সহিহ হাদিস পেয়ে ইমাম মালেকর (রহ) মতের পরিবর্তন।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ৩১ জানুয়ারি, ২০১৪, ০৮:২৭:৩৮ সকাল
ইমাম ইবনে জাবির তাবারী (র) এই ঘটনাটি তার কিতাবে লিখেছেন,
একদিন ইমাম শাফেয়ী (রহ) ইমাম মালেকের (রহ) দার্সের ক্লাসে উপস্থিত ছিলেন। সেই সময় ইমাম শাফেয়ীর (রহ) বয়স ১৪ বছর ছিল। ইতিমধ্যে জনৈক এক ব্যাক্তি ইমাম মালিকের (রহ) কাছে এসে বললেন, হে আব্দুল্লার পিতা, আমি বড় চিন্তায় পরেছি। আমি তোতা পাখির কেনা বেচার ব্যাবসা করি।আজ আমি এক ব্যাক্তির নিকট তোতা বিক্রয় করেছিলাম।কিছুক্ষন পরে ক্রেতা ফিরে এসে বললো, তোমার তোতা কথা বলেনা।এই বিষয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হল। আমি জোর গলায় তাকে বললাম, আমার তোতা কখন নির্বাক থাকে না।যদি নির্বাক হয় তাহলে আমার স্ত্রীর উপর তালাক। আমার এখন কি হবে?
ইমাম মালেক (রহ) সব বিষয় বৃত্তানৱ শুনে বললেন : তোমার স্ত্রীর উপর তালাক সংঘটিত হয়েছে।
লোকটি অত্যন্ত দুঃখের সাথে বিলাপ করতে করতে বাড়ির দিকে চলে গেল। আর বালক শাফেয়ী (রহ) দার্স থেকে বেড় হয়ে চুপি চুপি লোকটির অনুসরন করতে লাগলেন। কিছুদুর গিয়ে বালক শাফেয়ী (রহ) তোতার ব্যাবসায়ীকে জিজ্ঞাসা করলেন, তোমার তোতা অধীকাংশ সময় সবাক থাকে না নির্বাক? লোকটি বললো, বেশির ভাগ সময় আমার তোতা কথা বলে থাকে তবে কখন কখন চুপ হয়ে যায়।
বালক শাফেয়ী (রহ) বললেন, যাও তোমার স্ত্রীর উপরে তালাক সংঘটিত হয় নাই।
এ কথা বলে ইমাম শাফেয়ী (রহ) ফিরে এসে দার্সে যোগদান করলেন।
সেই লোকটিও তার সাথে সাথে এসে ইমাম মালেক (রহ) দার্সে এসে বলতে লাগলেন : জনাব আমার বিষয়টি দয়াকরে একটু গভীর ভাবে ভেবে দেখুন।
ইমাম মালেক (রহ) কিছুক্ষন চিন্তা করে বললেন: আমি তোমাকে পূর্বে যা বলেছি সেটাই সঠিক জবাব।
লোকটি বললো: আপনার ছাত্র মন্ডলির মাঝে একজন আমাকে বললো যে, তালাক হয় নাই?
ইমাম মালেক (রহ) বললেন: সেই ছাত্রটি কে?
লোকটি ইমাম শাফেয়ী (রহ) দিকে দেখিয়ে বললেন : ঐ বালক ছাত্র এ কথা বলেছে।
ইমাম মালেক একটু রাগ হয়ে বললেন : তুমি এই অবৈধ রায় কি ভাবে প্রদান করলে?
ইমাম শাফেয়ী (রহ) বললেন : আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার তোতা বেশিরভাগ সময় চুপ থাকে না কথা বলে? সে বললো তার তোতা অধীকাংশ সময় সবাক থাকে। এজন্য আমি এই রায় প্রদান করেছিলাম।
ইমাম মালেক (রহ) রাগ হয়ে বললেন : সবাক বা নির্বাক থাকার সময়ের সল্পতা ও আধীক্যর সাথে এই তালাকের সম্পর্ক কি?
