পুরুষের জন্য সৈন্দয্য বর্ধনের কিছু টিপস....
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৪ আগস্ট, ২০১৪, ১২:৫৬:০৭ দুপুর
পুরুষের জন্য সৈন্দয্য বর্ধনের কিছু টিপস......
=============
=
=
=
=
=
=
=
==
=
=
==
=
=
==
=
=
=
==
=
=
=
===
১) আপনার চোখকে উজ্জ্বল রাখতে...বেগানা নারী থেকে চোখ নামিয়ে নিন, এতে আপনার চোখ ঝকঝকে ও মন পরিশুদ্ধ থাকবে।
২) আপনার চেহারাকে সুন্দর ও উজ্জ্বল করতে, কমপক্ষে দিনে পাঁচবার অজু করুন।
৩) নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে সবসময় আল্লাহকে স্মরণ করুন এবং ন্যায়নিষ্ঠ থাকুন।
৪) পৌরুষদীপ্ত চেহারার জন্য দাঁড়ি বড় করুন, গোঁফ ছেঁটে রাখুন; নারীসুলভ কমনীয় গাল আপনার জন্য নয়।
৫) একই সাথে মজবুত ও সংবেদনশীল ব্যক্তিত্বের অধিকারী হতে অন্যায়ের প্রতিবাদ করুন, দুর্বলকে সাহায্য করুন।
৬) নির্ভরযোগ্যতা অর্জন করতে সত্য কথা বলুন, কথা দিয়ে কথা রাখুন।
৭) হার্টের সমস্যা এড়াতে, যারা আপনাকে কষ্ট দেয় তাদের ক্ষমা করুন।
৮) সুস্থ দেহের জন্য হালাল ও পরিমিত খাবার খান।
সৃষ্টিকর্তার এই উপদেশগুলো মেনে চললে, আপনি অন্তরে ও বাইরে সত্যিকারের সুপুরুষ হতে পারবেন ইন শা আল্লাহ।
{কালেকটেড কুরআনের আলো থেকে}
বিষয়: বিবিধ
১৭০৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যাবাদ
নকলবাজ ভাইয়া নিজের ব্রেন খাটান আরো বেশী বেশী ছাওয়াব হাসিল করুন ।
ধন্যবাদ
ব্রেন খাটাবো ঠিক আছে
আল্লাহ্ আপনার সহায় হউন ।
ধন্যবাদ আপনাকে...
আপনার ছেলেটাকে ইদানিং আর দেখতেছিনা, কি সমস্যা? পেট খারাপ হয়েছে বুঝি
জাজাকাল্লাহ
রমজানের শেষের দিকে রাত ৮ টায় এক সৌন্দর্য্য বর্ধন অনুষ্ঠানে দেখলাম (সম্ভবত এস এ বা এশিয়ান চ্যানেল ) ''ইফতার পার্টিতে '' যাবার সাজ ! ঠোঁটে লিপস্টিক লাগানো তো যে কোন সাজেরই অতীব গুরুত্বপূর্ণ বিষয় । এখানেও তাই আছে ।
কথা হল - এই সাজ কার জন্য ?
আপনার কি বিয়া হইছে? (ডোন্ট মাইনড )
যানলে নিশ্চিত আপনার লগে গ্যাঞ্জাম লাগাইবোই
" যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজসাধ্য করে দেন৷
এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন৷ যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গোনাহসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন৷ "
সুরা তালাক ৪-৫
শিক্ষা হলোঃ
এই উপদেশটি যদিও সবার জন্য এবং মানবজীবনের সব পরিস্থিতিতেই তা প্রযোজ্য । মুসলমানদের এ মর্মে সতর্ক করা হয়েছে আল্লাহ করানে যেসব নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করতে গিয়ে দায়িত্বের যত বড় বোঝাই আমাদের ওপর াসুক না কেন আল্লাহর ভয় মনে রেখে সর্বাবস্থায় তা মেনে চলতে হবে ইনশাল্লাহ।
আল্লাহ আমাদের সকল কাজ সহজ করে দেবেন, আমাদের গোনাহ মাফ করবেন এবং আমাদেরকে বড় পুরস্কার দান করবেন ।
আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেসমূহ পালনের উদ্দেশ্যে যে বোঝা বহন করা হবে আল্লাহর প্রতিশ্রুতি হলো, তিনি মেহেরবানী করে সে বোঝা হাল্কা করে দেবেন এবং তার বিনিময়ে এত বড় পুরস্কার দেবেন, যা দুনিয়ায় বহনকৃত এই ক্ষুদ্র বোঝার তুলনায় অনেক অনেক বেশী মুল্যবান হবে ।
মেয়েরা তো শুধু পকেট টা দেখে।
মন্তব্য করতে লগইন করুন