ডি এন এ” কী? প্রথম পর্ব- গঠন

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ১১ জুলাই, ২০১৫, ০৩:৪৭:৩৮ রাত

ডি এন এ” কী? প্রথম পর্ব- গঠন

"ডিএন এ" এর আবির্ভাব –

প্রানী জগতের প্রায় ৪ বিলিয়ন বৎসরের ইতিহাসে ডি এনএ ঠিক কখন আবির্ভাব হয়েছে এ ব্যাপারে বিজ্ঞানী গন এখনো নিশ্চিত নন। তবে সব চেয়ে প্রাথমিক প্রানীতে সম্ভবতঃ "আর এন এ" এর আবির্ভাব ঘটেছিল। পরবর্তিতে "আর এন এ" হতে ডিএন এর রুপান্তর ঘটেছিল। অন্যভাবে বলা যায় "আরএনএ" " ডিএন এ" এর PRECURSOR বা পূর্বাবস্থা।



( Figure source- http://www.britannica.com/EBchecked/topic/381756/Johann-Friedrich-Miescher )

চিত্র-১, ফ্রেডরিক মীসার(Friedrich Miescher)

আবিস্কার:-একজন তরুন সুইডিস চিকিৎসক তার নাম ফ্রেডরিক মীসার ১৮৬৮/৬৯ এর শীতকালে” জার্মানীর টুবিনজেন” ইউনিভার্সিটির “ফেলিক্স হোপ-ছেইলার” নামক ল্যাবরেটরীতে রক্তের শ্বেত কনিকার উপাদান এর উপর কাজ করতে করতে হঠাৎ “ডিএনএ”এর সন্ধান পেয়ে যান (১)

ডিএনএ প্রানী জগতের সমস্ত GENETIC CODE প্যাকেজ করে রাখার জন্য সর্ব্বোত্তম ফর্মুলা। প্রায় সমস্ত প্রাণীরই যেমন বৃক্ষ, ব্যাকটেরিয়া, ঈষ্ট, জীব-জন্তু মানব, এদের সবারই GENETIC CODE গুলী এদের প্রত্যেকটি কোষের নিউক্লীয়াছের মধ্যে ক্যাপছুল আকারে ডি এন এর মধ্যে সংরক্ষিত থাকে। একমাত্র ভাইরাস, এর ব্যতিক্রম। ভাইরাসে এ কাজের জন্য আর এন এ ব্যবহৃত হয়।



Fiure -2, Deoxyribose & Ribose

(Figure source-http://www.mun.ca/biology/scarr/iGen3_02-07.html)

ডিএনএ চেইন এর যে অংশটি GENETIC CODE বহন করে সেই অংস কে GENE বলা হয়।

আর বাকী অংশ টুকু ও বেকার বসে থাকেনা। তার ও বিশেষ বিশেষ কাজ থাকে।এদের কিছু অংশ উপাদান নির্মানে কাজ করে আবার কিছু অংশ GENETIC CODE নিয়ন্ত্রনে কাজ করে।(3)।

একমাত্র MONO ZYGOTE (IDENTICAL) TWIN ছাড়া, কখনো একজনের DNA আর একজনের DNA এর সংগে একই রকম হইবেনা।

মানুষের ডি এন এ কে পরিস্কার ২৩ জোড়া ক্রোমোজোম (CHROMOSOME) আকারে শক্ত করে প্যাক করে রাখা হয়েছে, যার মধ্যে সমস্ত GENETIC CODE সংরক্ষিত রহিয়াছে।

অতএব ডিএন এ ক্রোমোজোমের BUILDING BLOCK।এই শক্ত করে প্যাক করার জন্য যে প্রোটিন কে ব্যবহৃত করা হয়েছে তার নাম হিস্টোন (HISTONE) (3)



(Figure source-http://faculty.ccbcmd.edu/~gkaiser/biotutorials/dna/fg30.html)

চিত্র-৩, ফছফেট।

মানুষের শরীরের প্রত্যেকটি কোষের NUCLEUS এর মধ্যে ৩ বিলিয়ন BASE PAIR সংযুক্ত সম্পন্ন ডি এন এ, কয়েল আকারে সংরক্ষিত রহিয়াছে যার দৈর্ঘ ১ মিটার।(2)

ডিএনএ কী কাজ করে:-

মাতৃগর্ভে MALE GAMATE ও FEMALE GAMATE মিলিত হয়ে FERRIILZED হয়ে এক কোষী ZYGOTE তৈরী হলে এর মধ্যে এর পিতা মাতা হতে পূর্ণ মাত্রায় GENETIC CODE চলে এসে সংরক্ষিত হয়ে যায়।

আর এর মধ্যে অবস্থিত ডিএনএ জীবনের সেই সবচাইতে প্রথম থেকে আরম্ভ করে. এই কোষের বৃদ্ধি,শিশুতে পরিণত হওয়া. যৌবনের MATURITY ও বার্ধক্য জনিত ক্ষয়, এসমস্ত কার্যাবলী প্রানিটির মৃত্যু না হওয়া পর্যন্ত, নিরবিচ্ছিন্ন ভাবে চালিয়ে যায়।

এই ডিএনএ পরীক্ষা বড় বড় অপরাধীদের চিহ্নিত করার ও কারো পরিচিতি জানার সব চাইতে নির্ভর যোগ্য পন্থা।

বিজ্ঞানীদের জন্য এই ডিএনএ প্রানীদের বিবর্তন ধারার স্তর চিহ্নিত করার একটা নির্ভর যোগ্য হাতিয়ার।



(Figure source http://www.shutterstock.com/s/dna/search.html )

