আছে কী কোন এমন হৃদয়বান ব্যক্তি যিনি এই তরুনের হৃদপিন্ড অপারেশনে আর্থিক সহায়তা প্রদান করিয়া তার জীবন টা রক্ষায় অবদান রাখতে পারেন? ব্লগারের প্রোফাইল

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ২৮ জুন, ২০১৪, ০৮:৫৩:০৬ সকাল





তরুনের পরিচয়-

নাম-শেখ রাছেল।

পেশা- কলেজ শিক্ষার্থী। (২০১৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে)

কলেজ—মোংলা টেকনিক্যাল এন্ড বি/এম কলেজ।

কেওড়াতলা।

মোংলা।

বাগেরহাট।

পিতা-শেখ জিন্নাত হোসেন।

ফোন (সেল)-O1- 715-713-326

ঠিকানা-

গ্রাম-গবিন্দপুর

পোঃ ফয়লাহাট

জেলা- বাগের হাট

বাংলাদেশ।

ঘটনা-

ছেলেটি Fallots Tetralogy নামক একটি জন্মগত হৃদপিন্ডের রোগে আক্রান্ত।এই রোগে আক্রান্ত শিশুটির হৃদপিন্ডের ৪টি প্রকোষ্ঠের নীচের দুইটি প্রকোষ্ঠের মাঝখানের প্রাচীরে ছিদ্র থাকে ও একই সংগে হৃদপিন্ডের ভালভ গুলী সহ মোট ৪ ধরনের সমস্যা থাকে। এতে আক্রান্তের সংখ্যা নগন্য।প্রতি ১০ হাজারে ৫ জন। নারী ও পুরুষ সমান ভাবে আক্রান্ত হয়।(৩)

(নীচে একটি স্বাভাবিক হৃদপিন্ড ও একটি রোগাক্রান্ত হৃদপিন্ডের চিত্র দেখুন।)

আমাদের হৃদপিন্ড তার ডান পার্শের প্রকোষ্ঠে একটা প্রশস্ত রক্তনালীর(Superior Venacava) মাধ্যমে শরীর হতে অনবরত শরীর কোষের উৎপাদিত বিষাক্ত বর্জ্য কার্বন ডাই অক্সাইড নামক পদার্থ বহন করিয়া আনে।আর ডানদিকের নীচের প্রকোষ্ঠ এই দুষিত (কার্বন ডাই অক্সাইড মিশ্রিত) রক্তকে একটি ফুসফুস রক্ত নালীর(Pulmonary artery) মধ্য দিয়া ২টা ফুসফুস নামক শোধনাগার অর্গানে পাঠিয়ে দেয়।

এখানে ভালভ্ (Tricuspid)দ্বারা এর গতি মুখ নিয়ন্ন্ত্রন করা হয়।ফুসফুস তখন রক্তের এই বিশাক্ত বর্জ কার্বন ডাই অক্সাইড আমাদের প্রশ্বাষের সহিত শরীর হতে বের করে দেয়।

একই সংগে এই ফুষফুষ ই তখন নিস্বাষের মাধ্যমে বায়ুমন্ডল হতে অক্সিজেন নামক শরীরের বেচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করিয়া এই রক্তকেই মিশ্রিত করিয়া দেয়।

তখন ফুসফুস আর একটা ফুসফুষ নালীর(Pulmonary vein) মধ্য দিয়া এই অক্সিজেন মিশ্রিত রক্তকে(বিশুদ্ধ রক্ত) হৃদপিন্ডের বাম প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়। এখানেও আর একটি ভালভ (Bicuspid)দ্বারা এর গতিমুখ সুনিয়ন্ত্রিত রাখা হয়।

এই ভালভ গুলী রক্তের গতিপথকে নিয়ন্ত্রিত করে সম্মুখ দিকে প্রবাহিত হওয়ার নিশ্চয়তা বিধান করে। অর্থাত কখন ও Regurgitate বা পিছন দিকে ফেরত যেতে দেয়না।

তখন বাম পার্শের নীচের প্রকোষ্ঠে ফুসফুস হতে অক্সিজেন মিশ্রিত আনিত রক্ত একটা বড় রক্ত নালীর মধ্য দিয়ে শরীরের প্রতিটা কোষে পাঠিয়ে দেয়।

