আগুন ধরার সাহস করুন, হে মুসলিম!
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৫ আগস্ট, ২০১৪, ০৩:২৮:২৪ দুপুর
{{{আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে মওকুফ হিসেবে সহিহ সনদে বর্ণিত, অবশ্য এটি হুকুম গত ভাবে মারফু}}}
ইবনে মাসউদ (রা) বলেন,
তোমাদের অবস্থা কেমন হবে যখন ফেতনা (বিদ’আত) তোমাদেরকে এমন ভাবে আস্ঠেপৃস্ঠে জরিয়ে ধরবে যে, এই ফিতনার মধ্যেই তোমাদের বড়রা বৃদ্ধ হবে এবং ছোটরা বড় হবে। মানুষ বিদ’আতের উপরই চলতে থাকবে ।
এমতবস্থায় তারা সেটাকেই সুন্নত হিসেবে গ্রহণ করেব। যখন কোন বিদ’আতকে ত্যাগ করা হবে তখন বলাহবে, সুন্নাহ কে পরিত্যাগ করা হয়েছে? লোকেরা বলল এটা কখন হবে?
তিনি বললেন,
(ক) যখন তোমাদের আলেমরা মৃত্যু বরণ করবেন ও মুর্খদের সংখ্যা বৃদ্ধি পাবে।
(খ) যখন সাধারন আলেমের সংখ্যা বৃদ্দি পাবে কিন্তু জ্জানী আলেমের সংখ্যা কমে যাবে।
(গ) যখন নেতার সংখ্যা বৃদ্দি পাবে কিন্তু আমানতদারের সংখ্যা কমে যাবে।
(ঘ) যখন আখেরাতের কাজের মাধ্যমে দুনিয়া তালাশ করা হবে এবং দ্বীন ব্যাতিত অন্য উদ্দেশ্যে জ্জানার্জন করা হবে।
(দারেমী হা/১৯০ “যুগের পরিবর্তন ও তার মধ্যে যা ঘটেবে” অনুচ্ছেদ-২২, দারেমী দুটি সনদে হাদিসটি বর্ণনা করেছেন। যার একটি সহিহ অন্যটি হাসান। হাকেম ৪/৫১৪-১৫ হা/৮৫৭০, ফিতনা ও মালাহিম অধ্যায়, ছহিহ তারগীব হা/১১১)
নাসিরউদ্দিন আলবানি বলেছেন:
আমার বক্তব্য হল এই হাদিসটি রসুল (সা) এর নবুআত ও রিসালাতের সত্যতা নিদর্শন । কারন বর্তমান যুগে এই হাদিসটি প্রত্যেকটি অংশ সত্য প্রতিপন্ন হয়েছে।
তন্মদ্ধে অন্যতম হল বিদ’আতের আধিক্য এবং তার প্রতি মানুষের আকর্শন এমন এক পর্যয়ে উপনিত হয়েছে যে, শেষ অবধি তারা বিদ’আতকেই সুন্নত হিসেবে গ্রহন করেছে এবং উহাকেই অনুসরনীয় ধর্মাচরনে পরিনত করেছে।
যখন আহলুস সুন্নাহ (হাদিসের অনুসারী) প্রকৃত অর্থে বিদ’আত থেকে বিমুখ হয়ে রসুল (সা) এর সহিহ হাদিসকে আকড়ে ধরে, তখন বলা হয়- “সুন্নাতকে পরিত্যাগ করা হয়েছে”।
{{সহীহ হাদীসের আগুনকে ধরার চেষ্টা করুন হে মুসিলিম}}
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় জান্নাতের যাওয়া যেতে পারে যেমনটা হাদীসে এসেছে।
আর এর সহজ সর্ত তা হলো কোরআন ও সহীহ হাদীস অনুযায়ী আমল করা ব্যাচ নির্ঝন্ঝাট কোন ত্রুটিবিচ্যুতি ছাড়াই।
মন্তব্য করতে লগইন করুন