পুরস্কার প্রাপ্ত শারিয়া-নাটক "হিল্লা"

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ১২ অক্টোবর, ২০১৫, ০৪:২৯:০৬ রাত

পুরস্কার প্রাপ্ত শারিয়া-নাটক "হিল্লা"

লেখক- হাছান মাহমুদ

প্রকাশক- আঃ হাকিম চাকলাদার(অনুমোদন ক্রমে)

পুরস্কার প্রাপ্ত শারিয়া-নাটক "হিল্লা"। জনগণ, ইমাম ও আলেমদের দেখান, ইসলামী সুত্র দিয়ে দেশ থেকে ইসলামের নামে নারী-ধর্ষণ উচ্ছেদ করুন। আমেরিকা, ক্যানাডা, ইউরোপ ও ভারতের বিভিন্ন ইসলামী কনফারেন্সে ও ক্যালিফোর্নিয়ায় ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, মালয় ও তুর্কী ভাষায় সাবটাইটেল করেছে ওখানকার তরুণ তরুণীরা। এ নাটকের ওপরে রাকিবুল হাসান যে "হিল্লা" মুভি বানিয়েছিলেন তার নায়ক রাইসুল ইসলাম আসাদের আকস্মিক অসুখের জন্য মুভিতে বাদ পড়ে যাওয়া সবচেয়ে তীক্ষ্ণ, সবচেয়ে শক্তিশালী বিদ্রোহের দৃশ্য নিয়ে উপহার দিচ্ছি সেই নাটক, বাংলাদেশ থিয়েটার, টরন্টো-এর সৌজন্যে। সেই সাথে ধন্যবাদ দিচ্ছি বর্ষীয়ান অভিনেতা আরিফুল হক-কে নির্দেশনার অভিভাবক হিসেবে।

http://hasanmahmud.com/index.php/movies/hilla-stage-drama

লেখক ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস–এর উপদেষ্টা বোর্ডের সদস্য, মুসলিমস ফেসিং টুমরো‘র জেনারেল সেক্রেটারী, আমেরিকান ইসলামিক লিডারশিপ কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সদস্য ও মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেসের প্রাক্তনপ্রেসিডেন্ট ও ডিরেক্টর অফ শারিয়া ল‘.

“হিল্লা“, “নারী” তার নিজস্ব WEB SITE এ গিয়ে দেখে নিন।

তার নিজস্ব সাইটঃ http://hasanmahmud.com/

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345422
১২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
এলিট লিখেছেন : হিল্লা বিয়ে ইসলামে নেই। এটা ইসলামিক পদ্ধতির অপব্যাবহার মাত্র। বিস্তারিত জানতে পড়ুন - হিল্লা বিয়ে ও এর অপব্যাবহার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File