যদি, মুসলমাদের কোন (সংঘবদ্ধ) জামাআত ও ইমাম না থাকে? তাহলে আপনি কি করবেন?
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১০ জুন, ২০১৪, ১১:৫৪:৫১ সকাল
মুহাম্মদ ইব্ন মুসান্না (র)....... হুযায়ফা ইব্ন ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ্(সা) কে কল্যানের বিষয়াদি জিজ্ঞাসা করত। কিন্তু আমি তাঁকে অকল্যানের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম এ ভয়ে যে,অকল্যাণ আমাকে পেয়ে না বসে।
আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা তো জাহিলিয়্যতি ও অকল্যাণের মাঝে ছিলাম। এরপর আল্লাহ্তা’আলা আমাদেরকে এ কল্যাণের মধ্যে নিয়ে আসলেন। এ কল্যাণের পর আবারাও কি অকল্যান আসবে?
তিনি বললেন, হ্যাঁ। তবে এর মধ্যে কিছুটা ধূমাচ্ছন্নতা থাকবে।
আমি প্রশ্ন করলাম এর ধূমাচ্ছন্নতাটা কিরূপ?
তিনি বললেনঃ এক জামাআত আমার তরীকা ছেড়ে অন্য পথ অবলম্বন করবে। তাদের থেকে ভাল কাজও দেখবে এবং মন্দ কাজও দেখবে।
আমি জিজ্ঞাসা করলাম, সে কল্যানের পরে কি আবার অকল্যাণ আসবে?
তিনি বললেন: হ্যাঁ, জাহান্নামের দিকে আহ্ববান কারী এক সম্প্রদায় হবে। যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দেবে, তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে।
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আমাদের বর্ণনা করুন।
তিনি বললেনঃ তারা আমাদের লোকই এবং আমাদের ভাষায়ই কথা বলবে।
আমি বললাম, যদি এরূপ পরিস্থিতি আমাকে পেয়ে বসে, তাহলে কি করতে নির্দেশ দেন?
তিনি বললেনঃ মুসলিমদের জামাআত ও ইমামকে আঁকড়ে থাকবে।
আমি বললাম, আমি তখন মুসলমাদের কোন (সংঘবদ্ধ) জামাআত ও ইমাম না থাকে?
তিনি বললেনঃ তখন সকল দলমত পরিত্যাগ করে সম্ভব হলে কোন গাছের শিকড় কামড়িয়ে পড়ে থাকবে, যতক্ষণ না সে অবস্থায় তোমার মৃত্যু উপস্থিত হয়।
(সহীহুল বুখারী, অধ্যায়: ৯২/১১, যখন জাম'আত (মুসলিম সংঘবদ্ধ) থাকবে না তখন কি করতে হবে, হাদীস নং: ৭০৮৪)
রসুল (সা) এর ভবিষ্যৎ বানী বর্তমান পরিস্থিতির সাথে মোটামুটি মিল খুজে পাওয়া যায়। মুসলিমের কোন সংঘবদ্ধ জাম'আত ও ইমাম নাই। তাই দলমত পরিত্যাগ করে সম্ভব হলে কোন গাছের শিকড় কামড়িয়ে পড়ে থাকাই উত্তম আমৃত্যু।
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
খুজতে গিয়া দেখি সত্যি তাই আপনারে ঠ্যাকাইতে কেউ পারে নাই।
কংগ্রাজুলেশন
মন্তব্য করতে লগইন করুন