Sykes-Picot চুক্তি যা জানা মুসলিমদের খুব দরকার।

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১২ মার্চ, ২০১৪, ১১:৩৬:০৭ সকাল

Sykes-Picot চুক্তি কি আপনারা কি জানেন? পোস্টটি এরিয়ে যাবেন না প্লিজ। হতে পারে এখান থেকে আপনি অনেক কিছু জানবেন যা আপনি যানেন না।


মে-১৯১৬ সালে ব্রিটিশদের মধ্যে Mark Sykes এবং ফ্রান্সের Georges Picot তারা প্রথম বিশ্বযুদ্ধর সময় Ottoman Empire (সেই সময়ের মুসলিম রাস্ট্র) কে একটি মানচিত্রের সামনে দারিয়ে ভাগকরে কে কোন অংশ নিবে।

সিরিয়া,লেবানন,তুরস্ক এই তিন জায়গা ফ্রান্স এবং ফিলিস্তিন,জর্ডান,পার্সিয়ান গালফ এর পাশের জায়গা,বাগদাদ ব্রিটিশরা নেয়ার জন্য গোপন চুক্তি করে।



এই হচ্ছে সেই অরিজিনাল ম্যাপের ছবি।

তারা এই ম্যাপের সামনে দারিয়ে এমন ভাবে চুক্তি করে ঠিক যেন কোন খাবারের থালার সামনে দারিয়ে মানুষ খাবার খাওয়ার জন্য একে অপরকে ডাকতে থাকে।

প্রথম বিশ্বযুদ্ধ্যের আগেও মুসলিমদের একটি নিদৃস্ঠ সংঘবদ্ধ দল ছিল যা Ottoman Empire হিসেবে সবার কাছে পরিচিত ছিল। আর এই মুসলিমদের সংঘবদ্ধ দলকে প্রথম বিশ্বযুদ্ধ্যের সময় ভেঙ্গে দেবার চুরান্ত চক্রান্ত করে এই দুই দল। আর এদের কে সাহয্য করে T. E. Lawrence নামের এক গুপ্তচর। এই গুপ্তচর Ottoman Empire খলিফাদের নিকট এতই বিশ্বস্ত ছিল যে, T. E. Lawrence যে গুপ্তচর তা তারা বুঝতেই পারেনি। (মুসলিমরা সদা সর্বদাই অমুসলিমকে বিশ্বাস করে ঠগছে)

Sykes-Picot এই চুক্তির সাথে রসুল (সা) এর বানীর কথা মনে পরে গেল, আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘শীঘ্রই মানুষ তোমাদেরকে আক্রমন করার জন্য আহবান করতে থাকবে, যেভাবে মানুষ তাদের সাথে খাবার খাওয়ার জন্য একে-অন্যকে আহবান করে।’

জিজ্ঞেস করা হলো, ‘তখন কিআমরা সংখ্যায় কম হবো?’ তিনি বললেন, ‘না, বরং তোমরা সংখ্যায় হবে অগণিত কিন্তু তোমরা সমুদ্রের ফেনার মতো হবে, যাকে সহজেই সামুদ্রিক স্রোত বয়ে নিয়ে যায় এবং আল্লাহ তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তরে আল-ওয়াহ্হান ঢুকিয়ে দিবেন।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসুল (সা.),আল- ওয়াহ্হান কি?’ তিনি বললেন, ‘দুনিয়ার প্রতি ভালোবাসা এবং ক্বিতালকে অপছন্দ করা।’
(মুসনাদে আহমদ, খন্ডঃ ১৪, হাদিস নম্বরঃ ৮৭১৩, হাইসামী বলেছেনঃ হাদিটির সনদ ভালো, শুয়াইব আল আর নাউতের মতে হাদিসটি হাসান লি গাইরিহি)

সাওবান (রা.) হতে বর্ণিত হাদিসে এসেছেঃ

حُبُّ الْحَيَاةِ وَكَرَاهِيَةُ الْمَوْتِ

‘দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা।’ (সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদ, হাদিস হাসান)

Sykes-Picot চুক্তি এরখমই এক খাবার টেবিলে রেখে মানচিত্রকে টুকরো করে ইসলামিক স্টেটকে খাবার মতোই। রসূল (সা) এর কথার বাস্তবতা আজ আমাদের সামনে স্পস্ট।এই ইতিহাস বেশিদিনের নয় এইতো কিছুদিন আগের কথা।

তাই মুসলিমদের জানা উচিত তাদের আসল ইতিহাস না হলে তারা তাদের পুরানা গৌরব কিভাবে ফিরে আনবে?

