ফাজায়েলে সাদাকাতের এই অংশটা শিরকী অংশ নয় কী?

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৩ নভেম্বর, ২০১৩, ০২:৪৪:৩২ দুপুর

হযরত গাঙ্গুহী (রহঃ) এর একটি চিঠি, শায়খুল মাশায়েখ হজরত গাঙ্গুহী (রহঃ) স্বীয় মোর্শেদ শায়খুল আরব অল্ আজম হজরত হাজী এমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহঃ) এর খেদমতে লিখিতেছেন

''""" হে আমার দুই জাহানের আশ্রয়স্থল """"


ফাজায়েলে সাদাকাত, ২য় খন্ড, পৃষ্ঠা নং ১৭৫, প্রকাশকাল-১৪৩২।

প্রকাশক: মাওলানা মুহাম্মদ মাহবুব এ ইলাহী।

নিউ দারুল কিতাব

৫০, বাংলাবাজার, ঢাকা।

মোবাইলঃ ০১১৯৯-১০৭৬৫৭

তাবলীগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদ, ঢাকা, বাংলাদেশ এর মুরুব্বিয়ানে কেরামের অনুমতি নিয়া এই কিতাব প্রকাশ করা হইল।

মূল্য: সাদা লেমি: ২২৫.০০ টাকা

নিচে দেখুন।





খৃষ্টানরা মুশরিক "ঈসা আঃ কে আশ্রয়স্থল বা রক্ষকারী বানানো জন্য"। হিন্দুরা মুশরিক মুর্তিগুলোকে রক্ষাকারী তথা আশ্রয়স্থল বানানোর জন্য। ঠিক একই ভাবে কেউ যদি বলে দুনিয়াতে অমুক পীর আমার দুনিয়া আখিরাতে আশ্রয়স্থল। তবে এটি কি শিরক না। এরা কি মুশরিক হবে না।

মোট কথা, দুনিয়া ও আখিরাতে আমাদের মুসলিমদের আশ্রয়স্থল হলেন একমাত্র আল্লাহ। কিন্তু গাঙ্গুহী সাহেবের নিকট আশ্রয়স্থল হলেন মুহাজেরে মাক্কী সাহেব।


এই শিরকী কাহিনীও হলো তাবলীগ জামাতের শিক্ষা। হোক না শিরক মাত্র ১ টা। ১টা শিরক ই কি যথেস্ট না আমল ও জান্নাত বরবাদ হয়ে যাওয়ার জন্য।

আল্লাহ আমাদের শিরক মুক্ত জীবন যাপন করার ও দলিল ভিত্তিক কুরআন ও সুন্নাহ গ্রহণ করার তৌফিক দান করুন। আমীন।

Utso

বিষয়: বিবিধ

২২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File