একটি হারানো বিজ্ঞপ্তি
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০২ জুলাই, ২০১৪, ০৯:৩১:১০ সকাল
একটি হারানো বিজ্ঞপ্তি,একটি হারানো বিজ্ঞপ্তি
ইদানিং অনেক ব্লগারকে ব্লগে দেখা যাচ্ছে না।
হয়তো তারা সবাই আমার এই লেখা পড়ছেন। আমরা হয়তো বুঝতে পারছিনা।
এই সকল ব্লগার ছাড়া ব্লগটা যেন অন্ধকার অন্ধকার লাগে। একটুকরো আলো জ্বালিয়ে রাখার মতো সূর্যটা আজ আর দেখা যাচ্ছে না। বর্ষার মেঘের আড়ালে ঢেকে গেছে। যেন এক অজানা আধারের মাঝে হারিয়ে গেছে।
আমাদের সবার প্রিয় ব্লগার
সূর্যের পাশে হারিকেন
কে ইদানিং দেখছি না ব্লগে। কোন এক অজানা মেঘ তাকে ঢেকে নিয়েছে তাই তার আলো আজ আমাদের মাঝে নাই।হারিকাপুকে দেখতে জদি তোমরা সবাই চাও, এখানে তে ক্লিক করে তার স্বশুর বাড়ী যাও
অনুরোধ:
হারিকেনাপু তুমি যেখানেই থাক ফিরে আসো তোমাকে ব্লগে না পেয়ে আমরা খুবই মর্মাহত। আর জাদি তোমার বিয়ে হয়ে যায়, সংসারের কাজ,বাচ্চা,স্বামী ইত্যাদি সামলাতে ব্লগে সময় দিতে পারছো না তাহলে সেটাও একবার বলে যাও আমরা স্বান্তনা পাবো।
প্লিজ হারিকাপু তুমি ফিরে এসো আমাদের মাঝে। তোমার স্বামী, বাচ্চা-কাচ্ছা আমরা সকল ব্লগাররা সামলাবো প্লিজ ফিরে এসো।
বিষয়: বিবিধ
২১২৮ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু একটি বিষয় মালুম হচ্ছে না। হারিকেন ভাইয়া হতে আপু হল কবে? জটিলস রহস্য।
ফিরে আস হারিকেন আপু/ভাইয়া জলদি। আমরা অপেক্ষায়........
হারিকাপু আসলে বলবো...
ফিরে আস হারিকেন আপু/ভাইয়া জলদি। আমরা অপেক্ষায়........
......... হারি হারি হারি..
তাই না হারিকাপু..........
হরিন কেন কাঁদে? কারণ কুমির কাঁদে, কু্মির কেন কাঁদে? কারণ বাঘ কাঁদে, বাঘ কেন কাঁদে? কারণ ...,...?...@ইমরান ভাই কেন কাঁদে? কারণ ব্লগার @হারিকেন ভাইকে....(হাতুড়ীর ইমো হবে)
"ভিজিটর মোডে আপনাদের লেখা পড়েই যাবো........... উইদাউট কমেন্ট।"
হারিকেন ভাই / আবার আপু বড়ই গোলমালে পড়লাম
দারুনস তাই না
হারিকেনটা এখনো কোন কমেন্টস করলোনা দুঃখে শেষ হয়ে গেলাম।
মুড ম্যাসেজে লিখছে
"ভিজিটর মোডে আপনাদের লেখা পড়েই যাবো........... উইদাউট কমেন্ট।"
চাই সবাই আসুক।
যতটুকু মনে পরে ব্লগার "হারিয়ে যাবো তোমার মাঝে" এর সাথে ব্লগিয় বিবাদ হয়েছে "সূর্যের পাশে হারিকেন" এর। দুজন কেই বলেছিলাম ফিরে আসতে। পরবর্তিতে কয়েকদিন কয়েকটা পোষ্ট এ দুজনকেই দেখেছিলাম। এখন আবার কি হল কে জানে।
আপনে স্বজন প্রীতি করতাছেন মনে হইতাছে?
হ্যারির যে কি হলো বুঝতেছিনা ইদানিং দেখাই যায়না
যেথায় থাক হারিকেনাপু ফিরে এসো....।
আমাদের সবার প্রিয় আপু হারিকাপু.....
মন্তব্য করতে লগইন করুন