রমাযান বিষয়ক একগুচ্ছ জ্ঞান ভান্ডার
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৯ জুন, ২০১৪, ১২:১৯:১৭ দুপুর
আর বেশি দিন বাকি নেই রমাযান আমাদের নিকটবর্তী। সেজন্য প্রথমত আপনাদেরকে রমাযান মাসের স্বাগতম জানাচ্ছি। সাথে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দুআ করি আল্লাহ যেন আপনাকে আমাকে আমাদের সবাইকে রমাযান মাসের পরিপূর্ণ ফজিলত হাসিল করার তাওফিক দান করেন আমীন।
রমাযানকে যেন আমরা ঠিক সেইভাবেই পালন করতে পারি যেভাবে, কোরআন ও সহীহ হাদীসে আছে এবং আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম পালন করেছেন, সাহাবা (রা) রা পালন করেছেন। আর সেজন্য আমাদের জ্ঞান অর্জনের বিকল্প নাই।
চলুন নিচের বইগুলো ডাউনলোড করি এবং জ্ঞান অর্জন শুরু করি আর রমাযান কে সঠিক ভাবে পালন করি।
রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল
লেখক: আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
লিংক: সরাসরি ডাউনলোড করুন এখানে
সহীহ দলীলকে ভিত্তি করে রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েল জানার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় বই। মুসলিমদের জন্য রমযান অত্যন্ত গুরুত্তপুর্ন মাস। এতে একজন মুসলিম রমযান মাসকে কিভাবে ফলপ্রসূ করবে তার মাসআলা-মাসায়েল ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজন অনুভব করে সেগুলো খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে।
প্রশ্নোত্তরে রমযানের ত্রিশ শিক্ষা
মূলঃ ডা. জাকির নায়েক
লিংক: সরাসরি ডাউনেলোড করুন এখানে
রামাদান নির্বাচিত ফাতাওয়া – ১
আলহামদুলিল্লাহ্ জনপ্রিয় ওয়েবসাইট Islam-QA.com এর রামাদান সম্পর্কিত ১১২টি ফাতাওয়া বাংলায় বই আকারে প্রকাশ করা হয়েছে।
লিংক: সরাসরি ডাউনলোড করুন এখানে
প্রশ্নোত্তরে সিয়াম
লেখকঃ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
লিংক: সরাসরি ডাউনলোড করুন এখানে
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর, হুকুম-আহকাম, করণীয়-বর্জনীয় কাজের বিস্তারিত তুলে ধরে তোলা হয়েছে এই বইটিতে।
রমযানের ৬০ শিক্ষা - ৩০ ফতোয়া
কুরআন ও সহীহ হাদীসের আলোকে
রমযানের ৬০ শিক্ষা – ৩০ ফতোয়া
পিস পাবলিকেশন
লিংক: সরাসরি ডাউনলোড করুন এখানে
নিশ্চই মানার আগে যানা উচিত। আর বর্তমানে যে অবস্থা তাতে কোরআন ও সহীহ হাদীস থেকে না যানলে আমলের চেয়ে বিদআত-ই বেশি হয়। তাই বইগুলো পড়ুন,জ্ঞান অর্জন করুন ও আমল করুন।
সবার সাথে শেয়ার করুন।
বিষয়: বিবিধ
২১৬৭ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বারাকাল্লহু ফিকুম।
সবার সাথে শেয়ার করুন।
আমি কেনো ফাঁঁসাবো? নিজের কারণেইতো ফাঁসলেন!!!
খাওয়ার পর্ব শেষ তাই এখন জ্ঞান অর্জন পর্ব। তারা তারি অর্জন করুন।
আমরা একবার পুরো পরিবার যাচ্ছিলাম বেড়াতে, হঠাৎ এ নামটার উপর নজর পড়লো আমাদের! আর আমরা মুখ চেপে হাসছিলাম! আব্বু জিজ্ঞেস করলো কি হলো? 'কিছু না' বলে হাসি চাপতে গিয়ে হাসি আরো বেড়ে গেলো!
মনে মনে ভয়ও পেয়েছিলাম, পরে আম্মু জিজ্ঞেস করলে আম্মুর কানে কানে বললে আম্মুও হাসতে থাকে।
আরেকটা আমাদের স্কুলের কাছেই ছিল, হযরত কাতাল পীর মাজার!!
দাদা..... আমার জন্য দোয়া করলে ধন্যাপাতা+পুদিনা পাতা দেবো রমজানের জন্য....... আর না করলে বউও পড়া হপে না..... ওসব পাতাও দেয়া হপে না.....
আরোও লাগবে....
একদম রাইট....
@ইমরান ভাই, ছেলেরা এক্টু এমন টাইপেরই হয়!
@ইম্রু দাদা..... কপালে! এত্ত কাছে থাকলেতো ........... আহারে বেচারি কোথায় যে আছে, পড়াশোনা ঠিকমতো করতেছে কি না কে জানে
যারা লেখে তাদের দোষ নেই আমি বললে দোষ?!!
মন্তব্য করতে লগইন করুন