কোথায় যেনো হারিয়ে গেছে সব ব্লগারের উচ্ছাস!!!

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৭ ডিসেম্বর, ২০১৩, ১১:২৭:৩৪ সকাল



ইদানিং দেখছি ব্লগে সবাই মন খুলে লিখছে না।

জানিনা কোথায় যেনো হারিয়ে গেছে সব ব্লগারের উচ্ছাস


জানি হয়ত সবার মন খারাপ বা ব্যাস্ততার মাঝে সময় পার হচ্ছে। তাই বলবো সবাইকে ধয্য ধারন করতে নিশ্চই ধয্যর সময় এখনি।

আজ কিছু লিখব না কারন আমারো মনটা বেশ ভালো নাই।

টিভিতে সংবাদ দেখা ছেড়ে দিয়েছি। ফেতনা দেখতে দেখতে কখন যেনো নিজেই ফেতনায় জরিয়ে জাই সেই ভয়ে।

আল্লাহ আমাদেরকে ফেতনা থেকে রক্ষা করুন আমিন।

অত্যধিক হত্যাকাণ্ড কিয়ামতের আরেকটি আলামত

আবুহুরাইরাহ্ (রা) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল(সা)ইরশাদ

করেনঃ

কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে হার্জ বেড়ে যায়। সাহাবাগণ বললেনঃ হার্জ কি? হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ

হত্যা, হত্যা।


(মুসলিম, হাদীস ১৫৭)

আব্দুল্লাহ বিন মাসউদ(রা)থেকে বর্ণিত তিনি বলেনঃ

রাসূল (সা) ইরশাদ করেনঃ

কিয়ামতের পূর্বক্ষণে চলবে হত্যাকাণ্ডের যুগ। তাতে ধর্মীয় জ্ঞান বিদায় নিবে এবং মূর্খতা প্রকাশ পাবে।

(বুখারী, হাদীস ৭০৬৬)

হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল(সা)ইরশাদ করেনঃ

কিয়ামতের পূর্বক্ষণে হার্জ দেখা দিবে। সাহাবাগণ বললেনঃ হার্জ কি? রাসূল(সা)বললেনঃ অত্যধিক হত্যাকাণ্ড। সাহাবাগণ বললেনঃ এখন আমরা যা হত্যা করছি তার চাইতেও বেশি? আমরা তো হত্যা করছি প্রতি বছর সত্তর হাজারেরও বেশি লোক। রাসূল বললেনঃ মুশ্রিকদেরকে হত্যা করা নয়। তখন তোমরা হত্যা করবে নিজেরা একে অপরকে। সাহাবাগণ বললেনঃ তখন কি আমাদের বিবেক-বুদ্ধি সচল থাকবে? রাসূল বললেনঃসে যুগের অধিকাংশ মানুষেরই বিবেক-বুদ্ধি উঠিয়ে নেয়া হবে। তখন শুধুবেঁচে থাকবে অযোগ্য অপদার্থ জগাখিচুড়ি লোক। তাদের অধিকাংশই মনে করবে,

তারা খুবই গুরুত্বপূর্ণ কিছু করছে ; অথচ তারা ফিতনা-ফাসাদ ছাড়া আর কিছুই করছে না। তখন বিবেক-বুদ্ধি এতোই হ্রাস পাবে যে, হত্যাকারী ব্যক্তি বলতে পারবে না সে কি জন্য হত্যাকাণ্ড চালাচ্ছে এবং হত্যাকৃত ব্যক্তিও জানবে না তাকে কি

জন্য হত্যা করা হচ্ছে।


(আহমাদ ৪/৪১৪ উবনু মাজাহ্, হাদীস ৩৯৫৯ শর’হুস্

সুন্নাহ্, হাদীস ৪২৩৪ সহীহুল জামে’, হাদীস ২০৪৩)

আবুহুরাইরাহ্ (রা)থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল(সা)ইরশাদ

করেনঃ

সেই সত্তার কসম যার হাতে আমার জীবন! দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ না এমন এক দিন আসবে যে দিন হত্যাকারী বলতে পারবে না সে কি জন্য হত্যা করছে এবং হত্যাকৃত ব্যক্তিও বলতে পারবে না তাকে কি জন্য হত্যা করা হচ্ছে। জিজ্ঞাসা করা হলোঃ সেটা আবার কি ধরনের? রাসূল 

বললেনঃ এটার নামই তো হার্জ তথা অমূলক হত্যাকাণ্ড। হত্যাকারী ও হত্যাকৃত উভয়ই জাহান্নামী।


(মুসলিম, হাদীস ২৯০৮)

রাসূল (সা) যা বলে গেছেন তা আজ সত্য বলে প্রমাণিত হচ্ছে।

বিষয়: বিবিধ

১৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File