ডান ও বাম পার্শের ২ টা ফুসফুষ ও হৃদপিন্ড সম্মিলিত ভাবে সংকোচন ও সম্প্রসারন এর মাধ্যমে দিবা রাত্র সর্বক্ষন অবিরাম ভাবে কাজ চালিয়ে আমাদের বাচিয়ে রাখে।হৃদপিন্ড প্রতি মিনিটে ৭২বার ও ফুসফুস ১৮ বার সংকোচন ও সম্প্রসারন হয়। শিশু মাতৃগর্ভে থাকাকলীন ই এদের কাজ আরম্ভ হয় এবং মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত অবিরাম ভাবে তাদের কাজ চলতে থাকে।আমাদের বিশ্রাম, বা নিদ্রা থাকলেও এদের এক মুহুর্তও বিশ্রাম নাই।

এদের কিছুক্ষনের জন্য বিশ্রাম লওয়ার অর্থ হল আমাদের জীবনের মৃত্যু ঘটা।

এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন হৃপিন্ডের ডান প্রকোষ্ঠে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত ও বাম প্রকোষ্ঠে অক্সিজেন মিশ্রিত সম্পূর্ণ দুইটি বিপরীত ধর্মী রক্ত ঠিক পাশাপাশি থাকলেও একটা অপরটার সংগে মিশ্রিত হওয়ার কোনই সুযোগ নাই। কারণ এদের মাঝখানে নিশ্ছিদ্র মজবুত প্রাচীর রয়েছে। (নীচে চিত্র-২ দেখুন)

আর যদি এই প্রাচীরে কোন ছিদ্র বা ফাটল থাকে, তাহলে তো বুঝতেই পারতেছেন, এখানকার ঘটনা অন্য রকম হয়ে যাবে।

দুই রক্ত একত্র মিশ্রিত হয়ে যাবে।

অর্থাত বাপ প্রকোষ্ট তখন আর শরীরকে একেবারে বিশুদ্ধ অক্সিজেন মিশ্রিত রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয়ে যাবে।

জীবন পঙ্গু হয়ে যাবে।

একটা ছোট্র উদাহরন দেই তাহলে বোধ হয় আপনাদের বূঝতে আরো সহজ হবে।

Fallots Tetralogy তে হৃদপিন্ডের নীচের মধ্যখানের প্র্রাচীরে ছিদ্র থেকে বাম পার্শের বিশুদ্ধ রক্ত ও ডান পার্শের অশুদ্ধ রক্তের মিশ্রন ঘটা আর আপনার বাড়ীতে অবস্থিত পান করার জলের পাইপ লাইন ও ঠিক তার পার্শ দিয়ে যাওয়া sewerage নিস্কাসন পাইপ লাইনটা যারা কোন একখানে গিয়ে একটি বলের মধ্য দিয়ে অতিক্রম করার সময় পরস্পরকে মাঝখানে মাত্র একটি প্রাচীর দ্বারা পৃথক রাখা হয়েছে, আর সেই মাঝখানের প্রাচীরে কোন কারণ বসতঃ ছিদ্র হয়ে পানীয় জল ও sewerage বর্জ একত্রে মিশ্রন ঘটা।

তাহলে আপনার বাড়ীতে কী আর বিশুদ্ধ জল পাওয়া সম্ভব? ঠিক তদ্রুপ রোগীটির কোষ গূলীও তার বিশুদ্ধ রক্ত পায়না।

ফলে রোগী সবসময়ই অশুস্থ থাকে।আরো অন্যান্য সমস্যা একের পর এক এগিয়ে আসে।

তাহলে এবার বুঝুন Fallots Tetralogy কী ঘটায়?

উক্ত ছেলেটির Fallots Tetralogy হওয়াতে ঠিক তাই ঘটেছে।

এ ছাড়াও তার ভালভ গুলীতেও Stenosis থাকার কারণে পূর্ণ কার্যকরী নয়, যা এই রোগের সংগী থাকে।

এ রোগ কী নিরাময় যোগ্য?

