হেরেমের সম্পর্ক, দেখার পরে চোখে পানি আসার গ্যারান্টি।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৭ মে, ২০১৪, ০৪:৪৪:৫২ বিকাল
বিশ্বাস করেন আমার বলার মতো কোন কথা নাই। আমি নির্বাক। শুধু বুকফেটে দুফোটা চোখের পানি ফেলেছি হৃদয় থেকে।
আমি আর কিছু বলবোনা। আপনারা ভিডিওটি দেখুন তার পরে আপনারাই বলবেন ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১৮০০ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্পীসলেস..................... ।সাথে দু'ফোটা অশ্রু ।
কিন্তু সময়ের আবর্তনে এই সম্পর্ক কেমন যেন বিলীয়মান..................।
উত্তর একটাই এরকম আমি বাস্তব জীবনে গ্রামে বহু দেখেছি। আমি গরীব এলাকার একজন ছেলে ভাইজান। নাটক সিনেমার চেয়ে অনেক বেশি জটিল এবং কষ্টের জীবন আমি দেখেছি।
অনেক আবেগ দিয়ে ভিডিওটা তৈরী করা হয়েছে।
আফরা, তোমার ভাইবোনের যে গল্প তুমি সুনাইছো তাতে এই ভিডিওটা তোমার হৃদয় ছুয়ে যাবে তাতে কোন সন্দেহ নাই।
এটা আমারো হৃদয় ছুয়ে গেছে।
আমরা কয়েকজন মিলে দেশে অনাথদের সাহায্যার্থে এমন একটা সংগঠনে প্রতি মাসে টাকা পাঠাই। বুঝতে পারছিনা যাদের উদ্দেশ্যে পাঠাচ্ছি তারা ঠিকমত পাচ্ছে কিনা। ভাই, আপনার কি এমন কোন সংগঠনের সাথে যোগাযোগ আছে যারা এসব শিশুদের নিয়ে কাজ করে? জানালে উপকৃত হব
না এমন কোন সংগঠন আমি জানিনা যারা শিশুদের নিয়ে কাজ করে (আমার পরিচয় নাই)। তবে আমি ও আমার এক দ্বীনি ভাই দুইজনে কিছু নওমুসলিমকে সাহায্য করছি।
এর আগে আমরা নওমুসলিম সংগঠন নামে একটা সংগঠনকে টাকা দিতাম। সেই সংগঠনের প্রধান গাড়িতে করে চড়ে বেড়ায় কিন্তু নওমুসলিমরা না খেয়ে দুঃখ কষ্টে থাকে। তাহলে বোঝেন কি অবস্থা।
এক নওমুসলিম ভাইকে জিজ্ঞাসা করলাম সেই লোকের ব্যাপারে। সে বললো যে, আমি ইসলাম কবুল করেছি আল্লাহর জন্য আর আমাকে ভিক্ষা করা শিখিয়েছে ঐ লোক (সংগঠনের প্রধান)। সেই প্রধান তাদেরকে একটা বক্স হাতে ধরিয়ে দিয়ে বলে যাও মানুষকে বল আমি নওমুসলিম তাহলে তোমাদেরকে সাহায্য করবে তার কিছু টাকা আমাকে দিবা বাকিটা তোমার।
এই হচ্ছে দেশে সংগঠনের অবস্থা। তাই এইরখম সংগঠনের উপর আশা ভরসা উঠে গেছে। এখন নিজে যা পারি তাই সাহায্য করি।
এক নওমুসলিম ভাইকে একটা দোকান করার কিছু টাকা দিয়েছি। সে ব্যাবসাও শুরু করছে। আরো কিছু টাকা দরকার দেখাযাক কি করা যায়।
আপনাকে অনেক কথা শোনালাম। মনখারাপ করবেন না। তবে ভাল সংগঠন থাকতেও পারে। নিজেদের খোজ নিতে হবে আসলে যাকে দিচ্ছি সে কি করছে।
আপনার কথা শুনে হৃদয়টা ভরে গেছে বোন। বাহিরে থেকেও দেশের অনেক কাজ করছেন। আল্লাহ আপনাদের জাজায়েখায়ের আর পরকালে জান্নাত দিন আমীন।
মন্তব্য করতে লগইন করুন