সাহস থাকলে উত্তর দিন?? আছেনাকি সাহস?????

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪৬:৫৯ সকাল



আসসালামু আলাইকুম


ভাষা এমন একটি মাধ্যম আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন যার শুকরিয়া কিদিয়ে করা যাবে তা আমার জানা নাই তবে হাদিস অনুয়ায়ী সবথেকে শ্রেস্ঠ দুয়া যা রসুল (সা) শিখিয়েছেন তা বলতে পারি "আলহামদুলিল্লাহ"। Happy

আল্লাহ সুবহানাহু তাআলা সুরা আর রাহমান এ বলেছেন,

خَلَقَ الْإِنسَانَ

সৃষ্টি করেছেন মানুষ,

عَلَّمَهُ الْبَيَانَ

তাকে শিখিয়েছেন বর্ণনা (ভাষা)।

(৫৫:৩,৪)

মাঝে মাঝে ভাবলে অবাক হয়ে যাই কিভাবে একটি বাচ্চা জন্মের পর ভাষা শেখে? কিভাবে একজন নিরেট অক্ষর জ্জান হীন মানুষ কথা বলে তার নিজের ভাষায়?

মাঝে মাঝে ভাবি, একজন নিরেট অক্ষর জ্জান হীন মানুষ এর কাছে রাস্তার,দোকানের,বা যেকোন লেখা সে দেখলে মনে হয় চাইনিজ (বোঝার জন্য) লেখার মত মনে করে "এটা আবার কি" যেমনটা আমরা যারা চাইনিজ ভাষা জানিনা তাদের মত।

যাহোক ভাবনার বিষয় অনেক আছে পরে আর একদিন ভাবা যাবে এখন আসি মুল ট্রপিক্স এ,

পৃথিবীতে এমন কিছু শব্দাবলী আছে যা গোটা বিশ্বে যেখানেই যান না কেন একই থাকে। এই শব্দাবলীর কোন পরিবর্তন করা হয় না। যে যেভাষাই জানুক সবাই এই শব্দাবলী বোঝে যে, কি বোঝাতে চাচ্ছে। এটি সবার জন্য প্রযোয্য।

উত্তর জানা থাকলে নিচে কমেন্টস এ লিখুন।

যারাই উত্তর দিবেন তাদের জন্য আমার পক্ষথেকে "জাজাকাল্লাহ খাইরান"

সবাইকে "আসসালামু আলাইকুম" জানিয়ে বিদায় নিচ্ছি।

বিষয়: বিবিধ

২৫১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File