আমার বলার কিছু নেই, মা জাতির প্রতি রইলো আমার সশ্রদ্ধ সালাম
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০১ অক্টোবর, ২০১৩, ০২:১৮:৪৫ দুপুর
আমেরিকার এক শহরে এক নাম করা businessman
ছিলো। টাকা, পয়সা, নামে ,দামে, কোনো কিছুরই তার
অভাব ছিলো না। কিন্তু তার মডার্ন সোসাইটি তে মুখ দেখাতে পারতোনা শুধু তার মায়ের জন্য। কারন তার মা ছিলো অন্ধ। মায়ের মুখে ছিলো আগুনে পোড়া দাগ। আর মাথায় কোনো চুল ছিলো না। তাই মডার্ন সোসাইটিতে নিজের মানসম্মান বজায় রাখার জন্য মা কে বাসা থেকে বের করে দিলো।
বেচারি অন্ধ মা কেঁদে কেঁদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ একটি গাড়িতে ধাক্কা খেয়ে বৃদ্ধা মারা গেলেন। ছেলে শুনে খুব একটা কস্ট পেলো না। ভাবলো আপদ বিদায় হয়েছে।
কিছুদিন পর কোনো documents খুঁজতে গিয়ে মায়ের ঘরে মায়ের লেখা একটা ডাইরি পেলো।
ডাইরিতে লেখা ছিলো।
, ,
,
,
০৫-১২-১৯৮০=আজ আমি সুন্দরি মিস আমেরিকা এর award পেয়েছি।
০২-০৫-১৯৮৩=আজ আমার pregnant এর abortion না করার জন্য আমার স্বামী আমাকে divorce দিয়েছে।
০৭-০৩-১৯৮৫=আজ আমার বাড়িতে আগুনলেগেছিলো। আমি বাহিরে ছিলাম।আর আমার কলিজার টুকরা ছেলে বাড়ির ভিতরে ছিলো। নিজের জীবন বাজি রেখে শুধু ছেলের জীবন বাঁচাতে গিয়ে আগুন লেগে আমার চুল এবং মুখ পুড়ে আমার সমস্ত সৌন্দর্য ছাই হয়ে গেছে। তাতে আমার কোন দুঃখ নেই। কিন্তু তবু আমার কলিজার টুকরা ছেলের চোখ দুটো আমি বাঁচাতে পারিনি।
০৭-১৫-১৯৮৫= আজ আমার নিজের চোখ দুটো আমার ছেলে কে দিতে যাচ্ছি।
the end of my life dairy . . .
ডাইরিটি পড়ে ছেলে পাগলের মতো কাঁদতে কাঁদতে দেয়ালে মাথা আছড়াতে আছড়াতে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে গেল ।
***********************************************
আমার বলার কিছু নেই, মা জাতির প্রতি রইলো আমার সশ্রদ্ধ সালাম . . .
***********************************************
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন