জ্ঞানের কথা জ্ঞানীর কথা.......১
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৪ নভেম্বর, ২০১৩, ০১:৫৭:৩৮ দুপুর
১) অন্ধকারকে সারা জীবন গালাগালি না করে ছোট্ট একটি মোমবাতি জ্বালানো অনেক ভালো।
২) বড় বড় উপাধি নির্বোধদের প্রত্যাশার জিনিস পক্ষান্তরে মহান ব্যক্তিদের নাম ছাড়া অন্য কিছুই দরকার নাই।
৩) তোমার প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে তোমার ভুলগুলোকে স্পষ্ট ভাষায় তোমাকে জানায়। সে ব্যক্তি নয় যে তোমাকে খুশি করতে তোমার ভুলগুলোকে সঠিক বলে তোমার সামনে তুলে ধরে।
৪) মৃদু হাসি ভাষাহীন বক্তব্য।
৫) সুন্দর কথা মানুষের হৃদয়ে পৌঁছার পাসপোর্ট।
৬) অহংকার যখন বেড়ে যায় জীবনের আনন্দ তখন লোপ পায়।
৭) তোমার শত্রুও যদি পরামর্শ চায় তবে তাকে ভালো পরামর্শ দাও। কারণ,তোমার পরামর্শে হয়ত সে তোমার বন্ধুতে পরিণত হবে।
৮) ধৈর্য ধর। শক্ত হও। মনে রেখ, সময় সর্বদা এক অবস্থায় থাকে না।
৯) শিশুকালে শিক্ষা দেয়া পাথরে খোদাই করার মত।
১০) সবচেয়ে বড় মিথ্যুক সে ব্যক্তি যে নিজের সম্পর্কে বেশী বলে।
Utso
জ্জানের কথা জ্জানীর কথা........পূর্ববর্তী পোস্ট
বিষয়: বিবিধ
৩৬৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন