ব্লগে নতুন নতুন প্রসবধারীনি-চিনে রাখুন।

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ৩০ মার্চ, ২০১৪, ০৮:৫০:০২ সকাল

রায়হান রহমান নামে নিকের এক ইসলাম বিদ্দেশী ইদানিং কিছু বিভ্রান্তি মুলক পোস্ট প্রসব করছেন। প্রসব বেদনা একটু বেশিই পাচ্ছেন মনে হচ্ছে। তার প্রসব করা পোস্ট গুলো দেখে যে কেউ প্রথম মনে করতে পারে যে "মুসলিমের লেখা"।

তাই ধোকায় পড়বেন না। এই নিকের প্রসব দেখে তার পর উপযুক্ত টিকা (ইনজেকশন) দিন।

দেখুন তিনি ৬ মাস আগে আই ডি খুলে ১৪ পোস্ট প্রসব করে ধিরে ধিরে প্রসব বাড়িয়ে দিয়েছেন।



আশ্চর্য হই যখন দেখি তারা প্রসব করার জন্য মুসলিমদের নাম কে অনুসরন করে!!!!!!!!!!!

তার কমেন্ট দেখুন







ইদানিং তিনি এমন ধরনের শিরোনাম নিয়ে প্রসব করছেন যা দেখে সাধারণ একজন মুসলিম বিভ্রান্ত হয়ে যাবে. দেখুন তার প্রসবের ধরন....





আরোও বিস্তারিত জানতে তার নিক থেকে ঘুড়ে আসুন..প্রসব বেদনায় কাতর এক জন গর্ববতী

আরোও বিস্তারিত জানতে ঈগল ভাইয়ের সাথে তার কথোপকথন দেখুন..পোয়াতিটার কমেন্ট দেখুন

তাই হে ব্লগ বাসী মুসলিম/মুসলিমা সাবধান হউন এই নাস্তিক/ইসলাম বিদ্দেশী/ হিন্দু হতে।

সব থেকে বড় ব্যাপার ব্লগ কতৃপক্ষ এ ব্যাপার গুলোতে উদাসিন। (অবশ্য ব্লগ কতৃপক্ষর সবাই যে মুসলিম তার বা কি গ্যারান্টি)

