছেন ..
সন্ধাতারা লিখেছেন : I do congratulate you from my core of the heart. I do appreciate your intelligent decision...
আলহামদুলিল্লাহ...
আবেগের বেগে তাল সামলাতে না পেরে গলায় রশি দেবার মত এমন (অপ)কর্ম(?) ভবিষ্যতে আর করবেন না - এমনটাই আশা (এবং দাবী) করি
ইনশাআল্লাহ ভবিষ্যতে চুপ থাকবো তবে তবে কেউ জানবে না।
আবু সাইফ
ইনশাআল্লাহ ভবিষ্যতে চুপ থাকবো তবে তবে কেউ জানবে না।
আবারো মিসটেক :
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী
ঠিক আছে আছি ইনশাআল্লাহ।
আমি কোন ছবি আপলোড করতে পারতেছিনা কেনু
আমি পাগল বলি নাই এটা হারির চাল আমি তো শুধু গল্পটা মনেকরে দিছি... সব এই হারির চাল
আমি পাগল বলি নাই এটা হারির চাল আমি তো শুধু গল্পটা মনেকরে দিছি... সব এই হারির চাল
===============
মন্তব্য করতে লগইন করুন