ইমাম শাফেয়ী (রহ) বললেন : আপনি সয়ং উবায়দুল্লাহ বিনে যিয়াদের থেকে বর্নণা করে রসুল (সা) থেকে হাদিস শুনিয়েছেন যে, ফাতিমা বিনতে কায়েস (রাআ) রসুল (সা) এর কাছে উপসি'ত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল (সা) আবু জাহাম এবং মুআবিয়া উভয়েই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি তাদের দুই জনের মধ্যে কাকে বিবাহ করব? রসুল (সা) বললেন, মুআবিয়া দরিদ্র ব্যাক্তি আর আবু জাহাম কোন সময়ই তার কাধ হতে লাঠি নামায় না।
ইমাম শাফেয়ী (রহ) বললেন : অথচ রসুল (সা) নিশ্চই এটা অবগত ছিলেন যে, আবু জাহাম পানাহর করেন এবং নিদ্রা যান। (সে সময় তাকে লাঠি নামাতে হয়) এই হাদিসটির সাহায্যে আমি বুঝলাম যে, আবু জাহম কোন সময় তার কাধ হতে লাঠি নামান না এর দারা রসুল (সা) এটাই বুঝাতে চেয়েছেন যে, তার অধিকাংশ সময়ের আচরনকে রসুল (সা) সর্বকালিন আচরন রুপে অভীহিত করেছেন। এই হাদিসের অনুসারে তোতা বিক্রেতার কথা, আমার পাখি কখন চুপ থাকে না আমি এই তাতপর্য গ্রহণ করেছি যে, কখন চুপ না থাকার অর্থ অধীকাংশ সময় চুপ না থাকা।
ইমাম মালেক (রহ) দলিল সহ এই ফাতাওয়া শুনে অত্যন্ত খুশি হলেন এবং ইমাম শাফেয়ীর (রহ) কথাই বলবৎ রাখলেন।
আল্লাহু আকবার। ইমাম মালেক (রহ) হাদিসকে মেনে নিলেন তার নিজের মতামতকে উপেক্ষা করে। এটাই হওয়া উচিত খাটি মুসলিমের চরিত্র।
(ফিরকা বন্দি ও অনুসরনীয় ইমামদের নীতি ১০৬ পৃস্টা হতে সংগ্রীহিত)
Message Of Messenger
বিষয়: বিবিধ
১৭১৬ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
আপনার দোয়ায় আমিন।
আমরাও যদি কারো অন্ধ অনুসরণ না করে সহীহ হাদীসের প্রত্যাবর্তন করি তাহলেই শিরক ও বিদয়াত মুক্ত সমাজ গড়তে পারব মনে বিশ্বাস করি।
আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন।আমীন।
ভাইকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
বারাকাল্লাহুফিকুম।
বারাকাল্লাহুফিকুম।
না বুঝলে টয়লেটে মাথা চুবাইয়া আসেন।
সাধারন অর্থ বুঝেননা আর বড় বড় মুহাদ্দিসদের ভুল ধরেন।
ভীরু, কাপুরুষ সাহস থাকলে মন্তব্য ডিলেট করলেন কেন?
ইমরান ভাই এ বড় ধরনের ফিতনাবাজ হবে হয়তো।
না বুঝলে টয়লেটে মাথা চুবাইয়া আসেন।
রাহবার সাহেব আপনি গোঁড়ার ডিম লিখছেন । তাই ডিলিট করে দিছি।
আর রহবারের জ্ঞানের নখের সাথেও আপানার তুলনা দেয়া যায় না।
১২ নং মন্তব্য দেখেন ইমরান ভাই
সত্যবাদী ব্লগার লিখেছেন : জ্বীন-ভুত সব কুসংস্কার।
এ ব্যাটা পুরানা নাস্তিক হতে পারে।
আহলে কুরআন আমার মনে হয় না।
Please see comments number 9
এ ব্যাটা নাস্তিক হবে হয়তো আমার ধারনা।
মন্তব্য করতে লগইন করুন