নজর লাগা সত্য...
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২৫ এপ্রিল, ২০১৪, ০৮:০৪:৪০ সকাল
যে সকল মেয়ে অথবা ছেলেরা খুব সুন্দর করে সেজে গুজে রং ঢং করে সবার সামনে ঘুড়ে বেড়ায় তারা কি ভাবেনা যে তাদের উপর মানুষের নজর লাগতে পারে?
কেননা
রসুল (সা) বলেছেন: নজর লাগা সত্য জিনিস।
{মুসলিম, সিলসিলাহী সহীহা হাদীস নং: ২৫৭২}
وَبَشِّرِ الَّذِين آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ كُلَّمَا رُزِقُواْ مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقاً قَالُواْ هَـذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ وَأُتُواْ بِهِ مُتَشَابِهاً وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ
আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।
{সুরা বাকারাহ আয়াত ২৫}
বিষয়: বিবিধ
৩৩৯৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমার উপর বদ নজর লাগবে, চকলেট খাচ্ছ আমাদের কে দেখায়ে দেখায়ে...
যা হোক ফাস্টু হইছ তাই তোমর জন্য এক বাগান গাধা ....
হ্যারি লেটস মেক অপারেশন ”সুহাবীবা”
কিন্তু ইহা সত্য।
এজন্যই আমি বলেছি "যে সকল মেয়ে অথবা ছেলেরা" নজার ছেলেরা যেমন মেয়েদেরকে দেয় তেমনি মেয়েরাও ছেলেদেরকে দেয়। তাই উভয় ক্ষেত্রে সমান।
তবে নজর লাগা সত্য সহীহ আল মুসলিমের হাদীস।
বদ নজর ও কালোজাদু
মন্তব্য করতে লগইন করুন