তাবলীগ জামা’আতের বিশিষ্ট মুরুব্বি তারিক জামিল (জাবাব পোস্ট)

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১০ জুলাই, ২০১৪, ০৩:২৩:১৭ দুপুর



তাবলিগ জামাতের মুরুব্বি তারিক জামিল রসুল (সা) এর জানাজা নিয়ে বলেছেন "সবার আগে আমার আল্লাহ আমার জানাযা পড়বেন। "বিস্তারিত এই লিংকে দেখুন Click this link

========

এই বানোয়াটি লেকচারের পক্ষ্য নিয়ে বাংলাদেশের তাদের শাগরেদ জামিআতুল আসাদ (আসলে ফাসাদ) এর বিশিষ্ট মুফতি সাহেব লুতু সাহেব এবং তার চ্যালারা এক বিরাট পোস্ট দেন। সেই পোস্টের জবাব।

========

বিশিষ্ট মুফতি জনাব Lutfor Farazi সাহেবের জবাবের পাল্টা জবাবঃ

-------------

আমরা কিছুদিন আগে তাবলীগ জামা’আতের বিশিষ্ট মুরুব্বি মাওলানা তারিক জামিল সাহেবের একটা বক্তব্য শুনলাম রাসুল (সাঃ)-এর জানাজা সংক্রান্ত বিষয়ে। তিনি সেখানে রাসুল (সাঃ)-এর জানাজা বিষয়ে কাল্পনিক, আজগুবি, বানোয়াট ও মিথ্যার সমাহার ঘটিয়েছেন।

মাওলানা তারিক জামিল সাহেব বলেনঃ

রাসুল (সাঃ)-এর মৃত্যুর এক সপ্তাহ পূর্বে সাহাবীরা রাসুল (সাঃ)-এর নিকট আসলেন। তাদেরকে দেখে রাসুল (সাঃ)-এর চোখে পানি চলে এলো। রাসুল (সাঃ) তাদেরকে বললেনঃ ‘’আমি তোমাদেরকে আল্লাহর সোপর্দ করছি, আল্লাহ তোমাদের সাথী’’

আবদুল্লাহ ইবন মাস’উদ (রাঃ) জিজ্ঞেস করলেনঃ ‘’হে আল্লাহর রাসুল (সাঃ)! আপনার যাওয়ার সময় খুব নিকতে চলে এসেছে; (আপনি মারা যাওয়ার পর) আপনাকে কে গোসল দিবে?

রাসুল (সাঃ) বললেনঃ ‘’আমার আহলে বাইত’’

আবদুল্লাহ ইবন মাস’উদঃ কে আপনাকে কাফন পরাবে?

রাসুল (সাঃ) ঃ ‘’আমার আহলে বাইত’’

আবদুল্লাহ ইবন মাস’উদঃ কে আপনাকে কবরে নামাবে?

রাসুল (সাঃ)ঃ ‘’আমার আহলে বাইত’’

আবদুল্লাহ ইবন মাস’উদঃ আপনার জানাযা কে পড়াবে?

তখন রাসুল (সাঃ)-এর চোখে পানি চলে এলো।

তিনি বললেনঃ তোমাদের নাবীর জানাযা এমন হবে না, যেমন তোমাদের হয়। যখন আমার গোসল হয়ে যাবে তখন তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাবে। সবার আগে আমার আল্লাহ আমার জানাযা পড়বেন। তারপর জিবরীল, মিকাঈল ও ইস্রাফিল অতঃপর আরশের অন্যান্য ফেরেশতারা আসবে ও আমার জানাজা পড়বে।

তারপরে তোমাদের মধ্যে পুরুষরা আগে আমার জন্য দু’আ করবে। তারপর নারীরা আসবে, তারপর শিশুরা আসবে। অতঃপর তোমাদের দাস-দাসী, চাকর-বাকর আসবে।

অতঃপর তোমরা আমাকে আল্লাহর সোপর্দ করে দিবে।

তারিক জামিল সাহেবের বক্তব্য এখানেই শেষ।

উনার বক্তব্যের লিঙ্ক Click this link

=====================

আমরা সাধারন মুসলিমদেরকে সতর্ক করার উদ্যেশে তারিক জামিল সাহেবের ভ্রান্ত বক্তব্যের দলীল ভিত্তিক জবাব দিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের বক্তব্যের লিঙ্কঃ Click this link

=======================

পরবর্তীতে জমিয়াতুল আসা’দের মাননীয় মুফতি লুতফর ফরাজি সাহেব আমাদের বক্তব্য খণ্ডন করে ইনিয়ে-বিনিয়ে জাল/যইফের মিথ্যা বর্ণনা জোড়াতালি দিয়ে তারিক জামিল সাহেবের পক্ষ নিলেন। আমরা হতবাক হয়ে গেলাম জনাব লুতফর ফরাজি সাহেবের বক্তব্যে। উনি এতদুর স্পর্ধা দেখালেন যে আমরা সত্যিই হতভম্ব। আগ্রহি পাঠকগনের জন্য লুতফর ফরাজি সাহেবের বক্তব্যের লিঙ্কঃ Click this link

=====================

যাই হোক, আমাদের কথা হচ্ছে মাওলানা তারিক জামিল সাহেব যে বক্তব্য দিলেন সেই ভাষায় আসমানের নিচে কোন গ্রহণযোগ্য কিতাবে তার বর্ণনা নেই। তবে উনার বক্তব্যের কাছাকাছি