হ্যা, এ রোগ হৃদপিন্ডের উপর জটিল সার্জারীর মাধ্যমে নিরাময় যোগ্য। (১,২)

এপর্যন্ত যা করা হয়েছে।

গত ৮/৬/২০১৪ তারিখে Dr.Baren Chokroborty কে দেখানো হয়েছে। তিনি ল্যাব এইড হসপিটালের Cardiology বিভাগের সিনিয়র কনস্যালট্যান্ট।এটা অবস্থিত বাড়ী নং-১,রোড নং-৪, ধানমন্ডি ঢাকায়।

তার ফোন-নং-8610793-8, 9670210-3

ই মেইল-

তিনি সংগে সংগে রোগীর হৃদপিন্ডের একটি পরীক্ষা,Doppler Echocardiography করিয়েছেন।

নীচে রিপোরটির একটা কপি দেওয়া হল (চিত্র-৫)। রিপোর্টটি দেখতে পারেন।

রিপোর্টটি দেখার পর চিকিৎসক বল্লেন, এর সার্জারী এখানে সম্ভব নয়।

কোথায় এর সার্জারী হতে পারে জানতে চাইলে পরামর্শ দেন নিম্ন ঠিকানার-

NARAYANA HRUBAYALAYA HOSPIATAL

BANGALORE

INDIA

DR. DEVI PRRASHAD SHETTI, SENIOR COSULTANT & CHAIRMAN CARDIOLOGY DEPT.

PHONE 91- 80-7122-2222

91-80- 2783- 5333

Email id:

http://www.narayanahealth.org/medical-professionals

এরপর DR. DEVI PRRASHAD SHETTI এর নিকট রোগীর পরীক্ষা রিপোর্ট Doppler Echocardiography, পাঠিয়ে দিয়ে তার মতামত জানতে চাওয়া হয়।

দুই দিনের মধ্যেই DR. DEVI PRRASHAD SHETTI এর পক্ষ হতে উত্তর এসে যায়।

প্রীয় পাঠক বর্গ,

নীচে DR. DEVI PRRASHAD SHETTI এর উত্তর টা খরচের হিসাব সহ দেখে নিন। এতে ভালভ REPLACEMENT ও আরো কিছু খরচা বাদ রাখা হয়েছে।

ভালভ REPLACEMENT এ কত খরচা হবে এটা জানতে চাইলে তার সেক্রেটারী RenukaDevi Rangaswam জানিয়েছেন, এটা আগে থেকে বলা সম্ভব নয়। রোগী এখানে আসবার পর ডাক্তার রোগী দেখার পর বলতে পারবেন, তবে আপনাদের ভিসা দেওয়ার জন্য আমাদেরকে বল্লে আমরা টিঠি দিতে পারি।

বাংগালোরে গিয়ে হার্ট সার্জারী করিয়ে আসতে সর্ব সাকুল্যে কত খরচা পড়তে পারে?

DR. DEVI PRRASHAD SHETTI এর উত্তর টা বিশ্লেষন করে ও বাকী খরচা অনুমান করে এটা অনুমান করা হচ্ছে-

বাংলাদেশী টাকায় ৭-৮ লক্ষ টাকা খরচা পড়তে পারে।

প্রীয় পাঠকবর্গ,

রোগীর পিতা ধনাড্য ব্যক্তি নন।



ই রোগীটিকে চিকিৎসার জন্য আপনাদের হস্ত প্রসারিত করার জন্য আকুল আহবান জানাচ্ছি।

কেহ সাহায্য করিতে চাইলে তার পিতা-শেখ জিন্নাত হোসেনের নিকট ফোন করুন

ফোন (সেল)-01- 715-713-326

অথবা তার ব্যাংক একাউন্টে দিন-

ব্যাংক তথ্য-

Sk. Jinnat Hossain

জনতা ব্যাংক লিঃ

Mongla Port Compound Br.

জেলা-বাগেরহাট

Sb/Ac no- 3434

শিশু কেন এই রোগে আক্রান্ত হয়?

