চেনেন কি আপনার নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে?

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৭ আগস্ট, ২০১৪, ০৫:০৪:৪১ বিকাল





নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) র বৈশিষ্টঃ

০তিনি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও তাদের নেতা। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আমার পালনকর্তার নিকট আদম-সন্তানদের মধ্যে আমিই সর্বাধিক সম্মানিত, এতে অহংকারের কিছু নেই। (তিরমিযী)

০তিনি নবী-রাসূলদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “কিয়ামতের দিন আমিই হব নবীগণের ইমাম (নেতা), তাঁদের মুখপত্র এবং তাঁদের সুপারিশ কারী, এতে কোন অহংকার নেই। (বুখারী ও মুসলিম)

০তিনি সর্বপ্রথম পুনরুত্থিত হবেন। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “সকলের আগে আমিই কবর থেকে উত্থিত হব। অতঃপর আমাকে জান্নাতের একজোড়া পোশাক পরানো হবে। যখন সকল মানুষ আল্লাহর দরবারে একত্রিত হবে, তখন আমি তাদের ব্যাপারে বক্তব্য পেশ করব। তারা যখন নিরাশ ও হতাশা গ্রস্থ হবে তখন আমিই তাদেরকে সুসংবাদ প্রদানকারী হব। সেদিন প্রশংসার পতাকা আমার হাতেই থাকবে। (তিরমিযী)

০তিনি সর্ব প্রথম জান্নাতে প্রবেশ করবেন।

০তিনি হাশরের মাঠে সর্ব প্রথম শাফায়াত করবেন এবং সর্ব প্রথম তাঁর শাফায়াত গ্রহণ করা হবে।

আল্লাহ তাআলা যেমন করে ইবরাহীম (আঃ)কে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে নির্ধারণ করেছিলেন। তেমনি নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)কেও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন।

তিনি এবং তাঁর উম্মতকে ছয়টি বিষয় দ্বারা সম্মানিত করা হয়েছে, যা অন্যান্য নবীদেরকে দেয়া হয়নি। “আমাকে ছয়টি জিনিস প্রদান করে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। ১) অল্প কথায় অধিক অর্থপ্রকাশ করার ক্ষমতা প্রদান করা হয়েছে। ২) ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। ৩) গনীমতের সম্পদ আমার জন্য বৈধ করা হয়েছে। ৪) পৃথিবীর মাটি আমার জন্য মসজিদ ও পবিত্রতা অর্জনের মাধ্যম করা হয়েছে। ৫) আমাকে সৃষ্টিকুলের সকলের জন্য রাসূল করে পাঠানো হয়েছে। ৬) আমার মাধ্যমেই নবীদের ধারাবাহিকতা শেষ করা হয়েছে। (মুসলিম)

০হাশরের মাঠে নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)এর হাউয সর্ববৃহৎ। আল্লাহ বলেন, “নিশ্চয় আমি আপনাকে হাউযে কাওছার প্রদান করেছি। (সূরা কাওছার-১)

০তিনি নিষ্পাপ। তাঁর পূর্বের এবং পরের সমস্ত- ত্রুটি মার্জনা করা হয়েছে। لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا “যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটি সমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন। (সূরা ফাতাহ-২) وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ “আমি লাঘব করেছি আপনার বোঝা। (সূরা শারাহ-২)

০আল্লাহর নিকট তিনি ছিলেন সৃষ্টিকুলের মধ্যে সর্বাধিক সম্মানিত।

০নবীজীর কথা মেনে চলা মানেই আল্লাহকে মানা। আল্লাহ বলেন, “যে রাসূলের আনুগত্য করল, সে আল্লাহরই আনুগত্য করল। (সূরা নিসা- ৮০)

নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)এর বংশ পরিচয়:

তাঁর বংশ পরিচয় হচ্ছে, তাঁর নাম মুহাম্মাদ পিতার নাম আবদুল্লাহ দাদার নাম আবদুল মুত্তালিব। তাঁর বংশের নাম কুরাইশ। এই বংশ আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এ বংশের উৎপত্তি হয়েছে ইবরাহীম পুত্র ইসমাঈল (আঃ) থেকে।

নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নাম:

১) মুহাম্মাদ।

২) আহমাদ।

৩) আল হাশের। যাঁর নিকট কিয়ামতের মাঠে সমসমস্তমানুষ একত্রিত হবে।

৪) আল মাহী। যাঁর দ্বারা আল্লাহ তা’আলা কুফরের অন্ধকার মিটিয়ে দিয়েছেন।

৫) আল আক্বেব। যাঁর পরে আর কোন নবী আসবে না।

৬) নবীউত্‌ তাওবাহ্‌। (তওবার নবী)