একটি জঘন্যতম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন জাল হাদীসঃ

‘’স্বয়ং আল্লাহ রাসুল (সাঃ)-এর জানাযার নামাজ পরেছেন’’

রাসুল (সাঃ)-এর ইন্তেকালের পরে তাঁর গোসল ও কাফনের পর তাঁর মুবারাক দেহকে মসজিদে রাখা হয়। প্রথমে স্বয়ং আল্লাহ তাঁর জানাযার সলাত আদায় করেন!’’ গল্পটি বানোয়াট। গল্পটি বানিয়েছে আবদুল মুনয়িম ইবন ইদরীস। আবদুল মুনয়িম ইবন ইদরীস (২২৮ হিজরি) তৃতীয় হিজরি শতকে বাগদাদের প্রসিদ্ধ গল্পকার ওয়ায়িয ছিলেন। ইমাম আহমাদ ও অন্যান্য মুহাদ্দিস সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, এ ব্যক্তি জালিয়াত ছিলেন। তার ওয়াযের আকর্ষণ বাড়ানোর জন্য এরুপ বিভিন্ন গল্প বানিয়ে বলতেন।

আবু নুয়াইম, হিলইয়া ৪/৭৩-৭৫

ইবনুল জাওযি, মাউযুআত ১/২১৯

সুয়ুতী, আল-লাআলী ১/২৭৭-২৮২

ইবন আররাক, তানযীহ ১/৩২৬-৩৩১

লাখনবী, আল-আসার পৃষ্ঠা নঃ ৩৮-৪২

আবদুল্লাহ জাহাঙ্গীর, হাদীসের নামে জালিয়াতি পৃষ্ঠা নঃ ৩৬৩-৩৬৪



দুঃখজনকভাবে বর্তমানেও বিভিন্ন নামী-দামী ও তথাকথিত বিশ্ব বিখ্যাত! বক্তারা এই সমস্ত ভিত্তিহীন ও জঘন্যতম বক্তব্য পেশ করে যাচ্ছেন। মহান আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন। আর যারা এই সমস্ত মিথ্যা বর্ণনার পক্ষে ওকালতি করছেন মহান আল্লাহ তাদেরকেও হিদায়াত দান করুন।

বিষয়: বিবিধ

২৫০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243446
১০ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৪
আফরা লিখেছেন : ইসলামে যত বিভক্তি যত বিভ্রান্তি এই আলেমদের কারনে ।

ভাইয়া আমি এটা বলা কি ভুল হল !আল্লাহ আমাকে মাফ করুন ।
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
189178
প্যারিস থেকে আমি লিখেছেন : একশত ভাগ সহমত। তবে আমাদের কিছু করনীয় আছে।যেমন,সমাজে ডাক্তারের অভাব নেই তাই বলে আমরা অসুস্হ্য হলে এত এত ডাক্তার কেন বলে ডাক্তারদের ত্যাগ করিনা,চাই সবচেয়ে ভালো ডাক্তারের কাছে যেতে,তেমনি হুজুরদেরও ত্যাগ করা যাবেনা।যেতে হবে সবচেয়ে ভালো হুজুরের কাছে এবং ভালো হুজুর চিনতে আমাদেরকেও পড়াশুনা করতে হবে।
১১ জুলাই ২০১৪ সকাল ০৭:৩৬
189295
ইমরান ভাই লিখেছেন : @আফরা

১১ জুলাই ২০১৪ সকাল ০৭:৩৮
189296
ইমরান ভাই লিখেছেন : @প্যারিস থেকে আমি ভাইজান,
দারুন একটা গঠন মূলক কমেন্টস করছেন ভাই। ছোট্ট কিন্তু দারুন বোঝার মতো একটা বিষয়। জাজাকাল্লাহু খায়রান।
@আফরা বোন... প্যারিস ভাইয়ের কথাগুলোই আমারো কথা। Angel
243451
১০ জুলাই ২০১৪ বিকাল ০৪:০০
প্রেসিডেন্ট লিখেছেন : ইসলামী রাষ্ট্র হলে তাফসীর/ওয়াজের মানদন্ড ঠিক করে দেয়া যেত। যার যা খুশি তা বলতে পারতো না। এরা সাধারণ মানুষের অজ্ঞতাকে পুঁজি করে ধর্মকে চরমভাবে বিকৃত করছে।

যতদূর জানি মালয়েশিয়াতে ড. মাহাথির কিছু মানদন্ড ঠিক করে দিয়েছেন। ফলে ওয়াজ এর নামে কুরআন হাদীস বিরোধী কিছু বলা যায় না। সেখানে সরকার নিয়োজিত বিজ্ঞ আলেম উপস্থিত থাকেন।
১১ জুলাই ২০১৪ সকাল ০৭:৩৯
189297
ইমরান ভাই লিখেছেন : আপনার করা প্রস্তাবের মতো হলে ভালই হতো। তাহেল জাল/যইফ/মিথ্যা/বানোয়াটি কথা অনেকাংশে কমে যেত।

জাজাকাল্লাহু খায়রান।Love Struck
243539
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১১ জুলাই ২০১৪ সকাল ০৭:৩৯
189298
ইমরান ভাই লিখেছেন : Happy Happy আমীন।
243541
১০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : এসব লোক স্বপ্ন আর বড় হুজুরের কথাকে ওহীর চেয়েও দামী মনে করে।
১১ জুলাই ২০১৪ সকাল ০৭:৩৯
189299
ইমরান ভাই লিখেছেন : Happy ঠিক কথা Love Struck লোকমান ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File