শিশুটি দুর্ভাগ্য বসতঃ কিছু কিছু Mutated (পরিবর্তিত) জ্বীন পেয়ে গেলে এই Fallots Tetralogy নামক ভয়াবহ রোগের শিকার হয়ে যায়।(১,৪)।

এই জ্বীনগুলী যেমন-

• NKX2-5[5]

• ZFPM2[6]

নীচে(চিত্র-৬) NKX2-5 জ্বীনের অবস্থানটা দেখে নিন

Click this link

চিত্র-১

একটি হৃদপিন্ড-বাহির দিকে যেরুপ দেখায়

http://www.amarblog.com/sites/default/files/resize/%20images/2_15-700x592.png

চিত্র-২

একটি স্বাভাবিক হৃদপিন্ডের অভ্যন্তর লক্ষ করুন। এর দুই প্রকোষ্ঠের মাঝখানের প্রাচীরে (হালকা লাল রং এর) কোন ছিদ্র নাই।

http://www.amarblog.com/sites/default/files/resize/%20images/3_7-700x514.png

চিত্র-৩

একটি Fallots Tetralogy হৃদপিন্ডের অভ্যন্তরে লক্ষ করুন, মাঝখানের প্রাচীরে ছিদ্র।

Click this link

চিত্র-৪

এটা রাছেল এর হৃদপিন্ডের Echocardiography পরীক্ষার রিপোর্ট। এখানে নীচে Comments এ লক্ষ করুন,Fallots Tetralogy এর নিয়ম অনুসারে অনেকগুলী সমস্যা ধরা পড়েছে।

Click this link

চিত্র-৫

DR. DEVI PRRASHAD SHETTI এর নিকট থেকে প্রাপ্ত উত্তর।

Molecular Location on chromosome 5: base pairs 173,232,103 to 173,235,311

Click this link

চিত্র-৬

কয়েকটি জ্বীন এর মধ্যে এই জ্বীন টির Mutation(পরিবর্তন)ও Fallots Tetralogy এর কারণ হয়ে থাকে।

NKX2-5 জ্বীনটি ৫নং ক্রোমোজোম এর q বাহুর ৩৪ অবস্থানে আছে।

আরো সূক্ষভাবে, NKX2-5, base pair 173,232,103 হইতে 173,235,311 base pair পর্যন্ত chromosome 5 এ জায়গা দখল করে রয়েছে।

সূত্র-

1) http://en.wikipedia.org/wiki/Tetralogy_of_Fallot

2) http://www.cdc.gov/ncbddd/heartdefects/tetralogyoffallot.html

3) http://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/tof/

4) http://ghr.nlm.nih.gov/gene/NKX2-5

তরুনের পরিচয়-

নাম-শেখ রাছেল।

পেশা- কলেজ শিক্ষার্থী। (২০১৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে)

কলেজ—মোংলা টেকনিক্যাল এন্ড বি/এম কলেজ।

কেওড়াতলা।

মোংলা।

বাগেরহাট।

পিতা-শেখ জিন্নাত হোসেন।

ফোন (সেল)-O1- 715-713-326

ঠিকানা-

গ্রাম-গবিন্দপুর

পোঃ ফয়লাহাট

জেলা- বাগের হাট

বাংলাদেশ।

ঘটনা-

ছেলেটি Fallots Tetralogy নামক একটি জন্মগত হৃদপিন্ডের রোগে আক্রান্ত।এই রোগে আক্রান্ত শিশুটির হৃদপিন্ডের ৪টি প্রকোষ্ঠের নীচের দুইটি প্রকোষ্ঠের মাঝখানের প্রাচীরে ছিদ্র থাকে ও একই সংগে হৃদপিন্ডের ভালভ গুলী সহ মোট ৪ ধরনের সমস্যা থাকে। এতে আক্রান্তের সংখ্যা নগন্য।প্রতি ১০ হাজারে ৫ জন। নারী ও পুরুষ সমান ভাবে আক্রান্ত হয়।(৩)

(নীচে একটি স্বাভাবিক হৃদপিন্ড ও একটি রোগাক্রান্ত হৃদপিন্ডের চিত্র দেখুন।)

