ওহীর দাওয়াত নিয়ে এলে বলে - তোমরা আবার কে?

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৯ অক্টোবর, ২০১৩, ১১:২৫:২১ রাত

মোরা মোহাম্মাদী মোর মোহাম্মাদী

নবী মোদের মোহাম্মদ (সা) সেই তরিকাতে

অন‍্যর নামে নাম তাই রাখিনিরে।

মোরা মোহাম্মাদী মোর মোহাম্মাদী

নবী মোদের মোহাম্মদ (সা) সেই তরিকাতে

অন‍্যর নামে নাম তাই রাখিনিরে।

ওহীর দাওয়াত নিয়ে ঘুরী দারে দারে

ওহীর দাওয়াত নিয়ে এলে- তোমরা আবার কে?

ইসলামী দল হালি হালি

ইসলামি দল হালি হালি ফেরকা করেছে

আমি কোনদিকে জাই পড়ে আছি গোলক ধাধা তে।

ওহীর দাওয়াত নিয়ে ঘুরী দারে দারে

ওহীর দাওয়াত নিয়ে এলে- তোমরা আবার কে?

ওরা বলে খুটি নাটি

ওরা বলে খুটি নাটি ছেরে তোরা ঐক‍্য হতে আয়

ওহীর বিধান মানবেনা তাই খুটি নাটি কয়

ভেংগে চুরে দিয়ে জত রসম রেওয়াজকে।

ওহীর দাওয়াত নিয়ে ঘুরী দারে দারে

ওহীর দাওয়াত নিয়ে এলে-তোমরা আবার কে?

ওরা বলে দেখো শুধু

ওরা বলে দেখো শুধু সালাত পড়ে কে

আল্লাহ বলেন ঐ সালাতি জাবে ওয়ায়েলে

ওহীর দাওয়াত নিয়ে ঘুরী দারে দারে

ওহীর দাওয়াত নিয়ে এলে-তোমরা আবার কে?

মোরা মোহাম্মাদী মোর মোহাম্মাদী

নবী মোদের মোহাম্মদ (সা) সেই তরিকাতে

অন‍্যর নামে নাম তাই রাখিনিরে।

মোরা মোহাম্মাদী মোর মোহাম্মাদী

নবী মোদের মোহাম্মদ (সা) সেই তরিকাতে

অন‍্যর নামে নাম তাই রাখিনিরে।

ওহীর দাওয়াত নিয়ে ঘুরী দারে দারে

ওহীর দাওয়াত নিয়ে এলে- তোমরা আবার কে?

বিস্তারিত জানতে ইউটিউব এ Bangla Waj Amader Porichoy by Amanulla Madani লিখে সার্চ দিন।

বিষয়: বিবিধ

১৪২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File