৭) নবীউল মালাহিম। (বীরশ্রেষ্ঠ নবী)

৮) নবীউর রহমাহ। (রহমতের নবী)

নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দৈহিক গঠন:

০তিনি দীর্ঘকায় ছিলেন না এবং বেঁটেও ছিলেন। বরং মানুষের মাঝে মধ্যম আকৃতির ছিলেন।

০তাঁর গায়ের রং অতিরিক্ত ফর্সাও ছিল না এবং কালোও ছিল না, বরং সাদা-লাল মিশ্রিত গৌরবর্ণের ছিলেন।

০তাঁর মাথার চুল কোঁকড়ানোও ছিল না এবং সোজাও ছিল না। বরং কিছুটা ঢেউ খেলানো ছিল।

মাথা বিরাটকায় ছিল। (এটা বীরপুরুষদের পরিচয়)

০তাঁর মুখমণ্ডল ছিল সর্বাধিক সুন্দর। এক ব্যক্তি বারা বিন আযেব (রাHappyকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর চেহারা মোবারক কি তরবারির ন্যায় চকচকে ছিল? তিনি বললেন, না বরং চাঁদের ন্যায় উজ্জ্বল ও সুন্দর ছিল। (বুখারী) তাঁর মুখাবয়ব সম্পূর্ণ গোলাকার ছিল না, বরং কিছুটা গোলাকার ছিল। (তিরমিযী)

০উভয় স্কন্ধের মধ্যবর্তী সন্তান প্রশস্ত ছিল।

০দাড়ি ঘন সুন্দর বক্ষ দেশ ছেয়ে প্রলম্বিত ছিল।

নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর স্বভাব-চরিত্র:

০তিনি সর্বোচ্চ ও সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাঁর সচ্চরিত্রের প্রশংসা করে এরশাদ করেন, “নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। (সূরা ক্বলম-৪)

০তিনি ছিলেন অতীব বিনয়ী। যে বিষয়ে আল্লাহ কাউকে অধিকার দেননি এমন বিষয়ে কোন দাবী তিনি করতেন না। আল্লাহ্‌ বলেন,

]قُلْ لَا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ [

“আপনি বলুন: আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লার ভাণ্ডার রয়েছে। তাছাড়া আমি গায়েব সম্পর্কে কোন জ্ঞান রাখি না। আমি এমনও বলি না যে আমি ফেরেশতা। আমি তো ঐ ওহীরই অনুসরণ করি, যা আমার কাছে আসে। (সূরা আনআম- ৫০)

০কারো সাথে কথা বললে সম্পূর্ণভাবে তার দিকে মুখ ফিরিয়ে রাখতেন এবং গুরুত্ব সহকারে তার কথা শুনতেন।

০ইসলামী বিষয়ে তিনি কখনই নিজের পক্ষ থেকে কোন কথা বলতেন না। আল্লাহ্‌ বলেন, وَمَا يَنْطِقُ عَنْ الْهَوَى، إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى “তিনি নিজের পক্ষ থেকে কোন কথা বলেন না। যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে তাঁর নিকট ওহী করা হয়। (সূরা নজম-৩/৪)

০তিনি অশ্লীল বাক্যালাপ করতেন না। তাঁর স্বভাবে, কথায়, কাজে ও আচরণে কখনো অশ্লীলতা প্রকাশ পায়নি।

০হাটে-বাজারে গেলে কখনো উচ্চৈঃস্বরে কথা বলতেন না।

০কেউ অসদাচরণ করলে তার প্রতিশোধ নিতেন না। তার সাথে অসদাচরণ করতেন না, বরং ক্ষমা করে দিতেন।

০আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্র ছাড়া কখনো কোন নারী বা ভৃত্যকে প্রহার করেননি।

০তাঁর উপর কেউ অন্যায় করলেও নিজের সাহায্যের জন্য কিছু করতেন না। কিন্তু আল্লাহর নিষিদ্ধ বিষয় লঙ্ঘিত হলে তিনি তাকে ছাড়তেন না।

০দুটি বিষয়ের মাঝে স্বাধীনতা দেয়া হলে, সহজ বিষয়টিই গ্রহণ করতেন- যদি তাতে কোন গুনাহ না থাকে।

০তিনি মুমিনদের প্রতি ছিলেন খুবই করুণাময়:

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

“নিশ্চয় তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। (সূরা তওবা-১২৮)

فَبِمَا رَحْمَةٍ مِنْ اللَّهِ لِنْتَ لَهُمْ

“আল্লাহর করুণায় আপনি তাদের জন্য নম্র ব্যবহার করেন। (সূরা আল ইমরান- ১৫৯)

০মানুষ যা পছন্দ করে না এমন চেহারা নিয়ে তিনি তাদের সম্মুখবর্তী হতেন না।

০দুনিয়াবী বিষয়ের কোন কিছু চাইলে কখনো ‘না’ বলেন নি।

০তিনি ছিলেন সম্মানিত দানশীল। এমনকি তাঁর দানের হস- দ্রুতগতিতে প্রবহমান ঝড়ের চাইতেও ক্ষিপ্র ছিল।

০তিনি হাদিয়া-উপহার গ্রহণ করতেন এবং তার জন্য দু’আ করতেন।

০তিনি ছিলেন খুবই লাজুক প্রকৃতির। এমনকি ঘরের কোনে লুকায়িত লজ্জাবতী কুমারী নারীর চাইতেও অধিক লাজুক ছিলেন।

০কোন কিছু অপছন্দ করলে তার লক্ষণ মুখমণ্ডলে ফুটে উঠত।

০তাঁর কাছে সর্বাধিক ঘৃণিত বিষয় ছিল মিথ্যা বলা।

০তিনি হাসি-ঠাট্টা করতেন। কিন্তু কখনই অবান্তর কথা বলতেন না।

০অধিকাংশ সময় মুচকি হাসতেন। কখনো কখনো অট্টহাসি দিতেন এবং এতে সম্মুখের দাঁত প্রকাশ পেত, কিন্তু এরূপ খুবই কম হত।

০তিনি সর্বোত্তম সুগন্ধির অধিকারী ছিলেন। আর আতর-সুগন্ধি তিনি ভালবাসতেন।

০পানি পান করলে তিন শ্বাসে পান করতেন।

০খাদ্য খাওয়ার পর আঙ্গুল সমূহ চেটে খেতেন।

০কখনো হেলান দিয়ে খাদ্য খেতেন না।

০পরিধেয় লুঙ্গি থাকত সর্বদা অর্ধ হাঁটু বরাবর।

০তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও ভদ্র।

এগারতম হিজরীতে ১২ই রবিউল আওয়াল সোমবার দিবসে তিনি মৃত্যু বরণ করেন। সে সময় তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আছহাবিহি ওয়া সাল্লামা তাসলীমান কাছীরা)



হে আল্লাহ! রোজ কিয়ামতে তোমার নবীর শাফায়াত নছীব করো এবং তাঁর পবিত্র হাত থেকে হাউযে কাওছারের পানি পান করার তাওফীক দাও। আমীন॥


সংকলন ও অনুবাদ: মুহাঃ আবদুল্লাহ্‌ আল্‌ কাফী

দাঈ, জুবাইল দা’ওয়া এন্ড গাইডেন্স সেন্টার, পো: বক্স নং ১৫৮০, জুবাইল- ৩১৯৫১ সঊদী আরব।

ফোন: -০০৯৬৬০৩-৩৬২৫৫০০ এক্স, ১০১২ ফ্যাক্স: ০০৯৬৬- ৩৬২৬৬০০ Email:

বিষয়: বিবিধ

১৪৮৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258859
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৫
আফরা লিখেছেন : ইমরান ভাই ভাইয়া এই ধরনের লেখা আরো বেশী বেশী নকল করেন যাতে আমরা আরো বেশী বেশী উপকৃত হই আর বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে ।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৭
202803
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমীন।

তোমাকে আমি একটা কথা বলতাম যদি রাগ না করো? বলবো? Rolling Eyes Rolling Eyes
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪০
202816
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমাকে একটা বলবা না ইমরু দাদা? Broken Heart Tongue
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৪
202826
ইমরান ভাই লিখেছেন : @হ্যারি, তোমাকে অনেক বলেছি তাই আর বলবো না ক্রে ক্রে ক্রে.... Tongue Tongue Tongue
২৮ আগস্ট ২০১৪ সকাল ১০:২৩
202836
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Broken Heart Broken Heart
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৩
202927
আফরা লিখেছেন : যদি মনে করেন আমি রাগ করব তা হলে বলিয়েন না ইমরান ভাই ভাইয়া ।আমাকে এমন করে কথা বল্লে আমি খুব ভয় পাই ।ইমরান ভাই ভাইয়া @
২৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৮
202975
ইমরান ভাই লিখেছেন : Rolling Eyes Rolling Eyes মাথা ঘুড়তেছে Rolling Eyes Rolling Eyes আমার আফরা।
তোমার রাগ উঠবে এমন কথা আমি বলতে পারি Crying Crying