আমাদের হৃদপিন্ড তার ডান পার্শের প্রকোষ্ঠে একটা প্রশস্ত রক্তনালীর(Superior Venacava) মাধ্যমে শরীর হতে অনবরত শরীর কোষের উৎপাদিত বিষাক্ত বর্জ্য কার্বন ডাই অক্সাইড নামক পদার্থ বহন করিয়া আনে।আর ডানদিকের নীচের প্রকোষ্ঠ এই দুষিত (কার্বন ডাই অক্সাইড মিশ্রিত) রক্তকে একটি ফুসফুস রক্ত নালীর(Pulmonary artery) মধ্য দিয়া ২টা ফুসফুস নামক শোধনাগার অর্গানে পাঠিয়ে দেয়।

এখানে ভালভ্ (Tricuspid)দ্বারা এর গতি মুখ নিয়ন্ন্ত্রন করা হয়।ফুসফুস তখন রক্তের এই বিশাক্ত বর্জ কার্বন ডাই অক্সাইড আমাদের প্রশ্বাষের সহিত শরীর হতে বের করে দেয়।

একই সংগে এই ফুষফুষ ই তখন নিস্বাষের মাধ্যমে বায়ুমন্ডল হতে অক্সিজেন নামক শরীরের বেচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করিয়া এই রক্তকেই মিশ্রিত করিয়া দেয়।

তখন ফুসফুস আর একটা ফুসফুষ নালীর(Pulmonary vein) মধ্য দিয়া এই অক্সিজেন মিশ্রিত রক্তকে(বিশুদ্ধ রক্ত) হৃদপিন্ডের বাম প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়। এখানেও আর একটি ভালভ (Bicuspid)দ্বারা এর গতিমুখ সুনিয়ন্ত্রিত রাখা হয়।

এই ভালভ গুলী রক্তের গতিপথকে নিয়ন্ত্রিত করে সম্মুখ দিকে প্রবাহিত হওয়ার নিশ্চয়তা বিধান করে। অর্থাত কখন ও Regurgitate বা পিছন দিকে ফেরত যেতে দেয়না।

তখন বাম পার্শের নীচের প্রকোষ্ঠে ফুসফুস হতে অক্সিজেন মিশ্রিত আনিত রক্ত একটা বড় রক্ত নালীর মধ্য দিয়ে শরীরের প্রতিটা কোষে পাঠিয়ে দেয়।

ডান ও বাম পার্শের ২ টা ফুসফুষ ও হৃদপিন্ড সম্মিলিত ভাবে সংকোচন ও সম্প্রসারন এর মাধ্যমে দিবা রাত্র সর্বক্ষন অবিরাম ভাবে কাজ চালিয়ে আমাদের বাচিয়ে রাখে।হৃদপিন্ড প্রতি মিনিটে ৭২বার ও ফুসফুস ১৮ বার সংকোচন ও সম্প্রসারন হয়। শিশু মাতৃগর্ভে থাকাকলীন ই এদের কাজ আরম্ভ হয় এবং মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত অবিরাম ভাবে তাদের কাজ চলতে থাকে।আমাদের বিশ্রাম, বা নিদ্রা থাকলেও এদের এক মুহুর্তও বিশ্রাম নাই।

এদের কিছুক্ষনের জন্য বিশ্রাম লওয়ার অর্থ হল আমাদের জীবনের মৃত্যু ঘটা।

এখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন হৃপিন্ডের ডান প্রকোষ্ঠে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত ও বাম প্রকোষ্ঠে অক্সিজেন মিশ্রিত সম্পূর্ণ দুইটি বিপরীত ধর্মী রক্ত ঠিক পাশাপাশি থাকলেও একটা অপরটার সংগে মিশ্রিত হওয়ার কোনই সুযোগ নাই। কারণ এদের মাঝখানে নিশ্ছিদ্র মজবুত প্রাচীর রয়েছে। (নীচে চিত্র-২ দেখুন)

আর যদি এই প্রাচীরে কোন ছিদ্র বা ফাটল থাকে, তাহলে তো বুঝতেই পারতেছেন, এখানকার ঘটনা অন্য রকম হয়ে যাবে।

দুই রক্ত একত্র মিশ্রিত হয়ে যাবে।

অর্থাত বাপ প্রকোষ্ট তখন আর শরীরকে একেবারে বিশুদ্ধ অক্সিজেন মিশ্রিত রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয়ে যাবে।