আমি কোন ইতিহাসের ছাত্র নই তাই বিস্তারিত জানতে নিচের লিংকে শায়খ ড ইয়াসির কাদির লেকচার দুটি আপাকে এ সম্মন্ধ্যে বিস্তারিত জানাতে সাহয্য করবে ইনশাআল্লাহ।

শেপিং দা মুসলিম ওয়াল্ড ১৯১৪ বাই ইয়াসির কাদি পার্ট ১

শেপিং দা মুসলিম ওয়াল্ড ১৯১৪ বাই ইয়াসির কাদি পার্ট ২

আরোও বিস্তারিত জানতে: Message Of Messenger বিভিন্ন লিংক সমৃদ্ধ।

লেখাটি পড়া হলে শেয়ার করুন।

বিষয়: বিবিধ

১৫৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191081
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:২৩
আবু আশফাক লিখেছেন : গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৫২
142119
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
191084
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য। সাইকস-পিকট চুক্তির পিছনে মুল চিন্তাটি চির ক্রমবর্ধমান জ্বালানি তেল এর চাহিদা মিটানর জন্য ভুমধ্যসাগর থেকে পারস্যউপসাগর ও আরব সাগর এর উপকূল পর্যন্ত ইউরোপিয় শক্তিগুলির নিয়ন্ত্রনে নেয়া। আরব জাতিয়তাবাদের নামে এই অঞ্চলের মুসলিমরা তুরুস্ককে অসহযোগিতা করে। কিন্তু শেষ পর্যন্ত তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়।
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৩
142120
ইমরান ভাই লিখেছেন : লেকচার দুটি শুনলে আরোও বিস্তারিত জানতে পারবেন। জাজাকাল্লাহু খায়রান।
191140
১২ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৭
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভাল লাগলো । অনেক ধন্যবাদ
১২ মার্চ ২০১৪ দুপুর ০২:১৮
142146
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
191175
১২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৭
সজল আহমেদ লিখেছেন : পোস্টটা অনেক গুরুত্ব বহন করে।আপনাকে ধন্যবাদ।
১২ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৫
142175
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখাইরান।
191190
১২ মার্চ ২০১৪ বিকাল ০৪:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১২ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৬
142177
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। লেকচার গুলো শুনুন।
191214
১২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৭
আওণ রাহ'বার লিখেছেন : পড়লাম অনেক শুকরিয়া। Good Luck Good Luck
১৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৪১
142470
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। ভিডিও ২ টাতে আরোও বিস্তারিত আছে।
191510
১৩ মার্চ ২০১৪ রাত ০৪:৪১
ভিশু লিখেছেন : পড়ার, জানার এবং ভাবার মতো পোস্ট!
Day Dreaming Day Dreaming Day Dreaming
১৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৪২
142473
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। হ্যা, মুসলিমদের ইতিহাস জানা উচিত। কিন্তু আমরা আসলে এমন যে, ইতিহাস থেকে শিক্ষা নেই না।
১৩ মার্চ ২০১৪ সকাল ১০:২১
142492
আওণ রাহ'বার লিখেছেন : বিয়ের দাওয়াত নিয়ে মহা ভাবনায় আছি।
ভিশু ভাইয়ের বিয়ে চাই কোনো কোনো দাবি নাই।
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫০
142622
ইমরান ভাই লিখেছেন : মেয়ে দিবে কে?/?Tongue
192651
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
ইবনে আহমাদ লিখেছেন : খুবই উপকারী পোষ্টে। আরো বিস্তারিত এবং মূল্যায়ন সহ দেখুন - আলজিহাদ ফিল ইসলাম বইটিতে।
আপনাকে ধণ্যবাদ।
১৬ মার্চ ২০১৪ সকাল ০৮:৪০
143592
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
বইটার লিংক কি আপনার কাছে আছে? থাকলে দেন প্লিজ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File