যাক আর বলবো না আবার না তোমার রাগ উঠে যায় Tongue Tongue
258865
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৩
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো লিখাটি। জাজাকাললাহ।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৭
202804
ইমরান ভাই লিখেছেন : ওয়াআনতুম ফাজাজাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে সুন্নাহ পালনের তাওফিক দিন আমীন।
258875
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরামণি লিখেছেন : ইমরান ভাই ভাইয়া এই ধরনের লেখা আরো বেশী বেশী নকল করেন যাতে আমরা আরো বেশী বেশী উপকৃত হই আর বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে ।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৮
202805
ইমরান ভাই লিখেছেন : Frustrated Frustrated Waiting Waiting তুমি হচ্চো কমেন্ট চোর...... Rolling on the Floor
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪১
202817
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Surprised Crying Crying
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৫
202827
ইমরান ভাই লিখেছেন : ক্রে ক্রে ক্রে ক্রে ক্রে ক্রে ক্রে ক্রে ........Frustrated Frustrated Waiting Waiting phbbbbt phbbbbt Rolling Eyes
258916
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১৭
আজিম বিন মামুন লিখেছেন : অাসসালামুআলাইকুম।
এর চাইতে ঊত্তম বিষয়ের পোষ্ট হতে পারে না।
এরকম আর হবে না,নিম্ন ক্রম অনুসারে পোষ্ট দিবেন আশা রাখি,পড়ব ইনশ্আল্লাহ।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৯
202806
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। ইনশাআল্লাহ। Love Struck Love Struck
258928
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষনিয় পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৯
202807
ইমরান ভাই লিখেছেন : Love Struck জাজাকাল্লাহ Tongue
258962
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:২২
আবু জান্নাত লিখেছেন : খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৯
202808
ইমরান ভাই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
258965
২৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩০
বুড়া মিয়া লিখেছেন : অনেক কিছু নতুন করে জানা হলো, ধন্যবাদ ইমরান ভাইকে।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩১
202810
ইমরান ভাই লিখেছেন : ইকরা.... কোরআনের প্রথম নাজিলকৃত ভাষা।
তাইপড়লেই জ্ঞান অর্জন হবেই। তবে জ্ঞান অর্জন ২ ধরনের হতে পারে
১) বেদিনের জ্ঞান (আল্লাহ থেকে দুরে নিয়ে যায়)
২) দ্বীনের জ্ঞান (আল্লাহর কাছে নিয়ে আসে)

আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ২ নং জ্ঞানটা আহরন করার তাওফিক দিন আমীন।
259030
২৮ আগস্ট ২০১৪ রাত ০৩:০৪
বৃত্তের বাইরে লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিখেছেন: ইমরান ভাই ভাইয়া এই ধরনের লেখা আরো বেশী বেশী নকল করেন যাতে আমরা আরো বেশী বেশী উপকৃত হই আর বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে ।
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩২
202811
ইমরান ভাই লিখেছেন : Surprised Surprised সূর্যের পাশে হারিকেন লিখেছে: আপনি কি লিখেছেন... Worried Worried Crying Crying

আপনার দুআতে আমীন।Love Struck
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৩
202821
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বেশি না ....... এক্টু ক্রে ইডিট ক্রা হয়েছে phbbbbt Rolling Eyes phbbbbt
২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:২৪
202849
ইমরান ভাই লিখেছেন : একটু ক্রে কেন ইডিট ক্রা হয়েছে Crying Crying Crying
259035
২৮ আগস্ট ২০১৪ রাত ০৩:১৩
সাদিয়া মুকিম লিখেছেন : রাসুল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের জীবনঐ রয়েছে আমাদের সর্বশ্রেস্ঠ আদর্শ! এই আদর্শ অনুযায়ী খায়রে উম্মাহ যেন হতে পারি, কিয়ামতের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের শফায়াত গ্রহন করতে পারি সেই তৌফিক কামনা করি!
জাঝাকাল্লাহু খাইর Good Luck
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৩
202813
ইমরান ভাই লিখেছেন : ওয়া আনতুমফাজাজাকুমুল্লাহু খায়রান।
আল্লাহ আমাদেরকে তাওফিক দিন আমীন। Love Struck Love Struck
১০
259111
২৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩২
মোতাহারুল ইসলাম লিখেছেন : যাযাকাল্লাহ খায়রান।
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:১০
202876
ইমরান ভাই লিখেছেন : ওয়া আনতুমফাজাজাকুমুল্লাহু খায়রান। Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File