জীবন পঙ্গু হয়ে যাবে।

একটা ছোট্র উদাহরন দেই তাহলে বোধ হয় আপনাদের বূঝতে আরো সহজ হবে।

Fallots Tetralogy তে হৃদপিন্ডের নীচের মধ্যখানের প্র্রাচীরে ছিদ্র থেকে বাম পার্শের বিশুদ্ধ রক্ত ও ডান পার্শের অশুদ্ধ রক্তের মিশ্রন ঘটা আর আপনার বাড়ীতে অবস্থিত পান করার জলের পাইপ লাইন ও ঠিক তার পার্শ দিয়ে যাওয়া sewerage নিস্কাসন পাইপ লাইনটা যারা কোন একখানে গিয়ে একটি বলের মধ্য দিয়ে অতিক্রম করার সময় পরস্পরকে মাঝখানে মাত্র একটি প্রাচীর দ্বারা পৃথক রাখা হয়েছে, আর সেই মাঝখানের প্রাচীরে কোন কারণ বসতঃ ছিদ্র হয়ে পানীয় জল ও sewerage বর্জ একত্রে মিশ্রন ঘটা।

তাহলে আপনার বাড়ীতে কী আর বিশুদ্ধ জল পাওয়া সম্ভব? ঠিক তদ্রুপ রোগীটির কোষ গূলীও তার বিশুদ্ধ রক্ত পায়না।

ফলে রোগী সবসময়ই অশুস্থ থাকে।আরো অন্যান্য সমস্যা একের পর এক এগিয়ে আসে।

তাহলে এবার বুঝুন Fallots Tetralogy কী ঘটায়?

উক্ত ছেলেটির Fallots Tetralogy হওয়াতে ঠিক তাই ঘটেছে।

এ ছাড়াও তার ভালভ গুলীতেও Stenosis থাকার কারণে পূর্ণ কার্যকরী নয়, যা এই রোগের সংগী থাকে।

এ রোগ কী নিরাময় যোগ্য?

হ্যা, এ রোগ হৃদপিন্ডের উপর জটিল সার্জারীর মাধ্যমে নিরাময় যোগ্য। (১,২)

এপর্যন্ত যা করা হয়েছে।

গত ৮/৬/২০১৪ তারিখে Dr.Baren Chokroborty কে দেখানো হয়েছে। তিনি ল্যাব এইড হসপিটালের Cardiology বিভাগের সিনিয়র কনস্যালট্যান্ট।এটা অবস্থিত বাড়ী নং-১,রোড নং-৪, ধানমন্ডি ঢাকায়।

তার ফোন-নং-8610793-8, 9670210-3

ই মেইল-

তিনি সংগে সংগে রোগীর হৃদপিন্ডের একটি পরীক্ষা,Doppler Echocardiography করিয়েছেন।

নীচে রিপোরটির একটা কপি দেওয়া হল (চিত্র-৫)। রিপোর্টটি দেখতে পারেন।

রিপোর্টটি দেখার পর চিকিৎসক বল্লেন, এর সার্জারী এখানে সম্ভব নয়।

কোথায় এর সার্জারী হতে পারে জানতে চাইলে পরামর্শ দেন নিম্ন ঠিকানার-

NARAYANA HRUBAYALAYA HOSPIATAL

BANGALORE

INDIA

DR. DEVI PRRASHAD SHETTI, SENIOR COSULTANT & CHAIRMAN CARDIOLOGY DEPT.

PHONE 91- 80-7122-2222

91-80- 2783- 5333

Email id:

http://www.narayanahealth.org/medical-professionals

এরপর DR. DEVI PRRASHAD SHETTI এর নিকট রোগীর পরীক্ষা রিপোর্ট Doppler Echocardiography, পাঠিয়ে দিয়ে তার মতামত জানতে চাওয়া হয়।

দুই দিনের মধ্যেই DR. DEVI PRRASHAD SHETTI এর পক্ষ হতে উত্তর এসে যায়।

প্রীয় পাঠক বর্গ,

নীচে DR. DEVI PRRASHAD SHETTI এর উত্তর টা খরচের হিসাব সহ দেখে নিন। এতে ভালভ REPLACEMENT ও আরো কিছু খরচা বাদ রাখা হয়েছে।

