মুসলিমদের ব্যাপারে হাদীস সমূহ
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৮ মার্চ, ২০১৪, ১২:২৪:১৫ দুপুর
শায়খ মুহাম্মদ বিন জামীল যাইনু
১। মুসলিম হচ্ছে ঐ ব্যক্তি যার কথা ও হাত হতে অন্য মুসলিমগণ চিন্তামুক্ত। (বুখারী ও মুসলিম)
২। মুসলিমদের গালি দেওয়া ফাসেকী কাজ, আর তাকে হত্যা করা কুফরির সমতুল্য। (বুখারী)
৩। উরুকে ঢেকে রাখ। কারণ, পুরুষের উরু তার আওরতের (অবশ্যই ঢেকে রাখা জরুরী) অন্তর্ভূক্ত।(সহীহ, আহমদ)
৪। মুমিন কক্ষণও অতিরিক্ত দোষ ধরা বা লা’নত দেয়া বা ফাহেশা কাজ কিংবা কটুভাষী হতে পারে না। (মুসলিম)
৫। যে আমাদের(মুসলিমদের) বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের কেউ নয়। (মুসলিম)
৬। যে ধোকা দেয়, সে আমাদের দলের নয়। (সহীহ, তিরমিযী)
৭। যার মধ্যে নম্রতা নেই, তার মধ্যে অনেক ভালই অনুপস্থিত থাকে। (মুসলিম)
৮। যে ব্যক্তি মানুষকে রাগান্বিত করে হলেও আল্লাহকে খুশী করতে তৎপর হয়, আল্লাহ তাকে মানুষের ক্ষতি হতে রক্ষা করেন। আর যে আল্লাহকে নারাজ(রাগান্বিত) করে মানুষকে খুশী করে আল্লাহ তাকে মানুষের হাতে সোপর্দ করে দেন। (সহীহ, তিরমিযী)
৯। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুষখোর ও ঘুষদাতা উভয়ের উপরই লা’নত করেছেন। (হাসান, তিরমিযী)
১০। পোশাকের যে অংশ টাখনুর নীচে ঝুলে থাকবে, তা জাহান্নামে প্রবেশ করবে। (বুখারী)
১১। যদি কেউ তার অন্য ভাইকে কাফির বলে, তবে তাদের মধ্যে যে দোষী তার উপরই তা নিপতিত হবে। (বুখারী)
১২। কখনই মুনাফিকদের “হে আমাদের সাইয়েদ(সর্দার)” বল না। যদি সে তোমাদের সাইয়েদ হয়, তবে তো তোমরা তোমাদের আল্লাহকে রাগান্বিত করলে। (সহীহ, আহমদ)
১৩। বাচ্চারা আকিকার সাথে আবদ্ধ থাকে। তাই সপ্তম দিনে তার জন্য যবেহ কর এবং নাম রেখে দাও, আর তার মস্তক মুন্ডন করে দাও।(সহীহ, আবু দাউদ)
১৪। আল্লাহ তাআলা সুদ গ্রহণকারী, সুদ দাতা, সাক্ষীদ্বয় এবং হিসাব রক্ষক সকলের উপর সমভাবে অভিশাপ দিয়েছেন। (মুসলিম)
১৫। যে ব্যক্তি কোন বিদআতিকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহর লা’নত। (মুসলিম)
বিষয়গুলো মুসলিম ভাইদের জানা থাকা অতীব জরুরী এবং সে অনুযায়ী কর্মে তৎপর হওয়া গুরুত্বপূর্ণ।
মহান আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুন এবং আমাদেরকে তাঁর কৃতজ্ঞ বান্দাহদের দলে শামিল করে নিন। আমীন।
উৎস: Way To Jannah কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সাইট
বিষয়: বিবিধ
১৮৯০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বারাকাল্লাহু ফিকুম।
এগিয়ে চলুন!
সাথে আছি, ইনশাআল্লাহ!
ইনশাআল্লাহ এগিয়ে চলবো।
বিখ্যাত সাহাবী হজরত আবু যর রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমি যদি কিছু আমল করতে ব্যর্থ হই- তবে আমার জন্য কী উপায়? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অন্তত তোমার অনিষ্ট থেকে অন্যদের নিরাপদ রাখো। এটি তোমার পক্ষ থেকে তোমার জন্য সদকা হিসেবে গণ্য। (বুখারী ও মুসলিম)
আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন: তিনটি বস্তু এমন যাহার প্রতিটিই প্রত্যেক মুসলমানদের উপর হক স্বরুপ, রুগ্ন ব্যক্তিকে দেখিতে যাওয়া, জানাযায় অংশগ্রহন এবং যে ব্যক্তি হাঁচি দেয় সে (আলহামদুলিল্লাহ বলিয়া) আল্লাহর প্রশংসা করিবে, তাহার জবাব (ইয়ারহামু কাল্লাহ বলিয়া) উহার জবাব দেওয়া। (আদাবুল মুফরাদ হা/৫২১)
বারাকাল্লাহু ফিকুম।
মন্তব্য করতে লগইন করুন