***মডুদের হার্ট করার জন্য দুঃখিত কিন্তু উদাসিনতার জন্য নয়।***

বিঃদ্রঃ প্রসব কারীনি উল্টা পাল্টা কমেন্টস প্রসব করলে তা ডিলেট করা হবে।

বিষয়: বিবিধ

১৫৯৫ বার পঠিত, ৫৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200124
৩০ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৯
গ্রামের পথে পথে লিখেছেন : মুমিন ভাইগন সাবধান ধোকায় পরবেন না। ইদানিং মুমিনদের ধোকায় পরে মুমিনরাই মসজিদে-মসজিদে জেহাদী বোমায় পটল তুলছে।
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:০৫
149831
আওণ রাহ'বার লিখেছেন : রং বদলালেই সব পরিবর্তন হয়না।
শিয়াল বাঘের চামড়া পরিধান করলে তার ডাক শিয়ালের মতই হয় বাঘের হুংকার হয়না।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৮
149904
ইমরান ভাই লিখেছেন : ধন্যবাদ রাহবার খুব সুন্দর কথা বলেছো...
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:১৯
149906
ইমরান ভাই লিখেছেন : গৃহস্থের কণ্যা বাদ দিয়া নতুন নামে আসলা বুঝি....??? তুমিওযে ঐ গোয়ালের গরু সেটা সবাই বুঝছে...
200126
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:০৮
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২১
149907
ইমরান ভাই লিখেছেন : এরা নতুন নতুন আইডি খুলে রাখে একটা ব্যান হলে অপরটা দিয়ে চালায়। বড় ধুরন্দর। এরা একাই অনেক আইডি চালায়। এরা নাস্তিক নামে হিন্দু বিদ্দেশী।...
200127
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:০৮
আওণ রাহ'বার লিখেছেন : সচেতনতা মূলক পোষ্টটির জন্য অনেক শুকরিয়া।
সজল আহমেদ বলেছিলেন এ ব্যাটা হিন্দু হবে।
আমি সকল ধর্মের মানুষদেরকেই বলছি কোন ধর্মের অবমাননা পোষ্ট করবেননা।
সেটা যে ধর্মই হোক।
ধন্যবাদ ইমরান ভাই।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৫০
149935
ইমরান ভাই লিখেছেন : কাফেরকে কাফের বলতে হবে ঠিক সেভাবে মুশরিক কে মুশরিক বলতে হবে এটা ইমানী দায়িত্ব। জাজাকাল্লাহ খায়রান রাহবার।
200129
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:১১
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৫১
149936
ইমরান ভাই লিখেছেন : এদের কে উচিৎ শিক্ষা দিতে একটু নিচু হতে হয়।
200136
৩০ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভিক্টোরিয়া, বিবিয়ানা, স্বাধীনতা, যমুনার চরে, রায়হান রহমান, গ্রামের পথে পতে ইত্যাদি নিকগুলো একই ব্যক্তির। একটা নিষিদ্ধ করলে আরেকটা দিয়ে তার মাথার গোবরগুলো এখানে ঝাড়ে।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৫
149883
বৃত্তের বাইরে লিখেছেন : আপনি হালুম করে ধরে খাচায় ভরে ফেলেনAngel
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৫১
149937
ইমরান ভাই লিখেছেন : সঠিক বলেছেন....সহমত গবর ছাড়া এদের মাথায় কিছু নাই।
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:০৪
149949
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমি বৃত্তের বাইরের সাথে একমত। গ্যাঞ্জাম ভাই খালি কপাল কুচকে বসে না থেকে কিছু একটা করেন।Waiting
200140
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:০৪
আহমদ মুসা লিখেছেন : আমি যখন এ মন্তব্য লিখছি তখন পোষ্ট ৯২ বার হিট হয়েছে এবং ৩ টি কমেন্ট পড়েছে। ইসলাম বিদ্বেষী আবালগুলো এতোদিন অপরিচিত নিক ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করতো। এ সব বলদগুলো সাধারণ পাঠক ও ভিজিটর চিনতে ভুল করতো না। এখন ওরা কৌশল পাল্টিয়েছে। তাদের মাথার গোবরগুলো ফেরি করে বেড়ানোর জন্য এখন মুসলিম নাম ব্যবহার করে পোষ্ট দেয়। এতে করে নবীন ও সাধারণ ভিজিটররা সাময়িকের জন্য হলেও বিভ্রান্ত হয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে এসব ফালতু গার্বেজগুলোর নোংরামী ধরা পড়লে এদের ব্লগে ভিজিট কমিয়ে দেয়। আমি অবশ্য ব্লগটি খুলে দেখিনি কারা কারা মন্তব্য করেছে ওখানে।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
149938
ইমরান ভাই লিখেছেন : আহমদ মুসা ভাই, আপনি ঠিক বলেছেন, এদের টার্গেট নতুন ব্লগাররা। আমিও আজ দেখলাম নতুন ব্লগাররা বিভিন্ন সুন্দর কমেন্টস করছে যা এদের পাওনা নয়। তাই এদের জন্য পোস্টটি অবতারনা করলাম।
200144
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২০
মোহাম্মদ লোকমান লিখেছেন : আওণ রাহ'বার লিখেছেন : রং বদলালেই সব পরিবর্তন হয়না।
শিয়াল বাঘের চামড়া পরিধান করলে তার ডাক শিয়ালের মতই হয় বাঘের হুংকার হয়না। রাহ'বার লিখেছেন : রং বদলালেই সব পরিবর্তন হয়না।
শিয়াল বাঘের চামড়া পরিধান করলে তার ডাক শিয়ালের মতই হয় বাঘের হুংকার হয়না।
একমত।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৪
149939
ইমরান ভাই লিখেছেন : আমিও সহমত...
200146
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:২১
মোহাম্মদ লোকমান লিখেছেন : হুজুরের(!) পরিচিতি তুলে ধরার জন্য ইমরান ভাইকে ধন্যবাদ।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৪৯
149934
সিটিজি৪বিডি লিখেছেন : অবিলম্বে তাকে ব্যান মারা হোক। ইমরান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আরো অনেক শয়তান থাকতে পারে তাদেরকেও খুজে বের করে মুখোশ খুলে দিন।
৩০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
149940
ইমরান ভাই লিখেছেন : মহাতারাম হুজুর আবার রহমান নাম লাগাইছে...গাধীগুলার মাথায় গবর ছাড়া কিছু নাই। জাহান্নামের কীট এগুলা।
200159
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : সচেতনতা মূলক পোষ্টটির জন্য অনেক শুকরিয়া।
সজল আহমেদ বলেছিলেন এ ব্যাটা হিন্দু হবে।
আমি সকল ধর্মের মানুষদেরকেই বলছি কোন ধর্মের অবমাননা পোষ্ট করবেননা।
সেটা যে ধর্মই হোক।
ধন্যবাদ ইমরান ভাই।
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:১২
149959
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহু ফিকুম।...
১০
200162
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:০৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : সাধারনদের বিভ্রান্ত করতেই এরা মুসলিম নাম ধারন করে। Frustrated
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
149961
ইমরান ভাই লিখেছেন : একদম সঠিক কথা...১০০% একমত ও সহমত।
১১
200172
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৩৮
বিন হারুন লিখেছেন : সচেতন করার জন্য ধন্যবাদ
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৫১
149975
ইমরান ভাই লিখেছেন : এরা ভুলে গেছে যে, এদেশে শতশত বছর ধরে মুসলিমরা বাস করছে, আগামী শতশত বছর ধরেও বাস করবে ইনশা-আল্লাহ। Love Struck Love Struck
১২
200177
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৪৪
মাটিরলাঠি লিখেছেন : এই গংরা মুসলিমদের উচ্ছিষ্টভোগী, মুসলিম নামধারী, মুসলিম মতে বিয়েও করে, জানাজা নিয়া কবরেও যায়, মুসলিম সমাজের সকল সুবিধাভোগ করে। (কিছু কিছু আছে অন্য ধর্মের, ব্লগে মুসলিম নিক নেয়।)