ভালভ REPLACEMENT এ কত খরচা হবে এটা জানতে চাইলে তার সেক্রেটারী RenukaDevi Rangaswam জানিয়েছেন, এটা আগে থেকে বলা সম্ভব নয়। রোগী এখানে আসবার পর ডাক্তার রোগী দেখার পর বলতে পারবেন, তবে আপনাদের ভিসা দেওয়ার জন্য আমাদেরকে বল্লে আমরা টিঠি দিতে পারি।

বাংগালোরে গিয়ে হার্ট সার্জারী করিয়ে আসতে সর্ব সাকুল্যে কত খরচা পড়তে পারে?

DR. DEVI PRRASHAD SHETTI এর উত্তর টা বিশ্লেষন করে ও বাকী খরচা অনুমান করে এটা অনুমান করা হচ্ছে-

বাংলাদেশী টাকায় ৭-৮ লক্ষ টাকা খরচা পড়তে পারে।

প্রীয় পাঠকবর্গ,

রোগীর পিতা ধনাড্য ব্যক্তি নন।

এই রোগীটিকে চিকিৎসার জন্য আপনাদের হস্ত প্রসারিত করার জন্য আকুল আহবান জানাচ্ছি।

কেহ সাহায্য করিতে চাইলে তার পিতা-শেখ জিন্নাত হোসেনের নিকট ফোন করুন

ফোন (সেল)-01- 715-713-326

অথবা তার ব্যাংক একাউন্টে দিন-

ব্যাংক তথ্য-

Sk. Jinnat Hossain

জনতা ব্যাংক লিঃ

Mongla Port Compound Br.

জেলা-বাগেরহাট

Sb/Ac no- 3434

শিশু কেন এই রোগে আক্রান্ত হয়?

শিশুটি দুর্ভাগ্য বসতঃ কিছু কিছু Mutated (পরিবর্তিত) জ্বীন পেয়ে গেলে এই Fallots Tetralogy নামক ভয়াবহ রোগের শিকার হয়ে যায়।(১,৪)।

এই জ্বীনগুলী যেমন-

• NKX2-5[5]

• ZFPM2[6]

নীচে(চিত্র-৬) NKX2-5 জ্বীনের অবস্থানটা দেখে নিন

চিত্র-১

একটি হৃদপিন্ড-বাহির দিকে যেরুপ দেখায়

চিত্র-২

একটি স্বাভাবিক হৃদপিন্ডের অভ্যন্তর লক্ষ করুন। এর দুই প্রকোষ্ঠের মাঝখানের প্রাচীরে (হালকা লাল রং এর) কোন ছিদ্র নাই।

চিত্র-৩

একটি Fallots Tetralogy হৃদপিন্ডের অভ্যন্তরে লক্ষ করুন, মাঝখানের প্রাচীরে ছিদ্র।

চিত্র-৪

এটা রাছেল এর হৃদপিন্ডের Echocardiography পরীক্ষার রিপোর্ট। এখানে নীচে Comments এ লক্ষ করুন,Fallots Tetralogy এর নিয়ম অনুসারে অনেকগুলী সমস্যা ধরা পড়েছে।

চিত্র-৫

DR. DEVI PRRASHAD SHETTI এর নিকট থেকে প্রাপ্ত উত্তর।

Molecular Location on chromosome 5: base pairs 173,232,103 to 173,235,311

চিত্র-৬

কয়েকটি জ্বীন এর মধ্যে এই জ্বীন টির Mutation(পরিবর্তন)ও Fallots Tetralogy এর কারণ হয়ে থাকে।

NKX2-5 জ্বীনটি ৫নং ক্রোমোজোম এর q বাহুর ৩৪ অবস্থানে আছে।

আরো সূক্ষভাবে, NKX2-5, base pair 173,232,103 হইতে 173,235,311 base pair পর্যন্ত chromosome 5 এ জায়গা দখল করে রয়েছে।

সূত্র-

1) http://en.wikipedia.org/wiki/Tetralogy_of_Fallot

2) http://www.cdc.gov/ncbddd/heartdefects/tetralogyoffallot.html

3) http://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/tof/

4) http://ghr.nlm.nih.gov/gene/NKX2-5

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File