চিত্র-৪,ডিএনএ, এর ডবল হেলিক্স।

জীব বিবর্তনে ডিএনএ এর ভূমিকা:-

ডিএনএর মধ্যে প্রানীর DEVELOPMENT এর সমস্ত GENETIC CODE বিদ্যমান থাকে। প্রানীরা বিপরীত পারিপার্শিক পরিবেশের সম্মুখীন হইলে তখন তাদের GENETIC CODE এ বেচে থাকার জন্য সহায়ক পরিবর্তন (MUTATION) ঘটে। এই সহায়ক পরিবর্তিত GENETIC CODE প্রাণীটিকে পরিপন্থি পরিবেশের সংগে খাপ খাইয়ে টিকে থাকার জন্য একটা উপযুক্ত পরিবর্তিত জাতে (TRAIT) এ পরিবর্তিত করে।

প্রানীটি তার এই উপকারী পরিবর্তিত GENETIC CODE তার ভবিষ্যৎ বংশধর দের মধ্যেও পাঠাতে থাকে।

প্রানীটি কোন বংশধরদের মধ্যে এই উপকারী পরিবর্তিত(MUTATED) GENETIC CODE টি পাঠাতে ব্যর্থ হইলে. অথবা কোন কারনে এটা নষ্ট হইয়া গেলে. সে সমস্ত বংশ জাত প্রানী গুলী মারা যায়।( 3)

অতএব আমরা মানব জাতি সহ সমস্ত প্রানী জাতি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএনএ এর কার্যক্রমের আওতায় পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রিত।

ডিএনএ নামক এই অতি ক্ষুদ্র অথচ অত্যন্ত জটিল পদার্থ টি সম্পর্কে যৎ কিঞ্চিৎ জানার উদ্যোগে এই রচনাটির ক্ষুদ্র প্রয়াস।

আসুন এবারে তাহলে আমরা ডিএনএ নামক পদার্থটিকে একটু দেখে আসি এর অভ্যন্তরে কি ধরনের কাজ কারবার চলতেছে।

ডিএনএ এর পূর্ণ নাম “ডিঅক্সিরিবোনিউক্লীইক এসিড”) এটা একটি নিউক্লীক এসিড(NUCLEIC ACID)

নাম করন:-

ডিএনএ এর মধ্যে“ডি-অক্সি-রিবোছ” (DEOXYRIBOSE) রহিয়াছে। যেহেতু এটা প্রাথমিক ভাবে কোষের নিউক্লিয়াছ এর মধ্য হতে আবিষ্কৃত হয়েছে, একারনে নিউক্লীক(NUCLEIC)শব্দটি এসেছে।

এর মধ্যে ফসফেট(চিত্র ৩) অনু রহিয়াছে।ফসফেট অনু ফসফরিক এসিডের সংগে সম্পর্কিত। এজন্য এসিড নামটি যুক্ত হয়েছে।

এ ভাবে “ডিঅক্সিরিবোনিউক্লীক এসিড বা(ডিএনএ) নাম টি এসেছে।

ডিএন এর কিছু গুনাবলী:

জেমস ডি ওয়াটসন একজন আমেরিকান আনবিক জীব বিজ্ঞানী,তার সহকারী ফ্রান্সিস ক্রিক ওয়াটসন ও মরিস ভিকিনছ এর সংগে একত্রে গবেষনা চালিয়ে ১৯৫৩ সনে ডিএনএর উপাদান আবিস্কার করেন । এই আবিস্কারের ফলশ্রুতিতে তারা ফিজিওলজীতে ১৯৬২ সালে নোবেল পুরস্কার বিজয়ী হন।(5) চিত্র-৬



(Source of figure- http://en.wikipedia.org/wiki/DNA)

চিত্র-৫,ডিএনএ এর উন্মুক্ত কয়েল।

তারা সর্ব প্রথম দেখতে পান ডিএনএ দুইটি কয়েল আকৃতির চেইন যা একটি AXIS এর উপর পেচানো আকারে থাকে।(চিত্র-৪ দেখুন)

এর PITCH (এক পেচ হতে আর এক পেচ এর দুরত্ব) ৩.৪ ন্যানোমিটার(১ ন্যানোমিটার ১ মিটার এর ১ বিলিয়নের ১ অংস)। এর RADIUS ১ন্যানোমিটার।(৬)।

এর পস্থ ২.২-২.৬ন্যানোমিটার এবং একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ ০.৩৩ ন্যানোমিটার।

মানুষের CHROMOSOME #1, যা গঠিত ২২০ মিলিয়ন বেছ পেয়ার (BASE PAIR) দ্বারা ও ৮৫ মিমি পর্যন্ত লম্বা। এটিকে এপর্যন্ত সব চাইতে দীর্ঘ CHROMOSOME হিসাবে বিবেচনা করা হয়। (3)



চিত্র-৬ (4) , এই বিজ্ঞানী ত্রয়, ডিএনএ এর গঠন আবিস্কারের জন্য মেডিসিনে অথবা ফিজিওলজীতে ১৯৬২ সনে নোবেল বিজয়ী হন।

(5)

অন্যান্য পর্ব সমুহ -https://chkdr02.wordpress.com/

(Edited on 5/4/ 2015)

প্রথম পর্বের সূত্র সমূহ:

1) Discovery of DNA

http://en.wikipedia.org/wiki/Friedrich_Miescher

2। http://www.nobelprize.org/educational/medicine/dna_double_helix/readmore.html

3। http://en.wikipedia.org/wiki/Chromosome

4। http://wiki.answers.com/Q/What_is_the_role_of_DNA_in_evolution

5। http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File