এরা যুক্তির চাইতে উক্তির অনুসারী।

এরা ভুলে গেছে যে, এদেশে শতশত বছর ধরে মুসলিমরা বাস করছে, আগামী শতশত বছর ধরেও বাস করবে ইনশা-আল্লাহ।

যাজাকাল্লাহু খাইরান।

৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৫১
149974
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহু ফিকুম..এদের চিহিৃত করে এদের জানাযায় যাওয়া বন্ধ করতে হবে।

এরা ভুলে গেছে যে, এদেশে শতশত বছর ধরে মুসলিমরা বাস করছে, আগামী শতশত বছর ধরেও বাস করবে ইনশা-আল্লাহ। Love Struck Love Struck
১৩
200181
৩০ মার্চ ২০১৪ সকাল ১১:৫৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এদেরকে এড়িয়ে চলুন, ব্লক করে রাখুন। ওদের ব্লগেও না যাওয়াটই ইত্তম।
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:১৪
149981
ইমরান ভাই লিখেছেন : সুন্দর পরামর্শ জাজাকাল্লাহ।
১৪
200189
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের পোষ্টগুলি বয়কট করাই উত্তম। সেই সঙ্গে কোন পোষ্টে মন্তব্য করলে তা ডিলিট করে দেয়া উচিত।
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:১৫
149982
ইমরান ভাই লিখেছেন : অতি উত্তম পরামর্শ জাজাকাল্লাহ।
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:১৭
149983
ইমরান ভাই লিখেছেন : এজন্যই আমি শর্ত লাগিয়েছি:
"বিঃদ্রঃ প্রসব কারীনি উল্টা পাল্টা কমেন্টস প্রসব করলে তা ডিলেট করা হবে।"

এবং কয়েকটা ডিলেট করেছি।
১৫
200202
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:২৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনারেও তো দেখলাম ঐ আবালের পোষ্টে কমেন্ট করতে! এটা কোন ধরনের গ্যাঞ্জাম আবার?
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৫
149997
ইমরান ভাই লিখেছেন : কিছু উত্তর দেওনের দরকার না হলে অনেকে সেখানে গেলে দেখে ভাববে চুপসে গেছি মনে হয় তাই গ্যাজ্ঞাম লাগাইলাম। Don't Tell Anyone
১৬
200207
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৩
শফিউর রহমান লিখেছেন : ওর পোষ্ট পড়ারও দরকার নাই, কমেন্টস করারও দরকার নাই। তাহলেই দেখবেন তার লেখা বন্ধ হয়ে গেছে। এমনটি ওপেনও করবেন না। কারণ ওপেন করলে কতবার পঠিত হয়েছে'র সংখ্যা বৃদ্ধি হতে থাকবে এবং এতে সে উৎসাহিত হবে।
ওর পোষ্টের লিংকগুলো দেয়া ঠিক হয়নি। এতে করে তার পোষ্টের প্রচার হয়ে যাচ্ছে আপনার দ্বারা।
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৬
149998
ইমরান ভাই লিখেছেন : এটা সতর্কতা তাই দেয়া ইনশাআল্লাহ আপনার কমেন্টস সবাই পড়ার পরে আর দ্বীতিয়বার তার পোস্টে যাবে না।
১৭
200221
৩০ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৭
আবু আশফাক লিখেছেন : ***মডুদের হার্ট করার জন্য দুঃখিত হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। আইন করে তা কাজীর গরুর মতো কিতাবে রেখে দিলে তো হবে না। যদি তারা সঠিক মডারেশন না-ই করতে পারেন তাহলে তাহলে ওসব ফালতু নীতিমালা ঝুলিয়ে রাখার দরকার কি? সামহয়্যারে সাধারণ ক'টি মন্তব্য করার কারণে ব্যান করে দিয়েছে; শুধু আমাকে নয়, অনেককে। তাদের সেখানে ইসলাম বিরোধী যা ইচ্ছা তা বলা যাবে, কিন্তু নাস্তিকতা, স্বঘোষিত স্বাধীনতা ইজারাদারদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এখানেও তো সেটি হচ্ছে!!!!!
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:০৬
150020
ইমরান ভাই লিখেছেন : হুম আমাকেও কমেন্টস সুবিধা বন্ধ করে দিছে সেখানে। ....Surprised Surprised
১৮
200256
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:০৩
ভিশু লিখেছেন : ওদের ব্লগিং-এর মিশন একটাই! আল্লাহ-রাসূল-কুরআন-মুসলিমকে শুধু গালি দিতে থাকা, অপমান করতে থাকা! আর কোনো লেখা পাবেন না ওদের আর্কাইভে! মনে হয় যেন কারো এমপ্লয়েড!
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:২৪
150034
ইমরান ভাই লিখেছেন : সঠিক বলছেন ভাইজান।Love Struck Love Struck
১৯
200263
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
জেদ্দাবাসী লিখেছেন : আন্তরিক দোয়া করি আল্লাহ আপনার কলমের জোর
আরো বাড়িয়ে দিন। ঈগল ভাইয়ের জন্যও তাই ।

ব্লগের মড়ারেশন টিমকে আরও সর্তক হওয়ার অনুরুধ রইলো ।

জাযাকাল্লাহ খায়ের
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:২৬
150036
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহুফিকুম ভাইজান।Love Struck Love Struck
২০
200273
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:২৩
ঈগল লিখেছেন : এই লোকটার সাথে একদিন ফজরের সলাত পর্যন্ত বির্তক চালিয়ে ছিলাম। তাতে মনে হয়েছে সে বিরোধিতার জনই ইসলামের বিরোধিতা করছে। সত্য জানার আগ্রহ থেকে যদি সে বিরোধিতা করত তাহলে হয়ত সে শব্দ প্রয়োগে আরো সর্তক হতো। তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে, এটাই তো আমাদের কাজ। যদি আল্লাহ হেদায়েত দেন।
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৬
150045
ইমরান ভাই লিখেছেন : আপনার কথার সাথে সে পরবেনা এটা সে জানে তাই শুধু আপনাকে প্যাচানোর তালে ছিল আমি দেখেছি। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করুন। আমিন।
২১
200281
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
নেহায়েৎ লিখেছেন : নোংরাগুলো শুধুমাত্র নোংরা জিনিসই প্রসব করে। এদের নিকৃষ্ট নোংরা লেখাগুলো দেখলে শুধু রাগই বাড়ে। এখন ওদেরই সময় মজা লুটে নিক।
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৭
150046
ইমরান ভাই লিখেছেন : হ্যা তা ঠিক বলেছেন জাহান্নাম তো এদের জন্যই।
২২
200383
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বিপক্ষে না দাড়িয়ে প্রয়োজনে ডিফেন্ড করুন।
৩০ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
150251
ইমরান ভাই লিখেছেন : বুঝলাম না একটু বুঝায়া বলেন?
২৩
200545
৩০ মার্চ ২০১৪ রাত ১১:৪৫
আনিস১৩ লিখেছেন : I blocked him.
Thanks for sharing.
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:২৪
150369
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখায়রান
২৪
200555
৩১ মার্চ ২০১৪ রাত ১২:৩২
আব্দুল গাফফার লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ যতটুকু সম্ভব এদের এড়িয়ে চলাই বুদ্ধি মানের কাজ ।
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:২৯
150370
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখায়রান,,,
২৫
200592
৩১ মার্চ ২০১৪ সকাল ০৫:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : যাযাকুমুল্লাহ।
৩১ মার্চ ২০১৪ সকাল ০৯:২৯
150371
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহুফিকুম,,,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File