জ্ঞানের কথা জ্ঞানীর কথা......
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৩ নভেম্বর, ২০১৩, ০৪:৪৯:৫২ বিকাল
• ইমাম শাফেয়ী রহ.:
”প্রকৃত শিক্ষা সেটাই যা দ্বারা উপকৃত হওয়া যায়। সেটা প্রকৃত শিক্ষা নয় যা শুধু মুখস্থ রাখা হয় কিন্তু কোন কাজে লাগানো যায় না।”
‘‘যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে সত্যিকার তার কল্যাণ কামিতার পরিচয় দিল আর যে লোক সম্মুখে উপদেশ দিল সে তাকে অপমান করল।”
• ইমাম আহমাদ বিন হাম্বল রহ.:
”আল্লাহর ভয়কে পাথেয় আর আখিরাতকে গন্তব্য বানিয়ে পথ চলো।”
• আব্দুল্লাহ ইবনুল মোবারক:
”অনেক বড় বড় কাজ নিয়তের কারণে ছোট হয়ে যায়। আর অনেক ছোট ছোট কাজ নিয়তের কারণ বড় হয়ে যায়।”
”কখনো বিদআতীর নিকট বসবে না।”
• জনৈক মনিষী:
”আল্লাহ ফেরেশতাদেরকে বিবেক দিয়েছেন; কু প্রবৃত্তি দেন নি।
পশুদেরকে কু প্রবৃত্তি দিয়েছেন; বিবেক দেন নি।
আর মানুষকে কু প্রবৃত্তি ও বিবেক উভয়টি দিয়েছেন।
সুতরাং মানুষের বিবেক যখন কু প্রবৃত্তির উপর প্রাধান্য পায় তখন সে ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে যায়।
আর যখন তার কু প্রবৃত্তি বিবেকের উপর প্রাধান্য পায় তখন সে পশুর স্তরে নেমে যায়।”
• আব্দুল্লাহ ইবনে আব্বাস রা.:
”প্রবৃত্তি পূজারীদের সাথে উঠ-বসা করলে অন্তরের মৃত্যু ঘটে।”
• ইমাম শা’বী
ইমাম শা’বী কে জিজ্ঞেস করা হল, আপনি কিভাবে এত জ্ঞানার্জন করেছেন? তিনি বললেন:
”কখনো পরের উপর নির্ভর করে থাকি নি।
জ্ঞানার্জনের জন্য দেশ-দেশান্তরে ঘুরেছি।
জড় পদার্থের মত ধৈর্য ধারণ করেছি।
কাক-পক্ষীদের মত খুব ভোরে বিছানা ত্যাগ করেছি।”
বিষয়: বিবিধ
২৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন